ধান পাকতেই ফের বুনো হাতির পাল জমা হচ্ছে নেপাল লাগোয়া নকশালবাড়িতে। গত কয়েকদিনের কলাবাড়ির জঙ্গলে ৩৫টি বুনো হাতির দল জমা হয়েছে। সোমবার মহানন্দা অভয়ারণ্য থেকে আরও ৪০টি বুনো হাতির পাল বামনপোখরি হয়ে ব্যাংডুবির দিকে রওনা হয়েছে। ব্যাংডুবির জঙ্গলে ইতিমধ্যেই ৫০টি বুনো হাতির পাল রয়েছে। ফের বুনো হাতির পাল নেপালে ঢোকার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন বন দফতরের কর্তারা। পরিস্থিতি সামাল দিতে নকশালবাড়ি লাগোয়া কলাবাড়ি জঙ্গলে নজরদারি বাড়ানো হয়েছে। বন দফতরের এক কর্তা জানান, সাধারণত পাকা ধানের লোভে হাতির পাল নেপালে ঢুকে পড়ে। সেখানে চাষিরাও বুনো হাতির পালের উপরে পাল্টা হামলা করে।
|
বয়স মাত্রই দিন পনেরো। দলের সঙ্গে টলোমলো পায়ে হাঁটার সময় সাদাঙ্গি বনের কাছে দলছুট হয়ে পড়ে হাতির একটি ছানা। স্থানীয় গ্রামবসীরা ছোট্ট হাতিটিকে একা একা ঘুরতে দেখে আজ খবর দেন বন বিভাগে। বনকর্মীরা এসে উদ্ধার করেন তাকে। প্রথমে তাকে কপিলাস পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে পরিচর্যা করা হয়। তারপর খবর মেলে হাতির পালটি ঘোরাঘুরি করছে কাছেই রূপাবলি অরণ্যে। হস্তিশাবকটিকে তখন সেখানে ছেড়ে দেওয়া হয়। |