|
|
|
|
কাউন্সিলে পুরনো পাঁচ |
প্রাক্তনী মালবিকা প্রেসিডেন্সির নতুন উপাচার্য |
নিজস্ব সংবাদদাতা |
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রাক্তন বিভাগীয় প্রধান মালবিকা সরকার। আপাতত তিনি এক বছরের জন্য নিযুক্ত হচ্ছেন। পরে তাঁর মেয়াদ বৃদ্ধি হতে পারে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার জানিয়েছেন।
মালবিকাদেবী প্রেসিডেন্সিরই প্রাক্তন ছাত্রী। এর পরের পাঠ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরে ইংরেজি বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন তিনি। অবসর নেন ২০০৯-এর জানুয়ারিতে। এখন তিনি ইংল্যান্ডে। সেখান থেকে ফোনে মালবিকাদেবী বলেন, “প্রেসিডেন্সি আমার নিজেরই কলেজ। ১৯৬৫ থেকে ১৯৬৮ তিন বছর আমি সেখানে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করি। তার পর কেমব্রিজে চলে যাই। সেই প্রেসিডেন্সিরই উপাচার্য হতে পেরে আমি সম্মানিত।”
অন্তর্বর্তী উপাচার্য বেছে নেওয়ার পাশাপাশি প্রেসিডেন্সির জন্য হচ্ছে পনেরো সদস্যের নয়া কাউন্সিল। বাম আমলে গড়া কাউন্সিল ভেঙে দেওয়ার সময়েই শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, মেন্টর গ্রুপের দশ সদস্যই কাউন্সিলের সদস্য হচ্ছেন। এ বার তাঁদের সঙ্গে যুক্ত হল আরও পাঁচ জনের নাম। এই পাঁচ জনই ছিলেন ভেঙে দেওয়া কাউন্সিলের সদস্য। এঁরা হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, ইতিহাসবিদ মুশিরুল হাসান, বিজ্ঞানী বিকাশ সিংহ, বিহারের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনক পাণ্ডে এবং ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ডিরেক্টর এইচ এ রঙ্গনাথ। এ ব্যাপারে রাজ্যপাল তথা আচার্যের অনুমোদন মিলেছে ইতিমধ্যেই। আজ, বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
বিগত বাম সরকারের আমলে গড়া প্রেসিডেন্সির কাউন্সিল থেকে ওই পাঁচ জনকেই কেন বেছে নেওয়া হল? শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, “যাঁরা দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে শিক্ষার স্বার্থে কাজ করবেন বলে আমাদের মনে হয়েছে, তাঁদেরই নতুন কাউন্সিলে নেওয়া হয়েছে।”
প্রেসিডেন্সির প্রথম উপাচার্য অমিতা চট্টোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হয় গত ৫ অক্টোবর। তার পরেও দু’মাস অথবা নতুন উপাচার্য নিয়োগ যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তাঁকে কাজ চালিয়ে যেতে বলা হয়। অমিতাদেবী ওই শর্তে রাজি হননি। ফলে প্রেসিডেন্সির উপাচার্যের পদ শূন্য হয়ে যায়। ব্রাত্যবাবু এ দিন বলেন, “মেন্টর গ্রুপের সুপারিশের ভিত্তিতে মালবিকাদেবীকে ওই পদে নিয়োগ করা হচ্ছে। তিনি এখনও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। এখন তিনি ইংল্যান্ডে রয়েছেন। আগামী ১৮ অক্টোবর প্রেসিডেন্সির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।” |
|
|
|
|
|