ইউনিনরের দুই শরিকে দ্বন্দ্ব বাড়ল |
ইউনিনরের দুই অংশীদার, টেলিনর ও ইউনিটেকের মধ্যে সংঘাত আরও বাড়ল। যৌথ উদ্যোগ সংস্থায় ভারতীয় অংশীদার ইউনিটেক নরওয়ের টেলিনরের বিরুদ্ধে সংস্থা পরিচালনায় গলদের কারণ দেখিয়ে কোম্পানি ল বোর্ডে অভিযোগ দায়ের করেছে। টেলিনরের উচ্চপদস্থ কর্তাদেরও অভিযুক্ত করেছে তারা। যৌথ সংস্থায় ১৭০ কোটি ডলারের রাইটস ইস্যু নিয়ে বিবদমান দুই সংস্থা। টেলিনরের যুক্তি, টেলিকম ক্ষেত্রে দুর্নীতির জেরে ব্যাঙ্ক ঋণ পাওয়া দুষ্কর। তাই দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার জন্য রাইটস ইস্যু ছাড়ার পক্ষেই সওয়াল করেছে তারা। যৌথ সংস্থায় টেলিনরের ৬৭.২৫% অংশীদারি রয়েছে। তাতেই আপত্তি ইউনিটেকের। তাদের দাবি, গত নভেম্বরে স্টেট ব্যাঙ্কের ৯০০০ কোটি টাকার ঋণের প্রস্তাব ফিরিয়েছিল টেলিনর। অথচ এখন তারাই আবার রাইটস ইস্যু ছাড়ার কথা বলছে। ইউনিটেকের আরও দাবি, এখনই যৌথ উদ্যোগটির অর্থের প্রয়োজন নেই। বস্তুত, টেলিনর সংস্থা পরিচালনার ক্ষেত্রে ইউনিনর ও তার কর্মীদের স্বার্থ দেখছে না বলেই সরাসরি অভিযোগ তুলেছে ইউনিটেক। এ প্রসঙ্গে এশিয়ায় টেলিনরের বক্তব্য অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, ইউনিটেকের আর একটি যৌথ উদ্যোগ ইউনিটেক ওয়্যারলেস ও ইউনিটেকের এমডি সঞ্জয় চন্দ্র টেলিকম দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত। যদিও তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন।
|
নভেম্বরেই ৮০০ কোটি ইউরো গ্রিসকে |
আগামী নভেম্বরের গোড়ার দিকেই আর্থিক ত্রাণ খাতে ৮০০ কোটি ইউরো হাতে পাচ্ছে গ্রিস। গ্রিসের অর্থনীতিকে দেউলিয়া হওয়ার কবল থেকে বাঁচাতেই এই অর্থ সাহায্য দেওয়া হচ্ছে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) এবং ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক (ইসিবি)। বিভিন্ন ঋণদাতা ব্যাঙ্ক এবং বেসরকারি ক্ষেত্রের উদ্যোগেই এই আর্থিক অনুদানের ব্যবস্থা করা হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। এ দিকে, ইউরোপ জুড়ে চলা ঋণ সঙ্কট নিয়ে মঙ্গলবার ফের হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্কের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ ত্রিশেত। জরুরি ভিত্তিতে এই আর্থিক সঙ্কট কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না-নিলে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন হবে বলেই তাঁর আশঙ্কা। সে ক্ষেত্রে কমবে বিশ্ব অর্থনীতির আর্থিক বৃদ্ধি।
|
মারুতি কর্মীদের চুক্তিভঙ্গের নোটিস পাঠাল হরিয়ানা |
মারুতির কর্মীদের বিরুদ্ধে গত ১ অক্টোবর সই করা চুক্তিভঙ্গের অভিযোগ এনেছে হরিয়ানা সরকার। হরিয়ানার শ্রম দফতর নোটিস দিয়ে কর্মীদের ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের বক্তব্য জানতে চেয়েছে। যদিও সবক’টি জাতীয় শ্রমিক সংগঠন গোটা ঘটনায় ইন্ধন জোগানোর জন্য সংস্থা কর্তৃপক্ষকেই দায়ী করেছে। মারুতি সুজুকি-র সঙ্কট আরও ঘোরালো হল। কর্মীরা ধর্মঘটে অনড় থাকায় মঙ্গলবারও সংস্থাটির মানেসরের কারখানা বন্ধ ছিল। অন্য দিকে, সুজুকি পাওয়ারট্রেনেও ধর্মঘট চলায় যন্ত্রাংশের অভাবে মারুতির গুড়গাঁও কারখানার উৎপাদন এ দিন আরও কমেছে। ওই কারখানায় সাধারণত দৈনিক ২৮০০টি গাড়ি তৈরি হলেও এ দিন মাত্র ১০০০টি গাড়ি তৈরি হয়েছে। সোমবার অবশ্য ১৮০০টি গাড়ি তৈরি হয়েছিল। মারুতির কারখানায় গত কয়েক মাস ধরে চলা ধর্মঘটের জেরে সংস্থার এখনও পর্যন্ত প্রায় ১৫৪০ কোটি টাকার লোকসান হয়েছে। আর উৎপাদন শুল্ক বাবদ হরিয়ানা সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা।
|
ফের ব্যাহত ব্ল্যাকবেরি পরিষেবা |
ভারত-সহ বিভিন্ন দেশে এই নিয়ে টানা দু’দিন ব্যাহত হল ব্ল্যাকবেরি পরিষেবা। যার ফলে মঙ্গলবারও এই ‘স্মার্ট ফোন’ থেকে ই-মেল, ইনস্ট্যান্ট মেসেজ কিংবা ইন্টারনেট ব্রাউজিং-এর মতো কাজ করতে সমস্যায় পড়েছেন বহু গ্রাহক। ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন জানিয়েছে, ভারত ছাড়াও এ দিন তাদের পরিষেবা ব্যাহত হয়েছে ইউরোপ, পশ্চিম এশিয়া, আফ্রিকা, ব্রাজিল, চিলি এবং আর্জেন্তিনায়। এ নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব ত্রুটি সারানোর প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের মোবাইলে বার্তাও পাঠিয়েছে কানাডার এই বহুজাতিক।
|
ক্ষুদ্রশিল্পকে ছাড় রফতানি ঋণে |
ক্ষুদ্রশিল্পকে টাকার অঙ্কে দেওয়া রফতানি ঋণে ২% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শ্রম-প্রধান শিল্পও এর আওতায় আসবে বলে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। ভর্তুকি বাবদই ওই ছাড় দেওয়া হবে। ইউরোপ, আমেরিকার বাজারে মন্দার কারণে ছোট এবং শ্রম-নিবিড় শিল্প যাতে বাজার হারানোর জেরে ধাক্কা না খায়, তার জন্যই রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত। হস্তশিল্প, তাঁত এবং গালিচা শিল্প এই সুবিধা পাবে। |