স্বামী, ছেলে-সহ এক সিপিএমের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার জেমারি পঞ্চায়েতের ওল্ড মাইনাস এলাকায়। পঞ্চায়েত সদস্য চম্পাদেবী ঠাকুরের অভিযোগ, অষ্টমীর দিন রাহুল বিন্দ নামে এক তৃণমূল কর্মী তাঁর বাড়ির সামনের এক দোকান মালিককে গালিগালাজ করছিলেন। তাঁর স্বামী নাগিনাবাবু ওই তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। এর পরে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ রাহুল আরও চার জনকে সঙ্গে নিয়ে চম্পাদেবীর বাড়িতে চড়াও হয়। চম্পাদেবী, তাঁর স্বামী নাগিনাবাবু ও ছেলে রঞ্জনবাবুকে বেধড়ক মারধর করা হয়েছে বলে চম্পাদেবী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান সিপিএম নেতা নিমাই ঘোষ বলেন, “তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তাপসবাবুর কথায়, “পুলিশকে নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। নেত্রীর নির্দেশে কোনও পক্ষের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
কয়লা শিল্পে পাঁচটি শ্রমিক সংগঠনের সংযুক্ত কমিটির ডাকা বন্ধের দিন আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসি-র এক নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এআইটিইউসি-র বিরুদ্ধে। পাল্টা কেকেএসসি-র ওই নেতার বিচার চেয়ে এআইটিইউসি গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জমা দিয়েছে পুলিশের কাছে। সোমবার এআইটিইউসি-সহ ৫টি অনুমোদিত শ্রমিক সংগঠন বন্ধ ডেকেছিল। আইএনটিটিইউসি তার বিরোধিতা করে। ইসিএলের ১০৯টি খনির মধ্যে ১১টি খনিতে কাজ হয়েছে। কেকেএসসি-র নেতা সঞ্জীব পান্ডে জানান, সোমবার সকাল ১০টা, ১১টা ও ১২টা মোট তিন বার এআইটিইউসি নেতা মনোজ ঝা কাজ বন্ধ করার হুমকি দেন। রাত ৮টা নাগাদ বন্দুক নিয়ে জামুড়িয়ার সাতগ্রাম এরিয়ার মর্ডান সাতগ্রাম কোলিয়ারি চত্বরে তাঁর উপরে চড়াও হওয়ার চেষ্টা করেন। পুলিশ চলে আসায় তিনি প্রাণে বাঁচেন। এ দিকে মনোজ ঝায়ের অভিযোগ, সকালে তিনি মজা করে তিনি বন্ধের সমর্থন করার কথা বলেছিলেন। রাতে হঠাৎ সঞ্জীব পান্ডে, রামসঞ্জীবন মাহাতো ও করুণাময় সাধুরা দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁকে মারধর করা হয় বল অভিযোগ। তাঁর স্ত্রীকেও গালিগালাজ করা হয়। মঙ্গলবার সকালে মনোজবাবুরা এলাকার বাসিন্দাদের কাছে স্বাক্ষর সংগ্রহ করে ঘটনার তদন্ত দাবি করে পুলিশের কাছে অভিযোগ জমা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
ফরিদপুর (লাউদোহা) থানার আমদহি গ্রামে হাতাহাতির ঘটনায় পুলিশ শেখ করিম নামে এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। যদিও পুলিশের দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতেই ওই তৃণমূল সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় দলীয় কর্মী শেখ কামাল ও শেখ খোকন দুষ্কৃতীদের গুলিতে খুন হন। অন্যতম অভিযুক্ত শেখ রফিকুলের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয় সোমবার সন্ধ্যায়। ক্রমশ তা হাতাহাতির রূপ নেয়। মাথায় আঘাত পায় রফিকুল। উত্তেজনা যাতে না ছড়ায় সেজন্য রাতে পুলিশ পিকেট বসানো হয় গ্রামে। মঙ্গলবার সকালে সফিকুলের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কর্মী শেখ করিমকে গ্রেফতার করে পুলিশ। দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, “বিনা কারণে শেখ করিমকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। গৌরবাজারে দলীয় কর্মীদের বৈঠকে ব্যস্ত ছিল।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দায়ের করায় কোকওভেন থানার পুলিশ শান্তনু সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দুর্গাপুর স্টেশন থেকে হেতেডোবার একটি কারখানার ওই কর্মী কর্তৃপক্ষের টাকা নিয়ে ফিরছিলেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তিনি জানান, রাস্তা থেকে তাঁকে কে বা কারা তুলে নিয়ে যায়। তার পরে তাঁকে বেঁহুশ করে দেওয়া হয়। ছিনতাই করে নেওয়া হয় তাঁর কাছে থাকা নগদ প্রায় দেড় লক্ষ টাকা। কিন্তু এ ব্যাপারে কারখানা মালিকের সন্দেহ হওয়ায় তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানায়, তাঁর কথায় অসংলগ্নতা পাওয়া গিয়েছে। শেষ রাতে তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় নগদ টাকাও।
|
চার দিন বিদ্যুৎ নেই জামুড়িয়ার নিউ কেন্দা কোলিয়ারির ইস্ট কেন্দা কলোনিতে। সমস্যায় পড়েছে ইস্ট কেন্দা কলোনির চারশোটি পরিবার। হয়রান হচ্ছে শিশু ও বৃদ্ধেরা। কোলিয়ারি কতৃর্পক্ষ জানিয়েছেন, ট্রান্সফর্মার জ্বলে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। সারাইয়ের কাজ চলছে। শীঘ্র পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। |