টুকরো খবর
ভূমিকম্পে ক্ষতি দেখতে আজ পাহাড়ে কেন্দ্রীয় দল
সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি দেখতে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আজ, মঙ্গলবার দার্জিলিং যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (উত্তর-পূর্বাঞ্চল) যুগ্ম সচিব শম্ভুনাথ সিংহের নেতৃত্বে ওই পর্যবেক্ষক দলটি দার্জিলিঙের কালিম্পং-সহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, তা ঘুরে দেখবে বলে সোমবার রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান জানিয়েছেন। তিনি বলেন, “ভূমিকম্পে দার্জিলিং পাহাড়ের কালিম্পং ও অন্যান্য জায়গা এবং সমতলে শিলিগুড়ির কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে রাজ্য সরকারের তরফে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। ওই রিপোর্ট কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের হাতে তুলে দেওয়া হবে।” ঘটনাচক্রে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ দার্জিলিঙে থাকবেন। মুখ্যমন্ত্রী এ দিন উত্তরবঙ্গ সফরে দার্জিলিং গিয়েছেন। আজ ও আগামী কাল, বুধবার পাহাড়ে তাঁর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলটির সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের কোনও কর্মসূচি আছে কি না, তা নিয়ে রাজ্য সরকারি স্তরে এ দিন নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে দমকলমন্ত্রী বলেন, “আমি ইতিমধ্যেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন বিষয়ক মন্ত্রী গৌতম দেবকে জানিয়েছি যে, কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য গৌতমবাবুকে বলেছি। দার্জিলিঙের জেলাশাসককেও ওই পর্যবেক্ষককে যাবতীয় সহযোগিতা করতে বলা হয়েছে।”কেন্দ্রীয় পর্যবেক্ষক দলটি এখন সিকিমে রয়েছে বলে দমকলমন্ত্রী জানান। পর্যবেক্ষক দলটি আজ পাহাড়ে ঘুরবে। আগামী কাল, বুধবার তাদের শিলিগুড়িতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কর্মসূচি আছে। ওই দিনই বাগডোগরা হয়ে দলটি দিল্লি ফিরে যাবে।

আত্মসমর্পণ
পুরসভার কর্মী বিধবা মহিলার উপর সশস্ত্র হামলায় অভিযুক্ত সিপিএম নেতার জামাই মৃণাল সাহা শনিবার রাতে বালুরঘাট থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। রবিবার থানার আইসি শান্তনু কোঁয়ার মারধর ও আঘাতের ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে পাঠালে চাঞ্চল্য ছড়ায়। শেষে পুলিশ সুপারের নির্দেশে আইসি শান্তনুবাবু ফের অভিযুক্তের বিরুদ্ধে বিধবাকে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে আদালতে নথি পাঠান। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি ওই দিন থানাকে মামলার নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশমীর দিন সকালে শহরের ১ নম্বর ওয়ার্ডের বিধবা মহিলা তপতী বসাকের উপর হামলার অভিযোগ ওঠে মৃণাল সাহার বিরুদ্ধে। শনিবার অভিযুক্তকে গ্রেফতারের দাবি করে এলাকার মহিলারা আইসি’কে ঘিরে বিক্ষোভ দেখান। তাতে সাড়া না পেয়ে বাংলোয় গিয়ে জেলাশাসকের দ্বারস্থ হন। নড়েচড়ে বসেন জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ। তিনি বলেন, ‘‘ঘটনায় আইসির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।” আইসি শান্তনু কোঁয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

সিবিআই তদন্ত দাবি
পুলিশের মারে যুবক রাজু রায়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল কংগ্রেস। দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ তুললেন তাঁরা। সোমবার দলের তরফে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “থানা লক আপে পিটিয়ে রাজুকে মেরেছে পুলিশ। ওই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছি।” রবিবার জেলা পুলিশের পক্ষ থেকে রাজু রায়ের মৃত্যুর ঘটনার সিআইডি তদন্তের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি তৃণমূলের তরফেও থানার আইসির অপসারণ দাবি করা হয়েছে। দলের জেলা সম্পাদক প্রবীর রায় বলেন, “পুলিশ সুপারের কাছে আইসির অপসারণ দাবি করা হয়েছে। না-হলে আন্দোলন শুরু হবে।” মালদহ রেঞ্জের ডিআইজি শশীকান্ত পূজারী বলেন, “বালুরঘাট থানার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এসপি’র সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”

ভাঙচুরের নালিশ
তুফানগঞ্জের বলরামপুরে সিপিএম পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বলরামপুরের শিমুলতলায়। রাতে তৃণমূলের একটি মিছিল ওই পার্টি অফিসে গিয়ে হামলা করে বলে সিপিএমের অভিযোগ। আসবাবপত্র ভাঙারও অভিযোগ করেছে সিপিএম। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলির অভিযোগ, “তৃণমূল পরিকল্পিত ভাবে হামলা চালাচ্ছে। পার্টি অফিসের ক্ষতি হয়েছে। বেশ কিছু আসবাবপত্র লুট করা হয়েছে।” তৃণমূল নেতা ফজল করিম মিয়াঁর দাবি, “স্থানীয় লোকেদের সঙ্গে সিপিএমের লোকেদের গোলমাল হয় বলে শুনেছি। দলের কেউ জড়িত নয়।”

বেতনের টাকা লুঠ
রাস্তায় গাড়ি থামিয়ে চা শ্রমিকদের বেতনের ৩ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে পালাল ছয় দুষ্কৃতী। সোমবার ইসলামপুরের চোপড়ার হাফতিয়াগছের কালুগছ এলাকায় তিস্তা ক্যানাল রোডে ঘটনাটি ঘটেছে। ইসলামপুরের এসডিপিও ইন্দ্র চক্রবর্তী বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”

দশ হাজার চিঠি
খলিসামারিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মুখ্যমন্ত্রীর দফতরে ১০০০০ চিঠি পাঠাতে উদ্যোগী মনীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কমিটি। দু’হাজার বাসিন্দা চিঠি পাঠিয়েছেন। নভেম্বর মাসে আট হাজার পোস্টকার্ড পাঠানো হবে বলে জানান প্রস্তুতি কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মন।

তৃণমূলের দাবি
মাদারিহাট স্টেশনের নাম বদলে জলদাপাড়া করার দাবি তুলল তৃণমূল। নতুন নামকরণের পাশাপাশি পর্যটক সহ সাধারণ মানুষের সুবিধার্থে দূরপাল্লার ট্রেনের স্টপের দাবি তোলা হয়েছে। পর্যটকদের কাছে এক শৃঙ্গি গণ্ডারের অন্যতম বিচরণ ক্ষেত্র হিসাবে জলদাপাড়ার পরিচিতি রয়েছে। জঙ্গল লাগোয়া মাদারিহাট রেল স্টেশনটির নাম জলদাপাড়া রাখা হলে সহজে মানুষ জলদাপাড়া পৌঁছতে পারবেন বলে মনে করেন স্থানীয় তৃণমূল নেতারা। সোমবার দলের পক্ষে ৩৪ দফা দাবিতে মাদারিহাটে কয়েকশো মানুষের মিছিলও বের করে তৃণমূল।

কালাদিবস পালন
নদিয়ার বগুলায় পুলিশের গুলিতে এক বধূর মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ‘কালাদিবস’ পালন করল কংগ্রেস। জেলা সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও একাধিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ বিশ্বাস বলেন, “অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামা হয়েছে।”

বধূকে মারধর, ধৃত ২
পণের দাবিতে এক বধূকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে রায়গঞ্জ থানার রামপুর কাইকডাঙি এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতের নাম মুজিবর রহমান, মহম্মদ মাজিজুদ্দিন। বছর পাঁচেক আগে রায়গঞ্জের নজিরপুর এলাকার বাসিন্দা সাবিনা খাতুনের সঙ্গে মুজিবরের বিয়ে হয়। তাঁদের ৩ বছরের এক মেয়ে রয়েছে। সাবিনারবাবা হাবিবুর রহমানের অভিযোগ, বিয়ের সময় দাবি মেনে পণ দেওয়া হয়। আরও ৫০ হাজার টাকা পণ চেয়ে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে চাপ দিত।

অগ্নিদগ্ধ বধূর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতার নাম কাঞ্চন রবিদাস (৩১)। রাতে বাড়িতেই অগ্নিদগ্ধ হন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, পারিবারিক বিবাদের ওই বধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।

পুকুরে বালকের দেহ
রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের পাঁচভায়ায় একটি পুকুর থেকে এক বালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম ইয়াকুব আলি (১০)। এ দিন বালক মাঠে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পুকুরে গরুকে স্নান করানোর সময় সে তলিয়ে যায়।

হাঁসুয়ায় জখম
ধার শোধ নিয়ে তর্কাতর্কির সময় হাঁসুয়ার কোপে গুরুতর জখম হয়েছে এক ব্যক্তি। মালদহের চাঁচলের নুরগঞ্জে সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। জখম মোস্তাক আলমকে মালদহ সদর হাসপাতাল থেকে উঃবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত নাইনুল সেখ পলাতক।

দুর্ঘটনায় মৃত বৃদ্ধ
ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রায়গঞ্জ পানিশালা এলাকায়। মৃতের নাম রামদাস যাদব (৭০)। বাড়ি কৃষ্ণমুড়ি এলাকায়। তিনি পানিশালায় হোটেলে কাজ করতেন।

হাসপাতালে অভিযুক্ত
আইসিকে ক্ষুর মারায় অভিযুক্তকে মালদহ হাসপাতালে পাঠানো হল। মিঠুন শেখ নামে ওই যুবক মানসিক রোগী বলে জানতে পেরেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.