পণের দাবিতে এক বধূকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুরুলিয়া সদর থানার নডিহা এলাকার বধূ অরুণিমা দেব-এর মা পদ্মাবতী রায় পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, রবিবার রাতে তাঁর মেয়ের উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালান শ্বশুরবাড়ির সদস্যেরা। যার জেরে তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পদ্মাবতীদেবী পুলিশেক আরও জানিয়েছেন, দেখাশোনা করেই মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল। যৌতুকের পরে আরও টাকা পণ দেওয়ার জন্য তাঁর মেয়ের উপরে শ্বশুরবাড়িতে চাপ দেওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, ওই বধূর স্বামী-সহ মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অরুণিমাদেবীর দিদি গায়ত্রী মুখোপাধ্যায়ের অভিযোগ, “বোনের শ্বশুরবাড়ি থেকে ফোন পেয়ে আমি রবিবার রাতেই সেখানে ছুটে যাই। দেখি, বোনের হাত-পা বাঁধা। কথা বলতে পারছে না। পরে ওকে হাসপাতালে ভর্তি করা হয়।”
|
বড়জোড়ায় একটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে উত্তর ২৪ পরগনার বরাহনগর থানা এলাকার দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বরাহনগর থেকে ব্রিজেশ রায় ও কৃষ্ণ রায় নামে ওই দুই দুষ্কৃতীকে ধরা হয় বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের এক কর্তা বলেন, “দিন পনেরো আগে বড়জোড়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে ধরা হয়েছে। ধৃতদের জেরা করে ডাকাতচক্রের চাঁইকে ধরার চেষ্টা চলছে। তবে লুঠ হওয়া জিনিসপত্র এখনও উদ্ধার হয়নি।” রবিবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল পিচতেল ভর্তি একটি ট্যাঙ্কার। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার গন্ধেশ্বরী সেতুর কাছে, বাঁকুড়া-দুর্গাপুর জাতীয় সড়কে। ট্যাঙ্কারের চালক ও খালাসি জখম হন। পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারটি দুর্গাপুরের দিক থেকে বাঁকুড়ায় আসছিল। গন্ধেশ্বরী সেতুর ঠিক আগে বাঁকে নিয়ন্ত্রণ হারায় সেটি। চালক ও খালাসিকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। সোমবার ক্রেনের সাহায্যে ট্যাঙ্কারটিকে তোলা হয়।
|
নদিয়ার বগুলায় পুলিশের গুলি চালানোর প্রতিবাদে সোমবার বিষ্ণুপুরের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন কোতুলপুরের দলীয় বিধায়ক সৌমিত্র খা।ঁ তিনি বলেন, “বগুলায় পুলিশের বেপরোয়া গুলিতে এক নিরীহ বধূর মৃত্যুর প্রতিবাদে এবং ঘটনার সিবিআই তদন্তের দাবিতে দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে।” মহকুমাশাসক সুশান্ত চক্রবর্তী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। পুরুলিয়াতেও এ দিন বিভিন্ন ব্লকে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও বগুলা-কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস।
|
আগুনে পুড়ে গেল একটি বাড়ির একাংশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের সার্কাসময়দান এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দা গিরিজাশঙ্কর মহাপাত্রের বাড়ির দোতলার একটি ঘরে হঠাৎ আগুন লাগে। প্রথমে এলাকাবাসী ও পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গিরিজাশঙ্করবাবু বলেন, “আগুনে ঘরের আসবাবপত্র-সহ অনেক টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে। কী ভাবে আগুন লাগল, বুঝতে পারছি না।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানায়, মৃত জগা দাসের (৩২) বাড়ি ঝালদা থানার আনন্দবাজার এলাকায়। সোমবার স্থানীয় বাইনাবাঁধ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। |