|
|
|
|
টুকরো খবর |
কলেজের ৭ কর্মীর মৃত্যুর তদন্ত দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরীর পথে দুর্ঘটনায় হলদিয়ার বেসরকারি মেডিক্যাল কলেজের ৭ আধিকারিক-কর্মীর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। হলদিয়ার সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের সংস্থা পরিচালিত ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঘিরে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছে। সেই সময়ই ওই ৭ জনের দুর্ঘটনায় মৃত্যুর পরে সোমবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পন্ডা অভিযোগ করেন, “ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তার প্রধান সাক্ষী ছিলেন ওই ৭ আধিকারিক-কর্মী। তাঁদের পরিবারের লোকজন তো বটেই, আমাদেরও সন্দেহ, ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি।” লক্ষ্মণবাবুর গ্রেফতারিও দাবি করেছেন শঙ্কুরা। ওই কলেজ ও হাসপাতালে পরিকাঠামো ছাড়াই পড়ুয়া ভর্তি করে লক্ষ্মণবাবুরা স্বাস্থ্য-শিক্ষা নিয়ে ব্যবসা ফেঁদেছেন বলে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ। পরিকাঠামোর প্রশ্নে আদালতের দ্বারস্থ হয়েছে সরকার। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনও হয়েছে। শঙ্কুদেব বলেন, “মৃতদের পরিবার ওড়িশার পুলিশে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। মৃতদের পরিবারের সদস্যদের জানিয়েছি, আইনি সহযোগিতা দরকার হলে করব।”
|
কর্মসংস্থানের দাবিতে আন্দোলনের সূচি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সব বেকারের কাজ ও শূন্যপদে নিয়োগের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আন্দোলনে নামতে চলেছে এআইডিওয়াইও। রবিবার কাঁথিতে এসইউসি-র এই যুবসংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসইউসি-র জেলা সম্পাদক দিলীপ মাইতি। তিনি যুবকদের উদ্দেশে বলেন, “নিজেদের সমস্যার পাশাপাশিই জমি অধিগ্রহণ নীতি, মূল্যবৃদ্ধি, দুর্নীতি-সহ জনজীবনের নানা সমস্যা নিরসনে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।” এই নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণাও হয় সম্মেলনে। বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি মহিউদ্দিন মান্নান, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তমাল সামন্ত, নিরঞ্জন নস্কর প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক বাসুদেব সামন্ত। বংশী মাইতিকে সভাপতি ও ইরফান আলিকে সম্পাদক করে ৭২ জনের জেলা কমিটি গঠন করা হয়। দিঘা-হাওড়া ও হলদিয়া-হাওড়া লাইনে ৫ জোড়া লোকাল ট্রেন চালানোর দাবিতে আন্দোলনের কর্মসূচিও নেওয়া হয়।
|
আগুন বাজারই বাধা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাজার আগুন। চাল-ডাল থেকে ফল-সব্জি সবেরই চড়া দাম। কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতে হিমসিম দশা আম গৃহস্থের। আজ, মঙ্গলবার বাঙালির ঘরে ঘরে শ্রী-সম্পদ-সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনা। যথাসাধ্য করেই এই দিনটা পুজোর আয়োজন করা হয়। কিন্তু গত কয়েক মাস ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। লক্ষ্মীপুজোর আগে জিনিসপত্রের দাম আরও বেড়েছে। গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই এক ছবি। ছোট ছাঁচের লক্ষ্মীপ্রতিমার দাম ৮০ থেকে শুরু করে ২৫০ টাকা। কোথাও কোথাও ছোট প্রতিমা ৩০০ টাকাতেও বিকোচ্ছে। আর দেড়-দু’হাতের প্রতিমা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০টাকায়। লক্ষ্নীপুজোয় অপরিহার্য নারকেল নাড়ু। কিন্তু তার উপকরণও অগ্নিমূল্য। এক একটি নারকেল বিকোচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। চিনি কিলো প্রতি ৩৫ টাকা, গুড় ৫০ টাকা। ভোগের খিচুড়ির জন্য প্রয়োজনীয় গোবিন্দভোগ চাল প্রতি কিলো ৪৫ টাকা ও মুগের ডাল ১২০ টাকা। খই ৬০ টাকা, আপেল ৮০-১০০ টাকা, বেদানা ১৫০ টাকা, নাসপাতি ১০০ টাকা, কলা ২৫ টাকা ডজন, মুসম্বি প্রতি পিস ৫-৭টাকা, শশা ৩০ টাকা ও পানিফল ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুল-বাজারও আগুন। এই জেলা ফুলের প্রধান জোগানদার হওয়া সত্ত্বেও এ বছর জোগান কম। এই পরিস্থিতিতে এক-দেড় হাতের এক-একটি গাঁদাফুলের মালা ১০-১২টাকায় বিক্রি হচ্ছে, রজনীগন্ধার মালার দাম দাঁড়িয়েছে ২০ খেকে ২৫ টাকা। পুজোর ঘটের গামছা ৪০-৬০টাকা, ঠাকুরের শাড়ি খুব কম করেও ১৮০-২৫০টাকা। সব মিলিয়ে লক্ষ্মী আরাধনার আয়োজন করতে গিয়ে হাত পুড়ছে আম বাঙালির।
|
মুখ্যমন্ত্রীর সফরের আগে জরুরি বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফরের আগে জরুরি প্রশাসনিক বৈঠক ডাকলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। বুধবার দুপুরে কালেক্টরেটের মিটিংহলে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে উপস্থিত থাকার জন্য শিক্ষা, স্বাস্থ্য, সেচ, বিদ্যুৎ, কৃষি-সহ বিভিন্ন দফতরের মোট ৬৪ জন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়ন-কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিতেই এই বৈঠক বলে জেলা প্রশাসন সূত্রে খবর। মাস তিনেক আগেও একদফা জঙ্গলমহল সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ‘পিছিয়ে পড়া’ পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে এসে সেই সময়ে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে যান মমতা। অধিকাংশ প্রকল্পেরই অবশ্য সে-অর্থে কাজ শুরু হয়নি এখনও। তবে কয়েকটি ক্ষেত্রে প্রাথমিক কিছু কাজ এগিয়েছে। যেমন, ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ৪৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “জেলা জুড়ে কী কী কাজ চলছে, সেই সব কাজের অগ্রগতি বা প্রস্তুতি কেমন, খতিয়ে দেখতেই বুধবারের ওই বৈঠক।”
|
খালে মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় ঝাড়গ্রামের ভালুকখুনিয়ায়। স্থানীয় জোড়াখালি ও কন্যাডোবার মাঝের খালে দেহটি পড়েছিল। মৃতার বয়স আনুমানিক ৬০। হাত-পা ও গলাকাটা অবস্থায় মহিলার দেহটি কোথা থেকে এল, জানতে তদন্ত করছে পুলিশ। |
|
|
|
|
|