রজার ফেডেরার, মাইক গ্যাটিং, ফিল টাফনেল, জিওফ বয়কট, ইমরান খান, ললিত মোদীর মতো ব্যক্তিত্বদের সঙ্গে ‘খুব ভাল’ বন্ধুত্ব ছিল স্পটফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত স্পোর্টস এজেন্ট মাজহার মজিদের। মজিদের দাবি, ক্রিস গেইল, ব্রেট লি, রিকি পন্টিংদের পাশাপাশি যুবরাজ সিংহ, হরভজন সিংহের সঙ্গেও নাকি তাঁর যোগাযোগ ছিল। এ রকম আরও চাঞ্চল্যকর তথ্য এক সাংবাদিককে জানিয়েছিলেন মজিদ। সেই সাংবাদিক, ব্রিটেনে বসবাসরত এবং এখন বিলুপ্ত ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর আন্ডারকভার রিপোর্টার মাজহার মেহমুদ এ দিন লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে সেই কথোপকথনের টেপ শোনালেন। যে আদালতে এখন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত দুই পাক ক্রিকেটার সালমান বাট এবং মহম্মদ আসিফের বিচার চলছে।
টেপ থেকে আরও জানা গিয়েছে, একটা টেস্ট ম্যাচের দাম দশ লক্ষ পাউন্ড। টেপে মজিদ বলছেন, “এই ব্যাপারটায় (ম্যাচ গড়াপেটা) প্রচুর অর্থ, যার কোনও সীমা নেই। ভাবা যায় না, ভারতে জুয়াড়িরা এটা থেকে কী পরিমাণ টাকা করছে।” মজিদের কথোপকথন থেকে জানা যাচ্ছে, স্পট ফিক্সিংয়ের জন্য খরচ ৫০ হাজার থেকে ৮০ হাজার পাউন্ড। ফলাফলে গড়াপেটা করতে হলে টি-টোয়েন্টিতে খরচ চার লক্ষ আর টেস্টে দশ লক্ষ পাউন্ড। সংশ্লিষ্ট রিপোর্টার তাঁর টেপ শোনান নেপথ্যে থেকে। বিচারকের কাছে তিনি আবেদন করেন, চেহারা প্রকাশ্যে এলে তাঁর প্রাণসংশয় হতে পারে। বিচারক নির্দেশ দেন, প্রচারমাধ্যমে কোথাও সাক্ষ্য দেওয়ার সময় তাঁর ছবি বা স্কেচ প্রকাশ করা যাবে না। ও দিকে, সালমান বাট আর মহম্মদ আসিফ নিজেদের ইতিমধ্যেই নির্দোষ দাবি করে বিবৃতি দিয়েছেন। |