ডব্লিউ ভি রামন থেকে ডাভ হোয়াটমোর সিএবি কোচদের উপর নজরদারি বসানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল সিএবি। আর সেই সিদ্ধান্ত নেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট ডেভলপমেন্ট কমিটির পরামর্শে।
সোমবার ডেভেলপমেন্ট কমিটির সভায় কোচদের দায়বদ্ধতা বাড়ানোর পরামর্শ দেন কমিটির চেয়ারম্যান। তাঁকে সমর্থন করেন অন্য তিন সদস্য অরুণ লাল, অশোক মলহোত্র এবং প্রণব রায়। অনেকে মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে মাইক্রোস্কোপের তলায় এ বার পড়তে চলেছেন বাংলার কোচ ডব্লিউ ভি রামন এবং জুনিয়র ক্রিকেটের দায়িত্বে থাকা ডাভ হোয়াটমোর। যিনি আবার কলকাতা নাইট রাইডার্সেরও কোচ। বৈঠকে ঠিক হয়ে গেল, ক্রিকেটারদের ফিটনেস যেমন যাচাই করা হবে, ঠিক তেমনই বাংলার কোচ কেমন কাজ করছেন সেটাও দেখবে ডেভেলপমেন্ট কমিটি।
ইডেন ছাড়ার আগে সৌরভ বলে গেলেন, “কোচ এ বার অ্যাকাউন্টেবল থাকবেন। ক্রিকেটারদের মনিটরিং হবে।” এতেই শেষ নয়। সভায় ইডেনের পিচ নিয়েও প্রশ্ন তোলেন সৌরভ। যার জন্য মাঝপথে সভায় ডেকে পাঠানো হয় প্রধান পিচ প্রস্তুতকারক প্রবীর মুখোপাধ্যায়কে। সৌরভ তাঁকে বলেন, বাংলার ম্যাচের সময় আমরা হোম অ্যাডভ্যান্টেজ নিতে পারি না অনেক ক্ষেত্রে। আমাদের শক্তি দেখে পিচ বানানো দরকার। বাংলার কোচ বা অধিনায়ক যদি কোনও বিশেষ ধরনের পিচের কথা বলেন, তা হলে সেটা দেওয়া উচিত। |
ঠিক হয়েছে, আজ মঙ্গলবার থেকেই বাংলার প্র্যাক্টিসে হাজির থাকবেন ডেভেলপমেন্ট কমিটির সদস্য প্রণব রায়। কোন ক্রিকেটারের ফিটনেস কোথায় দাঁড়িয়ে, সেটা খতিয়ে দেখে তিনি রিপোর্ট জমা দেবেন কমিটির পরবর্তী সভায়। যা আগামী ২৭ অক্টোবর হওয়ার কথা। যদি কোনও ক্রিকেটারকে কমিটির ‘আনফিট’ বলে মনে হয় তা হলে সে যত বড় নামই হোক, তাঁকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হবে। আবার আগামী ২০ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট। রামনের পারফরম্যান্স সেখানে কেমন দাঁড়াল সেটাও বিচার করবে কমিটি।
এমনিতে সন্ধ্যা থেকে সিএবি-র সামনে মিডিয়ার এমন হুড়োহুড়ি পড়ে যায় যে, দেখে মনে হচ্ছিল জাতীয় নির্বাচক কমিটির বৈঠক হচ্ছে। একসঙ্গে বাংলার চার জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারের উপস্থিতি হালফিলে দেখা যায়নি। কেউ ক্যামেরাবন্দি করে রাখতে চান অরুণ-অশোক জুটিকে। কেউ তুলে রাখতে চান সৌরভের সঙ্গে অরুণ লালের ছবি। এর মধ্যে বৈঠকে উচ্চ মার্গের ক্রিকেটীয় আলোচনা হয়ে গেল। অরুণ লাল প্রস্তাব দেন, লিগে তৃতীয় ও চতুর্থ ডিভিশন চালু করতে। এখন লিগে দু’টো ডিভিশন আছে। তখন আবার প্রস্তাব ওঠে, প্রথম দু’টো ডিভিশন ‘ওপেন’ করে দেওয়া হবে। সেখানে ভিন রাজ্যের প্লেয়াররাও স্বাগত। কিন্তু তৃতীয় এবং চতুর্থ ডিভিশনের জন্য নিয়ম করে দেওয়া হোক যে, বাইরে প্লেয়ার খেলানো যাবে না।
প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বলছিলেন, “তৃতীয়, চতুর্থ এমনকী পঞ্চম ডিভিশনের কথাও সভায় উঠেছে। এটা আমিও চাই।” পাশাপাশি কোয়ার্টার ফাইনাল থেকে লিগের ম্যাচ তিন দিনের হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। প্রথম দু’দিন খেলা হবে ন্যূনতম ১০০ ওভার করে। টুর্নামেন্ট কমিটির অন্যতম কর্তা প্রবীর চক্রবর্তীকে ডেকে স্থানীয় লিগের সম্পূর্ণ নকশা করতে বলে দেওয়া হয়েছে এ দিনই। |