টাইগার উডসের বিখ্যাত শেষ রাউন্ডে ঘুরে দাঁড়ানোর ভেল্কি দেখা গেল না ফ্রাইস ডট কম গল্ফে। তবে সেই টুর্নামেন্টে যেটা ঘটল, সেটাও কম চাঞ্চল্যকর নয়। দর্শকদের ভিড় থেকে উডসের দিকে উড়ে এল একটা ‘হটডগ’!
ষোলো নম্বর হোল-এ হটডগ হামলার সময় উডসের পাশেই ছিলেন ভারতীয় গল্ফার অর্জুন অটওয়াল। ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, দর্শকদের মধ্যে থেকে ওই ব্যক্তি হঠাৎ ছুটে বেরিয়ে এসে উডসের দিকে কিছু একটা ছোড়েন। পরে দেখা যায় সেটা একটা হটডগ। অর্জুন বলেছেন, “আমাদের ভাগ্য ভাল যে ব্যাপারটা আরও খারাপের দিকে মোড় নেয়নি। হটডগকে অন্য কিছু ভেবে পুলিশ তো গুলিও চালাতে পারত!”
উডস নিজে অবশ্য ঘটনাটি লঘু করতে চান। ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তারকা গল্ফার। যৌন কেলেঙ্কারিতে জড়ানোর পর থেকে তাঁকে লক্ষ করে দর্শকদের টিপ্পনির ঘটনা কয়েক বার ঘটেছে। কিন্তু এমন হামলা এই প্রথম। যখন ‘হটডগ ক্ষেপণাস্ত্র’ নিক্ষিপ্ত হয়, উডস একটা পাট মারতে যাচ্ছিলেন। “যখন মাথা তুলে তাকালাম, হটডগটা তখন উড়ে আসছে। তবে লোকটা অনেক দূরে ছিল। ও মনে হয় খবরের শিরোনামে আসতে বেশ মরিয়া ছিল,” হেসে বলেছেন উডস। পুলিশ আক্রমণকারীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে। পরে পুলিশ জানায়, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। |
হামলার আকস্মিকতায় হতভম্ব উডস পাটিং ছেড়ে দ্রুত সরে যান। হটডগ লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু থাবা বসিয়ে যায় উডসের মনঃসংযোগে। ঠিক পরের হোল-এ নিশ্চিত বার্ডি হাতছাড়া করেন প্রাক্তন বিশ্বসেরা। হটডগের ধাক্কা সামলে এ দিনও তিন-আন্ডার ৬৮ স্কোর করে উডস শেষ করলেন যুগ্ম ৩০ নম্বরে। মোট স্কোর ২৭৭। তাঁর সঙ্গে চতুর্থ রাউন্ডে খেলা অর্জুন অটওয়াল অবশ্য তুলনায় ভাল করলেন। ছ’টি বার্ডির পাশে দু’টি হোল বোগি করে শেষ রাউন্ডে চার-আন্ডার ৬৭ স্কোর করে অর্জুন হলেন যুগ্ম ২৪। মোট স্কোর ২৭৬।
উডস দিনটা চারটে বার্ডি দিয়ে দারুণ শুরু করলেও পরের দিকে গিয়ে তিনটি বোগি করে তিন শটে আবার পিছিয়ে যান। পরে আরও দু’টি বার্ডি পেলেও টুর্নামেন্ট জিতে নেওয়া ব্রাইস মোল্ডারের থেকে দশ শটে সেই পিছিয়ে রইলেন। অবশ্য ২০১০ ডয়চে ব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম আবার পর পর তিন রাউন্ডে সত্তরের বদলে ষাটের ঘরে স্কোর করলেন তিনি। যা প্রাক্তন বিশ্বসেরা গল্ফারকে নিশ্চয়ই কিছুটা আত্মবিশ্বাস দেবে। |