বিহারের ফারবিশগঞ্জে পুলিশের গুলি চালনার ঘটনায় কেন সিবিআই তদন্ত নয়, বিহার সরকারের কাছে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালতের বিচারপতি আর এম লোঢা এবং জে এস খেহারের বেঞ্চ এক জনস্বার্থের মামলা গ্রহণ করে নীতীশ সরকারকে ওই নোটিস দিয়েছে। দিল্লির একটি সংগঠন, এপিসিআর এই মামলাটি করেছে।
কাল সকাল এগারোটায় নীতীশ সরকারের বিরুদ্ধে ‘রাজভবন চলো’ অভিযানের ডাক দিয়েছে বিহারের প্রধান বিরোধী দল আরজেডি। তার ঠিক আগে শীর্ষ আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে বিরোধী দলকে বাড়তি অক্সিজেন জোগাবে। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা শোনার পরে আরজেডি নেতা রামকৃপাল যাদব বলেন, “আদালতের নির্দেশকে স্বাগত জানাই। আমরা অনেক দিন ধরেই ওই ঘটনার সিবিআই তদন্ত চাইছিলাম। ওই দাবি যে সঠিক, সর্বোচ্চ আদালতের নোটিস সেটাই প্রমাণ করছে।” সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন এপিসিআর-এর প্রধান, সৈয়দ আকলাখ আহমেদও। তিনি বলেন, “আমাদের লড়াই সবে শুরু হল। এই লড়াই চলবে।”
গত ৩ জুন একটি বেসরকারি সংস্থার রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরারিয়া জেলার ফারবিশগঞ্জে। রাস্তার একটি অংশ পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছিল। রাস্তাটি ঘিরে দেওয়ার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে রাস্তার দু’পাশের পাঁচিল ভাঙতে শুরু করে। পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠাতে গেলে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ গুলি চালালে ১০ মাসের এক শিশু-সহ চার জন নিহত হন। নীতীশ কুমার পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনায় নিহত ১০ মাসের শিশুর পরিবারকে কাল ৩ লক্ষ
টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন নীতীশ।
এপিসিআর-এর পক্ষ থেকে অবশ্য নিহতদের পরিবারকে ১০ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ফারবিশগঞ্জ গুলিকাণ্ডে অভিযুক্ত পুলিশ অফিসারদের আড়াল করার চেষ্টা করছে বিহার সরকার। অবিলম্বে অভিযুক্ত উচ্চপদস্থ পুলিশ অফিসারদের সাসপেন্ড করার দাবি জানিয়েছে আবেদনকারীরা।
|