সপ্তাহের প্রথম দিনেই ৩২৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স। বিশ্ব বাজারে উৎকণ্ঠা কিছুটা কাটার জেরেই মূলত সোমবার মুম্বই সূচক পৌঁছে যায় ১৬,৫৫৭.২৩ অঙ্কে। এ দিন সেনসেক্স বেড়েছে ২ শতাংশ। গত সপ্তাহের শেষ দিন শুক্রবারে তা পড়ে যায় ৪৪০ পয়েন্ট বা প্রায় ৩ শতাংশ।
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ও ইনফোসিস শেয়ারের উত্থানই এ দিন ছিল সব চেয়ে বেশি। তবে সেনসেক্সের অন্তর্গত ৩০টি শেয়ারের মধ্যে ২৫টিই ছিল ঊর্ধ্বমুখী। ফলে সার্বিক ভাবে চাঙ্গা হয়ে ওঠে বাজার। বিশ্ব বাজারে ইউরোপের আর্থিক সঙ্কট কিছুটা কাটার প্রভাবই পড়েছে ভারতের বাজারে। কারণ জার্মানি ও ফ্রান্স ইউরোপীয় ব্যাঙ্কগুলির পাশে দাঁড়ানোর অঙ্গীকার করার ফলেই বাজারে আতঙ্ক কাটতে শুরু করে। অন্তত সেটাই ধারণা বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, রবিবারই এই প্রতিশ্রুতি দেয় তারা।
এ দিন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৩.৩০ শতাংশ, ইনফোসিস ৩.৩০ শতাংশ। প্রসঙ্গত, বুধবারই ইনফোসিসের আর্থিক ফলাফল প্রকাশিত হওয়ার কথা। তার আগেই লগ্নিকারীরা সংস্থার শেয়ার কেনায় উৎসাহিত হয়ে ওঠেন। |
পাশাপাশি, ন্যাশনাল স্টক একেসচেঞ্জ এন এস ই সূচক নিফ্টি-ও সোমবার বেড়েছে প্রায় ৯২ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ। দিনের শেষে তা বন্ধ হয় ৪৯৭৯.৬০ পয়েন্টে।
এ দিকে কলকাতার সংস্থা প্রাণ বেভারেজ-কে প্রত্যক্ষ বিদেশি লগ্নির মাধ্যমে ১৬.৪৫ কোটি টাকা তুলতে অনুমতি দিল বিদেশি লগ্নি পর্ষদ। বাংলাদেশের একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগটিতে নতুন করে এই টাকা ঢালতে পারবে বিদেশি সংস্থাটি। আরও ১০টি সংস্থাকে প্রত্যক্ষ বিদেশি লগ্নির অনুমতি দিয়েছে পর্ষদ। |