টুকরো খবর
অচলাবস্থা কাটেনি মারুতিতে
মারুতি-সুজুকি কারখানায় অচলাবস্থা অব্যাহত। এক দিকে, ধর্মঘটী কর্মীদের অবস্থান-বিক্ষোভের জেরে এ দিনও পুরো বন্ধ ছিল সংস্থার মানেসরের করাখানার উৎপাদন। অন্য দিকে, সুজুকি পাওয়ার ট্রেন ইন্ডিয়া কারখানায় ধর্মঘটের জন্য মেলেনি ডিজেল ইঞ্জিন ও ট্রান্সমিশনের মতো যন্ত্রাংশ। ফলে গুড়গাঁও কারখানার দৈনিক উৎপাদনও প্রায় অর্ধেক হয়েছে। সংস্থা জানিয়েছে, সেখানে দৈনিক ২৮০০ গাড়ি তৈরি হত, সেখানে এ দিন হয়েছে ১০০০টি। কর্তৃপক্ষের অভিযোগ, কর্মীরা চুক্তি ভেঙে ফের আন্দোলন শুরু করে হিংসার আশ্রয় নিচ্ছেন। হরিয়ানার সিপিএম রাজ্য শাখার অভিযোগ, কর্তৃপক্ষ গুন্ডা দিয়ে কর্মীদের উপর হামলা চালাচ্ছেন। দলের রাজ্য সম্পাদক ইন্দ্রজিৎ সিংহের দাবি, গোটা ঘটনার জন্য কর্তৃপক্ষই দায়ী। যদিও কর্তৃপক্ষের দাবি, ৩৩ দিনের ধর্মঘট তুলে নেওয়ার সময় কর্মীরা চুক্তি মাফিক, ৪৪ জন স্থায়ী কর্মীকে সাসপেন্ড করার কথা বললেও এখন তাঁদের ফেরানোর দাবি তুলেছেন।

ভারত-সহ বিশ্ব জুড়ে ব্ল্যাকবেরি পরিষেবা ব্যাহত
ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সোমবার ব্যাহত হল ব্ল্যাকবেরি ফোনের পরিষেবা। ফোনটির নির্মাতা কানাডার রিসার্চ ইন মোশন (রিম) এক বিবৃতিতে পরিষেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছে। সংস্থা জানিয়েছে, যান্ত্রিক গোলোযোগের কারণেই মূলত আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ, পশ্চিম এশিয়া এবং ভারতে কিছু গ্রাহক ব্ল্যাকবেরি মেসেঞ্জার, ইন্টারনেট এবং ই-মেল পরিষেবা ব্যবহার করতে পারেননি। অবশ্য এ দিন ঠিক কী ধরনের গোলোযোগ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। দ্রুত তা সারানো হচ্ছে বলেও দাবি করেছে রিম। সব ফোনে যে একই ধরনের ত্রুটি দেখা দিয়েছে, তা-ও নয়। ভারতে পরিষেবা সংস্থাগুলির তরফে কোনও ত্রুটি ঘটেনি বলে গ্রাহকদের আশ্বস্ত করেছে তারা।

আগাম বুকিংয়ে নজির গড়ল আই-ফোন ৪এস
অ্যাপলের সমস্ত পণ্যের মধ্যে আগাম বুকিং-এ নতুন রেকর্ড গড়ল ‘আই-ফোন ৪এস’। বুকিং শুরুর ২৪ ঘন্টার মধ্যে ১০ লক্ষেরও বেশি অর্ডার মিলেছে। স্টিভ জোবসের মৃত্যুর এক দিন আগে নয়া সংস্করণের ফোনটি বাজারে আনার কথা ঘোষণা করেছিল তারা। আর জোবসের মৃত্যুর এক দিন পর তার আগাম বুকিং শুরু হয়। ১৪ অক্টোবর থেকে আমেরিকার বাজারে এটি পাওয়া যাবে এবং বিশ্ব জুড়ে মিলবে মাসের শেষ থেকে। এর আগে আগাম বুকিং-এর রেকর্ড ছিল ‘আই-ফোন ৪’-এর। সে বার প্রথম দিনে ৬ লক্ষ বুকিং হয়েছিল। প্রসঙ্গত, আমেরিকার বাজারে এই প্রথম তিনটি মোবাইল পরিষেবা সংস্থা একত্রে আই-ফোন পরিষেবা দিচ্ছে। এটিঅ্যান্ডটি এবং ভেরিজন ওয়্যারলেস-এর পাশাপাশি স্প্রিন্ট নেক্সটেল-ও ‘আই-ফোন ৪এস’ বিক্রির কথা জানিয়েছে।

ভারতে বৃদ্ধির পূর্বাভাস কমাল ক্রিসিল
ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমানোর কথা জানাল মূল্যায়ন সংস্থা ক্রিসিল। তাদের মতে, চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৭.৬%। মূলত বিশ্ব জুড়ে ফের মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে চাহিদা কমার জেরেই পূর্বাভাস কমাল তারা।

আজ সোনা-রুপোর বাজার বন্ধ
আজ মঙ্গলবার লক্ষ্মী পুজো উপলক্ষে কলকাতায় সোনা রুপোর বাজার বন্ধ থাকবে। ফলে বুধবার এই দর প্রকাশিত হবে না। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

বিদেশি লগ্নি বাড়াতে অনুমতি শহরের সংস্থাকে
কলকাতার সংস্থা প্রাণ বেভারেজেস-কে প্রত্যক্ষ বিদেশি লগ্নির মাধ্যমে ১৬.৪৫ কোটি টাকা তুলতে অনুমতি দিল বৈদেশিক লগ্নি পর্ষদ। যৌথ উদ্যোগটিতে নতুন করে এই টাকা ঢালতে পারবে বাংলাদেশের সংস্থা। আরও ১০টি সংস্থাকে প্রত্যক্ষ বিদেশি লগ্নির অনুমতি দিয়েছে পর্ষদ। সব মিলিয়ে ১১টি সংস্থার ১৮৩ কোটি টাকার প্রস্তাবে সায় মিলেছে। তবে ৯টি সংস্থার আবেদন বাতিলও করেছে তারা। ১,২০০ কোটি টাকার লগ্নির প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির কাছে পাঠানোর কথাও জানিয়েছে পর্ষদ। ১১ নভেম্বর পর্ষদের পরবর্তী বৈঠকটি হওয়ার কথা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.