|
|
|
|
চিকিৎসায় ‘গাফিলতি’, হাসপাতালে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিনা চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে বৃহস্পতিহার রাতে কান্দি মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতার আত্মীয়েরা। বৃহস্পতিবার রাতে মিতালি মণ্ডল (২৬) হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। প্রসবের পরে মিতালিদেবীর কোনও চিকিৎসাই করা হয়নি বলে তাঁর পরিবারের তরফে অভিযোগ। মৃতার পরিবারের সদস্যেরা এ দিন কর্তব্যরত চিকিৎসক আশিস বন্দ্যোপাধ্যায়ের অপসারণের দাবি করেন।
মিতালিদেবীর পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার প্রসবের পরে তাঁর রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু তাঁর কোনও চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। কর্তব্যরত নার্সদের বার বার বলা হলেও তাঁরা কোনও ব্যবস্থা করেনি বলে জানান মৃতার পরিবারের লোক জন। এমন কী চিকিৎসককে ডাকার বহু ক্ষণ পরে তাঁর দেখা মেলে বলে অভিযোগ করেন তাঁরা। সৃতার দিদি শ্যামলী মণ্ডল বলেন, “নার্সদের বার বার বলার পরেও কোনও লাভ হয়নি। উল্টে তারাই আমাদের বলে, চিকিৎসা ঠিকই চলছে। যতটুকু প্রয়োজন, ততটুকু চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসকও যদি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতেন তাহলে আমার বোনকে এ ভাবে মরতে হতো না।” মৃতার পরিবারের তরফে হাসপাতাল সুপারের কাছে বিষয়টি নিয়ে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে।
খবর দেওয়ার বহু ক্ষণ পরে চিকিৎসক এসে রোগীকে রক্ত দেওয়ার কথা বলেন। পরিবারের লোকেরা রক্ত জোগাড়ও করেন। তবে ততক্ষণে মিতালিদেবীর মৃত্যু হয়েছে। মৃতার বাবা সাধন মণ্ডল বলেন, “চিকিৎসার অভাবেই আমার মেয়েটা মারা গেল। ওই চিকিৎসকের শাস্তি চাই।”
কান্দি মহকুমা হাসপাতালের সুপার মৃগাঙ্কমৌলী কর বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ওই মৃতদেহটি ময়না-তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকের কোনও গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
মিতালিদেবীর মামা তথা কান্দি ব্লক কংগ্রেস সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, “অভিযুক্ত চিকিৎসককে অপসারণ করা না হলে লাগাতার আন্দোলন চলবে।” |
|
|
|
|
|