|
|
|
|
ঘূর্ণাবর্ত আবার ডেকে আনল মেঘ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুজোর ক’টা দিন ভালয় ভালয় কাটার পরে শুক্রবার, একাদশীতে ফের দক্ষিণবঙ্গের আকাশ ঢাকল মেঘে। সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। যার ফলে কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ঘন ঘন ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের ফলে এ বার বর্ষায় অতিরিক্ত বর্ষণ হয়েছে দক্ষিণবঙ্গে। তার উপরে পুজোর সময়ে এ রাজ্যে বর্ষা হাজির ছিল। তাই পুজোর আবহাওয়া নিয়ে উদ্যোক্তা এবং প্রশাসনের উদ্বেগের অন্ত ছিল না। কিন্তু মহালয়ার পরে বঙ্গোপসাগরে আর নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ায় বহু বছর পরে এ বারের পুজোয় বৃষ্টি কিন্তু উৎসবে তেমন ব্যঘাত ঘটাতে পারেনি। অষ্টমীর বিকেলে কলকাতার কিছু এলাকায় দু’এক পশলা বৃষ্টি হয়েছিল। পুজো পেরোতেই ফের বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। কলকাতা ও সংলগ্ন এলাকার আবাহাওয়া বদলে গিয়েছে ওই ঘূর্ণাবর্তের ফলে। এক আবহবিদের কথায়, “ওই ঘূর্ণাবর্তটির অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে। তাই আপাতত পশ্চিমবঙ্গের চিন্তার কারণ নেই। ঘূর্ণাবর্তটি অন্ধ্রপ্রদেশে কত তাড়াতাড়ি চলে যায় তার দিকে নজর রাখছি।”
দেশের অধিকাংশ স্থান থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। গত কয়েক দিন ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ না থাকায় পশ্চিমবঙ্গেও তা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সাধারণত বর্ষা এ রাজ্য থেকে বিদায় নেয় ৮ অক্টোবর নাগাদ। তবে গত কয়েক বছর ধরেই বর্ষা এই নিয়ম মানছে না। তার বিদায় নিতে নিতে অক্টোবরের মাঝামাঝি কিংবা শেষ হচ্ছে। তাই নভেম্বর পর্যন্ত বৃষ্টি হচ্ছে এ রাজ্যে। এ বার বর্ষা ঠিক সময়ে বিদায় নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে জানাচ্ছেন আবহবিদেরা। কিন্তু শুক্রবারের ওই ঘূর্ণাবর্ত ফের কিছুটা সক্রিয় করে তুলেছে মৌসুমি বায়ুকে। |
|
|
|
|
|