জাতীয় বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা পেয়েছে পুরুলিয়ার বাবলিংবার্ডস স্কুলের চতুর্থ শ্রেণির পড়ুয়া সানি মাহাতো। প্রতিযোগিতায় দেশের ৮টি রাজ্যের ৮টি স্কুল যোগ দিয়েছিল। বাবলিংবার্ডসের প্রযোজনা ছিল ‘পিঁড়িহি পিঁড়িহি একই সিঁড়ি’। স্কুলের পক্ষে সুদিন অধিকারী জানান, বিশ্ব উষ্ণায়নের বিপদ এবং তাতে মানুষের কর্তব্য- এই নাটকটির মূল কথা। সানির কথায়, “নাট্য চর্চার সুযোগ চাই।”
|
মহালয়ার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে খাতড়ায়। স্থানীয় সুরনিলয় সঙ্গীতায়নের রজত জয়ন্তী বর্ষ ও রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে খাতড়ার গুরুসদয় মঞ্চে এই অনুষ্ঠানটি হয়। আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিপুল বন্দ্যোপাধ্যায় জানান, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য, শ্যামা নৃত্যনাট্য, ছড়া পরিবেশিত হয়। সঙ্গীতায়নের ৯৭ জন শিল্পী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সাড়ে ৩ ঘণ্টা জমজমাট অনুষ্ঠান হয়।
|
তাদের পত্রিকার সপ্তম বর্ষ, প্রথম সংখ্যা ‘শারদীয়া-২০১১’ প্রকাশ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল খাতড়ার স্থানীয় দক্ষিণাবর্ত পত্রিকাগোষ্ঠী। ওই পত্রিকার সম্পাদক সুশান্ত কবিরাজ জানান, গত রবিবার বিকেলে খাতড়া বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠান হয়েছে। এলাকার বিশিষ্টজনদের নিয়ে একটি আলোচনাসভাও হয়েছে। মহালয়ার সন্ধ্যায় রামপুরহাটের রক্তকরবী মঞ্চে হয়েছে প্রাচীন নাট্য সংস্থা ‘রঙ্গম প্রযোজিত’ নাটক ‘অবিচ্ছিন্ন’। ওই সংস্থার ৩৯তম জন্মদিন পালিত হল। নাটক ছাড়াও নৃত্যমন্দির সংস্থার দুর্গার মর্তে আগমন নিয়ে একটি
নৃত্যনাটকও পরিবেশিত হয়েছে।
|
মহালয়ার আগে রামপুরহাটের ‘সরান’ পত্রিকার তৃতীয় বর্ষ উপলক্ষে রক্তকরবী সুরমঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে সঙ্গীত শিল্পী সলিল মুখোপাধ্যায়ের পরিচালনায়।
|
পুজোর আগে সাঁইথিয়ার রূপতাপস সংস্কৃতি গোষ্ঠী স্থানীয় রবীন্দ্রভবনে রাধারমন ঘোষের ‘ভজ গৌরাঙ্গ কথা’ নাটকটি পরিবেশন করে। ওই দিন এলাকার ৩ জন ষাটোর্ধ্ব গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
|
‘সৃজন কথা’ শব্দের মাধ্যে অন্তর্নিহিত রয়েছে অনেক সৃষ্টিশীল তথ্য। ওই নমেই গত ১৬ বছর ধরে সিউড়ি থেকে প্রকাশিত হচ্ছে একটি লিটল ম্যাগাজিন। ওই ম্যাগাজিনটি মূলত গবেষণামূলক লেখা। এমনিতে সাম্মাষিক বলে প্রকাশিত হলেও গত দু’বছর শুধুমাত্র শারদ সংখ্যা প্রকাশিত হচ্ছে। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে খোলা চিঠি নিয়ে এবারের শারদ সংখ্যা। ৩২ জন লেখক স্বপ্ন পরিসরে রবীন্দ্রনাথের বিভিন্ন দিকের আলোক সম্পাত করেছেন। ঠাকুরদা, ওগো পথের সাথি, সখা, রবিদাদা, ভাই রবি প্রভৃতি অভিধায় সম্বোধন করেছেন লেখকেরা। লেখকেরা কেউ অন্য ‘অমল’ বেয়াদব বাঁধন, তোমার একালের মৃণাল, এ যুগের ফটিক চক্রবর্তী প্রভৃতি নামে লিখেছেন। সম্পাদক তপন গোস্বামী আমাদের কথা’তে লিখেছেন ‘রবীন্দ্র জন্মের সার্ধশতবর্ষে আমরা রাজার ডাকঘর প্রতিষ্ঠা করলাম।... যাঁরা সময়ের অভাবে যতা সময়ে চিঠি পাঠাতে পারলেন না, অমল তাঁদেরও প্রতীক্ষা করবে।”
|
শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে বনের পুকুরডাঙায় ‘হিরালিনী দুর্গোৎসব’ প্রয়াত শিল্পী বাধন দাসের পুজো বলে খ্যাত। বাধনবাবুর প্রয়াণের পরে দীর্ঘ ৯ বছর ধরে পুজোটি চালিয়ে আসছেন তাঁরই ছাত্র তথা ভগ্নীপতি আশিস ঘোষ। বাধনবাবু টেরাকোটার দুর্গামূর্তি গড়ে প্রথম ওই দুর্গোৎসবের আয়োজন করেছিলেন। পরের বছর তিনিই গড়েছিলেন কাঠের প্রতিমা। এর পরে বাধনবাবুর প্রতিমার আদলে আরও তিনটি প্রতিমা গড়েছেন আশিসবাবু। তবে কোনও প্রতিমা জলে বিসর্জন দেওয়া হয়নি। সবই সংরক্ষিত রয়েছে। গত ১১ বছরে ৫টি প্রতিমার রঙ এবং একটি ভাবনা বদলে পূজিত হয়ে আসছে। জল ও তেল রঙ দিয়ে প্রচুর ছবি এঁকেছেন এবং আঁকছেন আশিসবাবু।
|
মহালয়ার সন্ধ্যায় রামপুরহাটের রক্তকরবী মঞ্চে হয়েছে প্রাচীন নাট্য সংস্থা ‘রঙ্গম প্রযোজিত’ নাটক ‘অবিচ্ছিন্ন’। ওই সংস্থার ৩৯তম জন্মদিন পালিত হল। নাটক ছাড়াও নৃত্যমন্দির সংস্থার দুর্গার মর্তে আগমন নিয়ে একটি
নৃত্যনাটকও পরিবেশিত হয়েছে।
|
পুজোর আগে সাঁইথিয়ার রূপতাপস সংস্কৃতি গোষ্ঠী স্থানীয় রবীন্দ্রভবনে রাধারমন ঘোষের ‘ভজ গৌরাঙ্গ কথা’ নাটকটি পরিবেশন করে। ওই দিন এলাকার ৩ জন ষাটোর্ধ্ব গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। |