যাত্রীবাহী একটি বাস উল্টে মৃত্যু হয়েছে কন্ডাক্টরের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাসিরুল শেখ (২৮)। এই দুর্ঘটনায় জখম হয়েছেন ২৪ জন যাত্রী। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে, জঙ্গিপুর-লালগোলা রাজ্য সড়কের রঘুনাথগঞ্জের মহালদার পাড়ার কাছে। পুলিশ জানিয়েছে, ওই বেসরকারি মিনি বাসটি এ দিন বিকেলে রঘুনাথগঞ্জ থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। বাসটিতে প্রচুর ভিড় ছিল। এমন কী বাসের ছাদেও লোক ছিল। মহালদার পাড়ার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের তলায় চাপা পড়েন কন্ডাক্টর ও অন্যান্য যাত্রীরা। উদ্ধার করে হাসপতালে নিয়ে যাওয়ার পথে নাসিরুলের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় ৬ জন যাত্রীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক পলাতক। বাসের এক যাত্রী, সামশেরগঞ্জের বাসিন্দা রকিব শেখ বলেন, “বাসটিতে অনেক বেশি লোক ছিল। ছাদেও ভিড় ছিল। কিছু বুঝে ওঠার আগেই বাসটি উল্টে যায়। আমরা সবাই চাপা পড়ে যাই।” তাঁর ছেলে বাহাদুর শেখকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রকিবের অভিযোগ, “নিষেধ করা হলেও বাসের কর্মীরা বেশি সংখ্যক যাত্রী তোলে। অতিরিক্ত যাত্রীর চাপেই এই দুর্ঘটনা ঘটেছে।”
|
নয়ানজুলি থেকে উদ্ধার মহিলার দেহ |
নয়ানজুলি থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ধুবুলিয়ার চুড়িপোতা গ্রামের একটি নয়ানজুলিতে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম নুরবানু বিবি (৩৮)। প্রায় এক মাস আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন। মৃতার দুই ভাসুরকে গ্রেফতার করা হলে তারা জেরায় খুনের কথা জানায় পুলিশকে। সেই মতোই ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ওই মহিলার স্বামী এই খুনের সঙ্গে জড়িত। তবে তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। ওই মহিলার ভাসুরদের গ্রেফতার করার পরেই ওই মহিলার দেহের সন্ধান মেলে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ি আগে ওই নুরবানুর সঙ্গে পেশায় রাজমিস্ত্রি ঝানু শেখের বিয়ে হয়। নুরবানুর বাপের বাড়ি নবদ্বীপের নতুনপাড়া গ্রামে। তাঁদের একটি ছেলে ও একটি মেয়েও রয়েছে। বছর চারেক আগে ঝানু আবার বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করে। এর পরে মাস দু’য়েক আগে নুরবানু পুলিশের কাছে স্বামী, ভাসুর ও ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁকে মারধর করা হয়, তাঁর স্বামী ঝানু শেখ তাঁকে ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না। পুলিশের কাছে অভিযোগ করার পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য নুরবানুর উপরে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা চাপ সৃষ্টি করে বলে পুলিশ সূত্রে খবর। কয়েক দিন আগে অভিযোগের ভিত্তিতে নুরবানুর দুই ভাসুর তাজেল ও ফকির শেখকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, তারা পুলিশের কাছে নুরবানুকে খুন করার কথা জানায় এবং ওই নয়ানজুলিটিতে তাঁর দেহ পুঁতে রাখা হয়েছে বলেও জানায়। তাঁদের জিজ্ঞাসাবাদের পরেই গোটা বিষয়টি নিয়ে জানতে পারে পারে। সেই অনুসারে বৃহস্পতিবার বিকেলে দুই ভাসুরকে সঙ্গে নিয়ে ওই নয়ানজুলিটিতে গিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে।
|
পুজোর সময়ে বাজি পোড়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়ন্ত লেট (৪৫)। বুধবার রাতে খড়গ্রামে দুর্ঘটনাটি ঘটে। কালীপটকা ফাটানোকে কেন্দ্র করে এ দিন দু’টি পরিবারের মধ্য প্রথমে বচসা শুরু হয়। পরে হাতাহাতি এবং বোমাবাজিও হয় দু’পক্ষের। বোমার আঘাতে জখম জয়ন্তবাবুকে জখম অবস্থায় কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। কলেজ লেট নামে এক যুবক জখম অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।
|
বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা করেন দাদা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে, সুতির শঙ্করপুর গ্রামে। জখম অবস্থায় সিরাজুলকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইব্রাহিম শেখ কর্মসূত্রে গ্রামে থাকেন না। বৃহস্পতিবার বাড়ি ফিরে ভাইয়ের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্কের কথা জানতে পারেন। এর পর গ্রামের মধ্যেই ভাইকে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকেন। ইব্রাহিম ও তাঁর স্ত্রী পলাতক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
|
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম চৈতালি কোনাই (২৭)। বৃহস্পতিবার দুপুরে বড়ঞার মল্লিকপুর গ্রামের বাড়ি থেকে দেহটি উদ্ধার হয়। মৃতার গলায় ক্ষতের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃতার শ্বশুরবাড়ির লোক জন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
একটি মাস্কেট ও ৩ রাউন্ড গুলি-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তারক্ষীরা। বৃহস্পতিবার রাতে ফরাক্কার ২ নম্বর কলোনি থেকে তাদের ধরা হয় । ধৃতদের নাম রিঙ্কু শেখ ও প্রশান্ত হালদার। |