ভিয়েতনামে জেতা ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের
ইস্টবেঙ্গল ২ (পাইতে, ভাসুম)
এসএইচবি (ভিয়েতনাম) ২ (কুয়ক, মার্লো)
শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হলেও বিদেশের মাঠে ইস্টবেঙ্গলের ঔজ্জ্বল্য অক্ষত থেকে গেল।
ভিয়েতনামের হো চি মিন সিটিতে আইডিসি কাপের প্রথম ম্যাচে দু’দুবার এগিয়েও জিততে পারল না ট্রেভর মর্গ্যানের দল। খেলা শেষ হল ২-২। তবে দু’টো আফসোস রয়ে গেল ইস্টবেঙ্গলের।
এক) মাত্র দু’মিনিট ওপারা-নির্মল ছেত্রীরা ভিয়েতনামের ক্লাবটিকে আটকাতে পারলেই জিততে পারতেন।
দুই) খেলা শেষ হওয়ার এক মিনিট আগে লালকার্ড দেখলেন টোলগে ওজেবে। পরের ম্যাচে তিনি নেই।
এসএইচবি দা নাং ভিয়েতনামের যথেষ্ট শক্তিশালী দল। ভি লিগে এ বার তৃতীয় হয়েছে। ভিয়েতনামিজ লিগে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্স, নাইজিরিয়ার বিদেশিরা তো দলে তো রয়েছেনই, ওই দলেই আবার খেলেন ভিয়েতনামের সর্বোচ্চ গোলদাতা গাস্তোন মার্লো। ফলে স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছিলেন খেলা দেখতে। তাঁরা সারাক্ষণ সমর্থন করে গেছেন স্থানীয় দলকে।
টোলগে: লাল কার্ড দেখে পরের ম্যাচে নেই
কলকাতায় ফেড কাপ ফাইনালে হারের পর ইস্টবেঙ্গল কোচ চেয়েছিলেন যে করেই হোক জয়ে ফিরতে। সেজন্যই নিয়মের সুযোগ পুরোপুরি নেন মর্গ্যান। দলে থাকা চার বিদেশিকেই নামিয়ে। সামনে টোলগের সঙ্গে অ্যালান গাও। মাঝমাঠে পেন। স্টপারে চোট থাকা সত্ত্বেও ওপারা। ব্রিটিশ কোচের ফর্মেশন শুরু থেকেই কাজে লেগে গিয়েছিল ইস্টবেঙ্গলের খেম খানদিং পাইতে প্রথমার্ধের মাঝামাঝি দলকে এগিয়ে নিয়ে যাওয়ায়। বিরতির আগেই অবশ্য সমতায় ফিরে আসে ভিয়েতনামের ক্লাবটি। ১-১ করে দেন কুয়ক আন।
বিরতির আগের ধাক্কা ইস্টবেঙ্গল সামলে নেয় কিছুক্ষণেই। ভাসুম ২-১ করে দেওয়ার পর লড়াই-পাল্টা লড়াইয়ে ম্যাচ জমে যায়। খেলা যখন শেষের মুখে, তখনই ওপারাদের হাসি কেড়ে নেন ভিয়েতনাম লিগের গত তিন বারের সর্বোচ্চ গোলদাতা গাস্তোন মার্লো।
যুবভারতীতে শেষ অনুশীলনে চোট পেয়েছিলেন ওপারা। তাকে খেললেও ইস্টবেঙ্গল কোচ খেলানোর ঝুঁকি নেননি সন্দীপ নন্দী এবং সৌমিক দে-কে। মরসুমে প্রথম বার গোলের নিচে দাঁড়ান অধিনায়ক অভ্র মণ্ডল। তিনি খারাপ খেলেননি। বেশ কয়েকটি ভাল সেভ করেন তিনি। সৌমিকের জায়গায় খেলেন রবার্ট। মেহতাব হোসেন না থাকায়, পেনের সঙ্গে মাঝমাঠে খেলেন খাবরা। ভিয়েতনামে খোঁজ নিয়ে জানা গেল, ম্যান অব দ্য ম্যাচ পাইতেই। ওপারাও বেশ ভাল খেলেছেন। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ভিয়েতনামেরই চ্যাম্পিয়ন ক্লাব সায়গন জুয়ান থানের সঙ্গে।
কোনও রকম অনুশীলন ছাড়াই এ দিন খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। তবে সায়গনের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে আজ শনিবার তারা মূল স্টেডিয়ামে খেলার সুযোগ পাচ্ছে। এ দিন গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিলের মাতসুবারার সঙ্গে সায়গন গোলশূণ্য ড্র করেছে। ফলে ড্র করেও মর্গ্যানের টিম মুষড়ে পড়েনি। ইস্টবেঙ্গল ম্যানেজার রাজা গুহ ফোনে বললেন, “মাঠ বা হোটেল নিয়ে নয় সবথেকে বেশি সমস্যা হচ্ছে খোায়া নিয়ে। ভাষা সমস্যা হওয়ায় খাবার বোঝাতেই হিমসিম খেতে হচ্ছে।”
ইস্টবেঙ্গল: অভ্র, নওবা, নির্মল, ওপারা, রবার্ট, ভাসুম, পেন, খাবরা, খেমতাং (সুশান্ত), গাও (রবিন) এবং টোলগে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.