আইআইটি-র গবেষককে এ বারের ভাটনগর সম্মান |
এ বার শীর্ষেন্দুবাবুর অবিষ্কারের ফলে ৫০০ টাকার ফিল্টারে আর্সেনিক-মুক্ত জল পাওয়া সম্ভব হতে চলেছে। ল্যাটেরাইট বা লাল-কাঁকুরে মাটি আর্সেনিক শুষে নেয়। সেখান থেকেই শীর্ষেন্দুবাবু পেয়েছেন ফিল্টার তৈরির সূত্র। গবেষকের কথায়, একটি পাত্রে ১ কেজি সাধারণ লাল কাঁকুরে মাটি, ৪ কেজি কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঁকুরে মাটি, আর ৫০০ গ্রাম মোটাদানা বালি ও ৫০০ গ্রাম সরু দানা বালি রেখে জল ঢাললে মেলে আর্সেনিক-মুক্ত বিশুদ্ধ পানীয়। আর্সেনিক-প্রবণ বারাসতের বামনগাছি গ্রামে জনৈক সঙ্গীতা সরকারের বাড়িতে এ রকম দু’টি ফিল্টার রেখে বাস্তব পরীক্ষা হয়েছে। এই ফিল্টার থেকে দিনে ৪০ থেকে ৫০ লিটার জল পাওয়া যাবে। ফিল্টারটির পেটেন্টের জন্যও ইতিমধ্যে আবেদন করেছেন শীর্ষেন্দুবাবু। অন্য দিকে, মেমব্রেন মডিউলও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। জলীয় দ্রবণ থেকে অ্যান্টিবায়োটিক, প্রোটিন আলাদা করবে এই মেমব্রেন। ফল প্রক্রিয়াকরণ-শিল্পে কাজে লাগবে। চা পাতা থেকে পলিফিনল বের করা-সহ নানা কাজও এই মডিউলের সাহায্যে সফল ভাবে করা যাচ্ছে বলে দাবি গবেষকের। |