যুবকের মৃতদেহ উদ্ধার হাওড়ায় |
পুজো কাটতে না কাটতেই খুনের ঘটনা ঘটল হাওড়ায়। শুক্রবার, সকালে মধ্য হাওড়ার মল্লিক ফটকের কাছে জি টি রোডের পাশে একটি সঙ্কীর্ণ গলি থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, যুবকের নাম দীপক সিংহ (২৬)। বাড়ি ওই এলাকার নিত্যধন মুখার্জি রোডে। মৃতদেহের গলায় ক্ষতচিহ্ন ছিল। তা থেকে পুলিশের অনুমান, গলার নলি কেটে ওই যুবককে খুন করা হয়েছে। পুলিশি সূত্রের খবর, বিভিন্ন রকম দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত দীপক কয়েক মাস আগে ধরা পড়েছিল। মাসখানেক আগে সে জেল থেকে ছাড়া পায়। এরপর এ দিন তার মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্ভবত নিজেদের মধ্যে চুরির মালের ভাগ-বাঁটোয়ারা নিয়েই দীপকের নিজের দলের লোকেরা তাঁকে খুন করেছে। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত প্রমাণ মেলেনি।
|
ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু রিষড়ায় |
নবমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা এবং মেয়ের। ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের হাওড়া-শেওড়াফুলি মেন শাখার রিষড়া স্টেশনের কাছে। রেল পুলিশ জানায়, মৃতদের নাম সঞ্জুদেবী (৩৮) এবং প্রীতি তেওয়ারি (১৫)। বাড়ি রিষড়ার শ্রীকৃষ্ণনগর এলাকায়। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার, নবমীর সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন সঞ্জুদেবী। রাত সওয়া ১০টা নাগাদ বাড়ি ফেরার জন্য রেল লাইন পার হচ্ছিলেন। সে সময়েই দ্রুতগতিতে ছুটে আসছিল আপ বাগ এক্সপ্রেস। ওই ট্রেনেই ধাক্কা খান মা-মেয়ে। ঘটনাস্থলেই দু’জনেরই মৃত্যু হয়। শেওড়াফুলি জিআরপি দেহ দু’টি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠান ময়না-তদন্তের জন্য। পুলিশের অনুমান, ট্রেনটি যে একেবারে কাছে চলে এসেছে, তাঁরা বুঝতে পারেননি। |