অনুৎপাদক সম্পদ কমাতে উদ্যোগী স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুৎপাদক সম্পত্তির পরিমাণ (এনপিএ) কমাতে বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছেন কর্তৃপক্ষ। শুক্রবার এ কথা জানিয়েছেন ওই ব্যাঙ্কের সিজিএম (বেঙ্গল রিজিয়ন) সুরিন্দর সিংহ। কয়েক মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে দাবি করেন তিনি।
ক’দিন আগেই আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ স্টেট ব্যাঙ্কের রেটিং কমিয়েছে। অন্যতম কারণ হিসাবে তারা দেখিয়েছে ব্যাঙ্কটির অনুৎপাদক সম্পদ এবং মূলধন সংক্রান্ত সমস্যা। এর জেরে ধাক্কা খেয়েছিল শেয়ার বাজারও। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ও বিভিন্ন ব্যাঙ্কের, বিশেষত স্টেট ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ কমানোর বিষয়ে নজর দিতে নির্দেশ দেন। সুরিন্দরবাবু বলেন, “আমাদের কর্মীরা পরিস্থিতি সম্পর্কে সচেতন।” তাঁর হিসেবে, গোটা দেশে ব্যাঙ্কটির এনপিএ যেখানে ২৫ হাজার কোটি টাকা, শুধু বেঙ্গল রিজিয়নে তা মাত্র দেড় হাজার কোটির মত।
উত্তরবঙ্গে ভূকম্পপীড়িত অঞ্চলের বাসিন্দাদের জন্য এ দিন ব্যাঙ্কের তরফে সিজিএম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এক কোটি টাকা দান করেন। বলেন, ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সেবিলিটি’ হিসাবে লাভের ১% সমাজকল্যাণে বরাদ্দ করেছে ব্যাঙ্ক। শীঘ্রই সিকিমের মুখ্যমন্ত্রীকেও এই খাতে এক কোটি টাকা দেওয়া হবে।
|
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বেড়ে ৯.৪১ শতাংশে |
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ১০ শতাংশের আরও কাছাকাছি পৌঁছল। ২৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে তা দাঁড়িয়েছে ৯.৪১ শতাংশে। তার আগের সপ্তাহে মূল্যবৃদ্ধি ছিল ৯.১৩ শতাংশে। তবে, ২০১০-এ এই সময়ে তা ছিল ১৬.৮৮%। আলোচ্য সময়ে সব্জি, আলু, পেঁয়াজ, ডিম-মাছ-মাংস, ফল ও দুধের দাম বাড়ার কারণেই বেড়েছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি।
এই মূল্যবৃদ্ধি নিয়ে শুক্রবার ফের উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন তিনি। খাদ্যপণ্যের দামে রাশ টানতে ১৮ মাসে ১২ বার সুদ বাড়িয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। কিন্তু তার প্রভাব যে দামের উপর পড়েনি, এ দিনের পরিসংখ্যানেও তা ফের এক বার স্পষ্ট হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বিশেষজ্ঞদের মতে, দেশ জুড়ে বর্ষা ভাল হওয়ায় ফলন বেড়েছে। তাই আশা ছিল দাম কমবে। কিন্তু সব্জি ও ফলের জোগানে এখনও সমস্যা রয়েছে বলে দাবি তাদের। তাই কেন্দ্রকে আগামী দিনে হিমঘর ব্যবস্থা উন্নত করে বাজারে জোগান বাড়ানোর পথে হাঁটতে হবে বলে ধারণা তাঁদের। তবে, চলতি মাসের শেষে ঋণনীতির পর্যালোচনায় শীর্ষ ব্যাঙ্কের ফের এক দফা সুদ বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেননি তাঁরা।
|
ফের কাজ ব্যাহত মানেসর কারখানায় |
ফের কাজ ব্যাহত মারুতি-সুজুকির মানেসর কারখানায়। শুক্রবার বিকেলের শিফ্টে কাজ শুরুর সময়ই অস্থায়ী কর্মীরা ধর্নায় বসেন। আচরণবিধি বন্ডে সইয়ের পর স্থায়ী কর্মীদের কাজে যোগ দিতে দিলেও, অস্থায়ী কর্মীদের ফেরায়নি সংস্থা। অস্থায়ী কর্মীদের দাবি, তাঁদের সকলকেই কাজে আসার অনুমতি দিতে হবে। এ দিন গুড়গাঁও-মানেসর গাড়ি শিল্পাঞ্চলের অন্য কারখানার কর্মীরাও মারুতির কর্মীদের সমর্থনে কাজ বন্ধ রেখেছেন। প্রসঙ্গত, গত শনিবারই কাজ চালু করতে কর্মী ও সংস্থার মধ্যে চুক্তি হয়েছিল। |