• শেয়ালের আঙুর ফল খেতে না পারার গল্প সকলেরই জানা। চন্দননগরের আলোর মাধ্যমে ওই কাহিনি এ বার ফুটিয়ে তোলা হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের দক্ষিণী যুগদর্শী ক্লাবের পুজোয়। জমকালো আলোকসজ্জার পাশাপাশি প্রতিমা ও মন্ডপসজ্জায় এ বার এতটাই চমক দিয়েছে ওই ক্লাবের উদ্যোক্তারা যে প্রতিদিনই ভিড় উপচে পড়ছে। গোটা হরিশ্চন্দ্রপুরে বড় বাজেটের পুজো বলতে ওই ক্লাবেরই পুজো। ফলে চেষ্টার কোনও খামতি রাখেননি উদ্যোক্তারা। সুদৃশ্য মন্ডপ তৈরি হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে। দেবী এখানে রুদ্ররূপী। এ বার পুজো ২৪ বছরে পড়ল।”
• আত্রেয়ীর ঘাটে ঐতিহ্যবাহী দশমী মেলা ও নিরঞ্জন উৎসব উপলক্ষে কল্যাণী সদর ঘাট এলাকা সেজে উঠেছে। এ বারও নদীবক্ষে প্রতিমা নিয়ে নৌকো বাইচ প্রতিযোগিতায় সামিল হচ্ছে প্রাচ্য ভারতী ক্লাব-সহ বারোয়ারি পুজো মণ্ডপের প্রতিমা। ঘাটে আলো ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার এলাকায় যান জেলাশাসক দুর্গাদাস গোস্বামী ও পুলিশ সুপার চিরন্তন নাগ। পুরসভার পক্ষ থেকে কল্যাণী সদর ঘাট এলাকায় আলোর ব্যবস্থা করা হয়েছে। আজ, বৃহস্পতিবার ১৭টি প্রতিমা নিরঞ্জন হবে। বালুরঘাটের পাশাপাশি জেলার গঙ্গারামপুরে পুনর্ভবা ও হিলিতে যমুনা নদীতেও নিরঞ্জনের আয়োজন হয়েছে।
• চন্দননগরের আলোর যাদু রয়েছে চাঁচল মৈত্রী সংসদের পুজোতেও। তবে ওই পুজোর মন্ডপে বন্যার দৃশ্য মন কেড়েছে দর্শকদের। সুইমিং পুল থেকে মন্ডপের একপাশে জল ঢুকিয়ে মূর্ত করে তোলা হয়েছে বন্যার দৃশ্য। কেউ বসে চালার উপরে। কেউ বা ব্যস্ত শেষ সম্বলটুকু রক্ষা করতে। লালবাতির গাড়িতে চড়ে জুতো খুলে ছাতা মাথায় মন্ত্রী বন্যাদুর্গত এলাকা দেখছেন রয়েছে সেই দৃশ্যও। ভিড় উপচে পড়ছে বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোতেও। নজর কেড়েছে চাঁচল ইয়ুথ ক্লাবের প্রতিমাও! |