|
|
|
|
|
লোভ সামলে পুজোয়
তিস্তা-পারের ছাত্ররা
অনির্বাণ রায় • জলপাইগুড়ি |
|
অষ্টমীর অঞ্জলি কটায় হবে? কত কেজি চালের খিচুড়ি রান্না হবে? পাশের পাড়ার মেয়ে বউরা সন্ধ্যেতেই ঠাকুর দেখতে এসে পড়বে, তখন সব আলো না জ্বললে মান নিয়ে টানাটানি হবে না তো! এমন হাজারো প্রশ্নের মুখোমুখি পড়ে পায়েলের মুখে খানিকটা চিন্তার ভাঁজ। একটা মাইক জোগাড় করা সম্ভব কি না তা দেখতে ব্যতিব্যস্ত গণেশের মাথায় অন্য কোনও চিন্তা ঢুকছেই না। পুজোর উদ্যোক্তাদের অন্যান্যরা তখন মণ্ডপের পাশেই লুকোচুরি খেলতে ব্যস্ত। অবাক হচ্ছেন! উদ্যোক্তাদের সকলেরই বয়স ১০ থেকে ১৬। টিফিনের পয়সা বাঁচিয়ে আস্ত একটা পুজোর আয়োজন করে ফেলছে ওরা। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তাপারের দক্ষিণ সুকান্তনগরের কচিকাচাঁরা। এই পুজোয় বড়দের ভুমিকা কেবল দর্শকের। বছর কয়েক আগে খেলাচ্ছলে পুজোর শুরু। দুর্গা ঠাকুরের ছবিতে মালা পরিয়ে পুজো শুরু করেছিল চিরঞ্জিত, দিতিপ্রিয়ারা। আশেপাশের কোথাও পুজো নেই যে! পুজোর সারাটা দিন বাড়িতে বসেই কেটেই যেত। সন্ধ্যেবেলায় বাবামায়ের হাত ধরে হাতে গোনা কয়েকটা শহরের পুজো মণ্ডপ দর্শন। পুজোর দিনের এমন ক্লিশে হয়ে যাওয়া রুটিনের ‘পরিবর্তন’ চেয়েছিল ওরা। বড়দের ডেকে বলেছিল, বাড়ির পাশে একটা পুজোর খুবই প্রয়োজন। কিন্তু পুজোর আয়োজনের হাজারটা ঝক্কি। চাঁদা তোলা, পাঁচদিনের সমস্ত আয়োজন। তাই ওদের আবদার বড়দের কাছে খুব একটা প্রশ্রয় পায়নি। অগত্যা নিজেরাই নিজেদের মতো করে পুজোর আয়োজন করে সাড়া ফেলে দিয়েছে তিস্তা পারে। মণ্ডপ বলতে ওপরে একটা সামিয়ানা। মণ্ডপের বাঁশও নিজেরাই জোগাড় করে এনেছে পঞ্চম থেকে একাদশ শ্রেণির পড়ুয়ারা। পাঁচশো টাকা খরচ করে সেই বাঁশে কাপড় লাগানো হয়েছে। একটি বাল্ব এবং টিউবলাইট মন্ডপে। সামনে বাড়ির থেকে খুলে আনা টুনির মালা। বিদ্যুতের সংযোগ এসেছে নিজেদের বাড়ি থেকেই। প্রায় চার ফুট উচ্চতার প্রতিমার কোনও খরচ লাগেনি। এলাকার এক ব্যক্তি কচিকাঁচাদের উৎসাহ দেখে প্রতিমা কিনে দিয়েছেন। পুরোহিত ও ঢাকির খরচ মিলিয়ে প্রায় পাঁচ হাজার টাকা লেগেছে। সেই সঙ্গে পুজোর খরচ মিলিয়ে তাও প্রায় হাজার দশেক টাকা। সেটাও সমস্যা হয়ে দাঁড়ায়নি খুদে উদ্যোক্তাদের আন্তরিকতার কাছে। এলাকার ১৪ জন খুদে উদ্যোক্তা টিফিনের টাকা বাঁচিয়ে প্রতি মাসে ২০ টাকা করে জমিয়ে পুজোর খরচ সংগ্রহ করেছেন। পাশাপাশি এলাকার প্রতিটি বাড়ি থেকে ২০-২৫ টাকা করে চাঁদা তুলে হয়ে গিয়েছে যাবতীয় আয়োজন। |
|
|
|
|
|