লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা শুরুর আগেই প্রশ্নের মুখে পড়ল বিজেপি।
মনমোহন সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে ও স্বচ্ছ রাজনীতির পক্ষে সওয়াল করে আগামী সপ্তাহে রথযাত্রায় বেরোচ্ছেন আডবাণী। আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁর যাত্রাপথ সবিস্তারে ঘোষণা করলেন রথের দুই সারথি অনন্ত কুমার ও রবিশঙ্কর প্রসাদ। কিন্তু ২৩টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে প্রায় ৭,৬০০ কিলোমিটার সফরের খরচ কত হবে, সেই প্রশ্নের কোনও ‘স্বচ্ছ’ জবাব দিতে চাইছেন না তাঁরা। ফলে যাত্রার আগেই তার স্বচ্ছতা নিয়ে এখন প্রশ্নের মুখে বিজেপি নেতৃত্ব।
অনন্ত কুমারকে প্রশ্ন করা হয়, আডবাণীর এই রথযাত্রা যখন দুর্নীতির বিরুদ্ধে ও স্বচ্ছতার দাবিতে করা হচ্ছে, গোটা কর্মকাণ্ডে হওয়া খরচের হিসাব বিজেপি দেবে তো? অণ্ণা হজারে যখন দিল্লিতে অনশনে বসেছিলেন, তার আয়োজনের খরচ ওয়েবসাইটে প্রকাশ করা হয়। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রায় যত খরচ হচ্ছে, সেটিও কি বিজেপি প্রকাশ করবে? এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান অনন্ত কুমার। তিনি বলেন, “যাত্রার জন্য কোনও সামগ্রিক বাজেট ধরা হয়নি। যে যে রাজ্য দিয়ে রথ যাবে, সেখানকার নেতৃত্ব খরচ বহন করবে।” তা হলে সেই হিসাব প্রকাশে অসুবিধা কোথায়? অনন্ত কুমারের জবাব, “গোটা যাত্রা খুবই সাধারণ মাপের রাখা হচ্ছে। সব যোগ করে পরে হিসাবের কথা ভাবা যেতে পারে।”
কিন্তু যাত্রা শুরুর আগে খরচ নিয়ে নতুন বিতর্ক শুরু হওয়ায় অস্বস্তিতে দল। অনেকে মনে করছেন, দুর্নীতি-বিরোধী যাত্রার সারথি হিসাবে অনন্ত কুমারকে দায়িত্ব দেওয়ায় এমন আরও হোঁচট পদে পদে খেতে হবে। কারণ, খোদ অনন্ত কুমারের বিরুদ্ধেই বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। অনন্ত কুমার ঠিক মতো জবাব দিতে না পারাতেই আডবাণীর যাত্রা নিয়ে অহেতুক বিতর্ক তৈরি হল।
দলের এক শীর্ষ নেতার কথায়, “এর আগে লালকৃষ্ণ আডবাণীর যে ক’টি যাত্রা হয়েছে, সেগুলির খরচ বহন করেছে দলই। কারণ, তিনি দলের শীর্ষ নেতা। এ বারেও বিজেপি এই খরচ বহন করবে। শুধু আডবাণীর যাত্রা নয়, মাস কয়েক আগে দলের যুবমোর্চার প্রধান অনুরাগ ঠাকুরের যাত্রার খরচও দল বহন করেছে। এ বারেও কত খরচ হচ্ছে, তা লুকনোর কোনও অভিপ্রায় দলের নেই। কিন্তু যাত্রা যখন শুরুই হল না, তা নিয়ে অহেতুক বিতর্কেরও কোনও প্রয়োজন নেই। আর অণ্ণা হজারের কর্মসূচির যে হিসাব দেওয়ার কথা বলা হচ্ছে, তা-ও চাপের মুখে পড়ে অনশনের অনেক পরে দেওয়া। এ ক্ষেত্রেও প্রয়োজনে যাত্রা শেষ হওয়ার পর খরচের হিসাব দেওয়া হতে পারে।”
কিছু দিন আগে নরেন্দ্র মোদীর অনশনের সময়ও বিতর্ক ওঠে। কংগ্রেস প্রশ্ন তোলে, শীতাতপ নিয়ন্ত্রিত হলঘরে পাঁচতারা আয়োজনে অনশন করছেন মোদী। তা-ও আম-জনতার টাকায়। সেই বিতর্ক ধামাচাপা দিতে খোদ মোদীই ময়দানে অবতীর্ণ হন। বলেন, তাঁর ‘সদ্ভাবনা মিশন’ পুরোপুরি সরকারের কর্মসূচি। শুধু তিন দিনের অনশনেই সেটি থেমে থাকছে না। জেলায় জেলায় সরকারের কর্মসূচি হিসাবেই সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সুতরাং বিতর্ক আগেই উঠেছে। এই পরিস্থিতিতে আডবাণীর কর্মসূচিকে কী ভাবে বিতর্কের ঊর্ধ্বে রাখা যায়, তার কৌশল খুঁজছেন বিজেপি নেতৃত্ব। |