সন্দেহজনক একটি প্যাকেট এসে পৌঁছয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছোট ভাই ফ্রান্সিস বাইডেনের কাছে। তা-ও আবার ভারত থেকে। প্যাকেটটিতে গুঁড়ো পাউডার ছিল, যাতে অ্যানথ্রাক্সের জীবাণু থাকতে পারে বলে সন্দেহ করা হয়। সম্প্রতি ফ্রান্সিসের বান্ধবী ম্যান্ডির হাতে প্যাকেটটি আসে। কিন্তু সেটি খুলেছিলেন ফ্রান্সিস নিজেই। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। ম্যান্ডিকে ছেড়ে দেওয়া হলেও ফ্রান্সিসকে হাসপাতালে কাটাতে হয়। স্থানীয় ডাকঘর থেকে জানা গিয়েছে, প্যাকেটটি ভারত থেকে পাঠানো হয়েছে। তবে ভারতের কোন জায়গা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। ফ্রান্সিস জানান, প্যাকেটখানা খুলতেই, সাদা গুঁড়ো ছিটকে এসে তাঁর সারা শরীরে লাগে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। আশপাশের সব জায়গা খালি করে দেয় তারা। প্রায় আট ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে ওই অঞ্চলে। পরে, এফবিআই অবশ্য জানিয়েছে, প্যাকেট থেকে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি।
|
নাসার পাঠানো কৃত্রিম উপগ্রহ ‘আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ স্যাটেলাইট’-এর পর এ বার পৃথিবীর বুকে ভেঙে পড়তে চলেছে জামার্ন কৃত্রিম উপগ্রহ ‘রোস্যাট’। তবে বিজ্ঞানীদের কথায়, মানুষের ক্ষতির আশঙ্কা নেই বললেই চলে। আড়াই টন ওজনের উপগ্রহটিকে ১৯৯০-এ পাঠানো হয়। ’৯৮-এই নষ্ট হয়ে যায় রোস্যাট। এত দিন পৃথিবীর চার দিকে পাক খাচ্ছিল উপগ্রহটি।
|
স্বাগত অতিথি |
|
করমর্দন। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হেইনজ ফিশারের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি
প্রতিভা পাটিল। ভিয়েনায় প্রেসিডেন্টের প্রাসাদে। বুধবার। ছবি: পি টি আই |
|
ও-পারের পুজো |
|
বাংলাদেশের রাজশাহীতে রামকৃষ্ণ মিশনের পুজো। ছবি: ওর্ষা নাভেদ চৌধুরী |
|