ভারতের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তির লক্ষ্য কী পাকিস্তানকে কোণঠাসা করা? দিল্লি সফরে এসে কাল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরে এই প্রশ্নবাণই বারে বারে নিক্ষিপ্ত হয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দিকে। আজ নিজেই তার জবাব দিলেন তিনি। কারজাই আজ বলেন, “ভারত আমাদের ভাল বন্ধু, কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা যমজ ভাইয়ের মতো।”
চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার ভারত সফরে এলেন কারজাই। পরিস্থিতির আর অবনতি না হলে ২০১৪ সালেই আফগানিস্তানের প্রশাসনিক দায়িত্ব বর্তাবে সে দেশের সরকারের উপরে। আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিনরা। অন্য দিকে, পুলিশ ও আমলাদের প্রশিক্ষণের সিংহ ভাগ দায়িত্ব পড়েছে ভারতের হাতে। অবস্থানগত কারণেও আফগানিস্তানকে বিশেষ গুরুত্ব দেয় ভারত। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে আফগানিস্তানের কৌশলগত সম্পর্কের চুক্তি পাকিস্তানের কপালে ভাঁজ ফেলেছে। কারজাই অবশ্য তা স্বীকার করছেন না। আফগান প্রেসিডেন্টের বক্তব্য, ভারতের সঙ্গে সম্পর্ক কোনও দেশের দিকে লক্ষ্য রেখে নয়। তাঁর দাবি এই চুক্তিতে নতুন কিছুই নেই। গোড়া থেকেই দু’দেশ সহযোগিতার পথে চলেছে। এই চুক্তিতে তাকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হল। কারজাই বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে ভারত উল্লেখযোগ্য কাজ করে চলেছে। সংসদ ভবন তৈরি করে দিয়েছে।
বিপদের ঝুঁকি নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করেছে। আফগান ছাত্রদের জন্য প্রায় দু’হাজার বৃত্তির ব্যবস্থা করেছে। কারজাই বলেন, তাঁরা যখন যা চেয়েছেন, ভারত কখনও না বলেনি। এর জন্য তাঁদের কৃতজ্ঞতার শেষ নেই। সেই সম্পর্কই আরও দৃঢ় হল চুক্তি স্বাক্ষরে। |