টুকরো খবর
পারিবারিক পুজো, সর্বজনীন আনন্দে
তিয়াত্তর বছরে পা দিল ভুপতিনগর থানার মাজনান দাসবাড়ির দুর্গাপুজো। সময়ের ধারাপথে লালমোহন দাস প্রবর্তিত এই পারিবারিক পুজোকে ঘিরে এখনওউৎসবে মাতেন স্থানীয় বাসিন্দারা। মাজনানের ‘দাসবাড়ির দুর্গাপুজো’ কাঁথি মহকুমার প্রাচীন পুজোগুলির অন্যতম। তিয়াত্তরে পা দিয়েও দাস পরিবারের দুর্গোৎসবের জৌলুস এতটুকু কমেনি। দাসবাড়ির এই পুজো নানা বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এক সময়ে গ্রামের সবাইকে পাত পেড়ে খাওয়ানোর চল থাকলেও বর্তমানে তা সম্ভব হয় না। কিন্তু পুজোবাড়ি থেকে কেউ প্রসাদ ছাড়াও ফেরেন না। দাস পরিবারের সদস্যদের মিলনমেলাও এই ঐতিহ্যের পুজো। বয়স তিরানব্বই, তবু পুজোয় সমান সক্রিয় প্রবীণতম সদস্য নিখিলরঞ্জন দাস। স্মৃতির ঝাঁপি খুলে নিখিলবাবু বলেন, “মহাষষ্ঠী থেকে বিজয়াদশমী পর্যন্ত মেলা বসত। সন্ধ্যায় হত আতসবাজির খেলা। রাত্রে যাত্রাগানও হত পুজো উপলক্ষে।” আজ সে সব স্মৃতি হলেও পুজোর সর্বজনীন আনন্দ অমলিন।

দুই দল বাইক আরোহীর সংঘর্ষে মৃত্যু
হাইওয়েতে মোটরবাইক-আরোহী দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে গুরুতর জখম অবস্থায় অমিত বিশ্বাস (২০) নামে ওই তরুণকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোডের বাসিন্দা অমিত ও তাঁর বন্ধুরা পূর্ব কোলাঘাট ব্রিজের কাছে একটি ধাবায় যাচ্ছিল। সাতটি মোটরবাইকে ১৪ জন কলকাতা থেকে রাত সাড়ে ১০টা নাগাদ রওনা হয়। দীপঙ্কর চক্রবর্তী নামে এক বন্ধুর বাইকে পিছনের সিটে বসেছিল অমিত। কোলাঘাট ব্রিজের কাছে আর একটি বাইক-আরোহী দলের সঙ্গে বচসা হয়। দীপঙ্কর বলেন, “বচসার সময়ে অমিতকে লোহার রড দিয়ে মাথায় মারা হয়। তার পরে মাটিতে ফেলে হাত-পা ভেঙে দেওয়া হয়।” গুরুতর জখম অমিতকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএমে। পরে তাঁকে কলকাতায় আনা হয়। দীপঙ্কর বলেন, “হামলাকারীদের বিরুদ্ধে লেক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইলে কয়েক জনের ছবি তোলা আছে। সেই ছবি পুলিশকে দেওয়া হয়েছে।” প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অমিতকে মারধরের ঘটনায় অভিযুক্তেরা গড়ফা ও কসবা থানা এলাকার বাসিন্দা। মত্ত অবস্থায় দুই দলের মারামারি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোনা নিয়ে গুজব, ভাঙচুর চণ্ডীপুরে
সোনার দাম কমা নিয়ে গুজবের জেরে মঙ্গলবার সকালে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। সবচেয়ে বেশি গোলমাল হয় চণ্ডীপুরে। সকাল থেকেই সোনা দোকানের সামনে লাইন পড়ে যায় ক্রেতাদের। দাম কমাটা সম্পূর্ণ গুজব বলে সোনা দোকানিরা ক্রেতাদের বোঝাতে গেলে গোলমাল বাধে। চণ্ডীপুরের ৪০টির মতো সোনার দোকানে ইট-পাটকেল ছুড়তে থাকে উত্তেজিত জনতা। বেশ কিছু দোকানে গেট ভেঙে ঢোকারও চেষ্টা করে। পুলিশ এলে তাদেরও ইট ছোড়া হয়। ৬ জন পুলিশকর্মী জখম হন। দু’জনের অবস্থা গুরুতর। উত্তেজিত জনতা এরপর দিঘা-কলকাতা সড়ক অবরোধ করে। ঘণ্টাখানেক পরে বিভিন্ন থানা থেকে কমব্যাট ফোর্স এসে অবরোধ তোলে। এ দিকে, ঘটনার প্রতিবাদে আজ, বুধবার সোনার দোকান বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির চণ্ডীপুর শাখার সম্পাদক সুমনকল্যাণ বেজ।

নদীবাঁধে ধস
অষ্টমীর সকালে আচমকাই নদীবাঁধে ধস নামায় ঘাটাল শহর সংলগ্ন শিলা-রাজনগর গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। শিলাবতী নদীর পাড়ে ওই গ্রামে একটি মাটির বাড়ির অর্ধেক চলে গিয়েছে নদীগর্ভে। আরও তিনটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘাটালের বিডিও দেবব্রত রায় বলেন, “পরপর বন্যায় নদীর পাড় দুর্বল হয়ে পড়েছে। সংস্কার না হওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে।”

অভিযুক্ত তৃণমূল
তৃণমূলের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরে তাদের সংগঠনের জেলা সম্পাদককে মারধরের অভিযোগ করল মজদুর ক্রান্তি পরিষদ। এই নিয়ে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় গড়বেতার চাঁদাবিলায়। রুস্তম মল্লিক নামে ওই নেতাকে গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়। প্রহৃত হন তাঁর বৃদ্ধা মা-সহ বাড়ির কয়েকজন। জেলা তৃণমূল সভাপতি দীনেন রায় বলেন, “ঘটনার বিস্তারিত খোঁজ নেব।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.