থিমের সাজে কোলাঘাট, ভিড় মেচেদায়
প্যারিসের আইফেল টাওয়ার থেকে গ্রামবাংলার মাটির কুঁড়েঘর— এ বার পুজোয় থিমের ছড়াছড়ি কোলাঘাট-মেচেদায়। অভিনব মণ্ডপসজ্জা ও প্রতিমা দেখতে তাই ভিড় হচ্ছে ভালই।
কোলাঘাটের খাড়িশা’র ‘আমরা ক’জন’ ক্লাবের পুজোর এ বার রজতজয়ন্তী বর্ষ। বাঁশ, কাঠ, দরমা দিয়ে আইফেল টাওয়ারের আদলে মণ্ডপ। আদিরূপের দুর্গা মাটির। দেবীর পরিধানে গরদের শাড়ি। মাটির অলঙ্কার। এলাকাবাসীর জন্য নাটক ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে পুজোকমিটি। কোলাঘাটের আশুরালি গ্রামের ‘সৃষ্টি’র চতুর্থ বর্ষের পুজোয় থিম গ্রামীণ কুটিরশিল্প। মন্দিরের আদলে মণ্ডপ করা হয়েছে বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, কুলো, চালুনি, চাঙারি প্রভৃতি গৃহস্থালীর সামগ্রী দিয়ে। মণ্ডপ বানিয়েছেন ক্লাবের সদস্যরাই। বুদ্ধমূর্তির আদলে তৈরি মাটির প্রতিমা। কুলো দিয়ে ঝাড়বাতিতে আলোকসজ্জা। কোলাঘাট হাইস্কুল মাঠে ‘এভারগ্রিন’ ক্লাবের পুজোয় এ বার থিম ‘সোনার বাংলা’। বাঁশ, খড়, পাটকাঠি দিয়ে দোতলা মাটির কুঁড়েঘরের মতো মণ্ডপ। কাঠচড়া ময়দানে ক্লাব এইট্টি’র পুজোর থিম ‘বিবেকানন্দ স্মরণে’। রামকৃষ্ণ মিশনের আদলে মণ্ডপ। চটের উপরে থার্মোকল ও তুষ দিয়ে নানা শিল্পকর্ম মণ্ডপের দেওয়ালে। মণ্ডপসজ্জায় সাধারণ হলেও এ বার প্রতিমার বৈচিত্র্যে নজর কেড়েছে কোলাঘাট নতুনবাজার ছাত্র সঙ্ঘের পুজো। জৈন মন্দির প্রাঙ্গণে ৩৯তম বর্ষের এই পুজোর প্রতিমা কৃষ্ণনগরের ঘরানায় তৈরি। এক চালচিত্রের মাটির প্রতিমায় ডাকের গয়নার সাজ। শতবর্ষের পুজো কোলাঘাটের রেলওয়ে সর্বজনীনের। কোলাঘাট স্টেশন সংলগ্ন এই পুজোর উদ্যোক্তা রেলের কর্মী-আধিকারিকেরাই। স্থায়ী মণ্ডপে এক চালচিত্রের প্রতিমায় নজরকাড়া ডাকের সাজ। প্রতি সন্ধ্যায় থাকছে লোকসংস্কৃতি অনুষ্ঠান। নবমীর রাতে ডান্ডিয়া নৃত্য। পুজো দেখতে জনতার ঢল নেমেছে মেচেদাতেও। ৪১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাঁচ মাথার মোড়ে শান্তিপুর পশ্চিমপাড়া সর্বজনীন পুজোকমিটির মণ্ডপ হয়েছে টালির চাল দেওয়া দোতলা বাড়ির আদলে। প্লাইউড ও কাঠের নকশায় সেজেছে মণ্ডপ। খড়, ধান, তুষ, পাট ও গাছের ছাল দিয়ে দুর্গাপ্রতিমা। মেচেদার গুড়ুলিয়া অলস্টার ক্লাবে হোগলা পাতা, জুন ঘাস, পাটকাঠি দিয়ে বনেদি বাড়ির দালানের আদলে মণ্ডপ। মাটির প্রতিমায় ডাকের সাজে বনেদিয়ানার ছাপ। এ ছাড়াও মেচেদা টাউন ক্লাব ও ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুজোমণ্ডপেও ব্যাপক ভিড় হচ্ছে। সব মিলিয়ে জমজমাট পূর্ব মেদিনীপুরের প্রবেশমুখে দুই মফস্সলের পুজো।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.