দুর্গাপুজোয় ফের চেনা ছন্দে নন্দীগ্রাম
মিরক্ষা আন্দোলনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা এখন অতীত। এ বার দুর্গাপুজোয় ফের জমজমাট নন্দীগ্রাম।
গতানুগতিক পুজোর মণ্ডপ, প্রতিমার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ ব্লকের অধিকাংশ পুজোকমিটিই এ বার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আবার নন্দীগ্রাম ২ ব্লকের বেশ কয়েকটি পুজোয় ফুটবল, কবাডি, সাঁতার থেকে ব্যায়াম ও দৌড় প্রতিযোগিতা হচ্ছে। নন্দীগ্রাম ১ ব্লকের অন্যতম বড় পুজো বাসস্ট্যান্ডে, জোয়ারভরা স্পোর্টিং ক্লাবের। ২১ বছরে পা দেওয়া এই পুজো এ বার মণ্ডপ করেছে নেপালের একটি বৌদ্ধ মন্দিরের আদলে। মণ্ডপের অন্দরসজ্জা পুরনো রাজবাড়ির আদলে। সম্পূর্ণ মাটির প্রতিমায় বৌদ্ধশৈলীর ছাপ। পুজোকমিটির সম্পাদক অভিজিৎ মাইতি জানান, মণ্ডপ প্রাঙ্গণে ওড়িশি লোকনৃত্য, গান, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। নন্দীগ্রাম হাসপাতাল মোড়ে পূর্ব-পশ্চিম-মধ্য-দক্ষিণ পল্লির পুজোর এ বার ১৪তম বর্ষ। প্রতি সন্ধ্যাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মণ্ডপ প্রাঙ্গণে গ্রামবাসীদের নাটক এই পুজোয় বাড়তি মাত্রা যোগ করেছে এ বার। নন্দীগ্রাম সর্বজনীন, মহেশপুর সর্বজনীন পুজোকমিটিও এ বার যাত্রানুষ্ঠানের আয়োজন করেছে। কেন্দেমারি, গোকুলনগর, সোনাচূড়ার অধিকাংশ পুজোও যাত্রার আয়োজন করেছে। গোকুলনগর পঞ্চানন জিউ’র পুজোমণ্ডপে আবার অষ্টমঙ্গলা পালা হচ্ছে। নন্দীগ্রামের সামসাবাদ বিদ্যাসাগর ক্লাবের পুজো লোকশিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে এ বার। ২০ বছরে পা দেওয়া এই সর্বজনীন পুজোকমিটির সম্পাদক মদনমোহন পণ্ডা বলেন, “আবহাওয়ার উপরে ভরসা নেই। তাই বড় অনুষ্ঠানের আয়োজন করিনি। তবে, স্থানীয় ছেলেমেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।” নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো হচ্ছে স্থানীয় শিবমন্দির প্রাঙ্গণে। জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে রবীন্দ্র আঙ্গিকে সাজানো হয়েছে মণ্ডপ। রয়েছে রবীন্দ্রনাথের ৯০টি তৈলচিত্র। সাবেক মাটির প্রতিমা। ষষ্ঠীর দিনে তেরপেখ্যা থেকে রেয়াপাড়া পর্যন্ত ৮ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন ছিল। সপ্তমীর দিন হয় ক্যারাম প্রতিযোগিতা। আর দশমীতে সাঁতার প্রতিযোগিতা। পুজোকমিটির কর্মকর্তা অঞ্জন ভারতী জানান, আগে ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতাও হত পুজোর দিনগুলিতে। ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে ব্লকেরই খোদামবাড়ি ইউনিয়ন সর্বজনীন দুর্গোৎসব কমিটি। দশমীর দিন ফাইনাল খেলা। ৫৬তম বর্ষে বসে আঁকো, নাচ-গানের মতো সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করেছে এই পুজোকমিটি। এ বার মহিলাদের জন্য কবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে আমদাবাদ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আমদাবাদ হাইস্কুল মাঠে মণ্ডপ প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় নন্দীগ্রাম, হলদিয়া, কাঁথি ও পাঁশকুড়ার ৪টি দল যোগ দেয়। পুজোকমিটির সম্পাদক মনোরঞ্জন খাটুয়া বলেন, “আগে ছেলেদের কবাডি হত। গত তিন বছর পুজো হলেও অনুষ্ঠান হয়নি। এ বার ফের খেলা ও যাত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.