সাসপেন্ড ৩ পিডিপি নেতা, ফের মুলতুবি জম্মু-কাশ্মীর বিধানসভা
ফের মুলতুবি হয়ে গেল জম্মু ও কাশ্মীর বিধানসভার অধিবেশন। গত কালের মতো আজও পুলিশি হেফাজতে ন্যাশনাল কনফারেন্স কর্মীর মৃত্যু নিয়ে বিতর্কের জেরে সভা পণ্ড হয়ে যায়। এই মরসুমে আজই অধিবেশনের শেষ দিন ছিল।
ন্যাশনাল কনফারেন্সের কর্মী সইদ মহম্মদ ইউসুফের মৃত্যু নিয়ে আলোচনার জন্য এই দিনও ফের মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) বিধায়করা। তাঁদের বক্তব্য, ওই বিষয়টিতে মুখ্যমন্ত্রীর দফতরের ভূমিকা রয়েছে। কিন্তু স্পিকার মহম্মদ আকবর লোন পিডিপি বিধায়কদের আবেদন খারিজ করে বলেন, এই আবেদনে নতুনত্ব কিছু নেই। বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয় তাঁদের। কিন্তু তাতে কান দেননি তিন পিডিপি নেতা। তখন মার্শাল দিয়ে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয় তাঁদের। তখনও তাঁরা শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তার পরেই ডেপুটি চেয়ারম্যান অরবিন্দর সিংহ ওই তিন নেতাকে সাসপেন্ড করেন। এঁরা হলেন, মুর্তাজা খান, আশরফ আলি এবং নিজামুদ্দিন খাটানা।
তাতেও থামেননি বিরোধীরা। বিধানসভার বাইরে স্পিকারের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন পিডিপি সমর্থকরা। স্পিকার কেন পিডিপি বিধায়ককে কটূক্তি করেছেন, সেই নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
গত কাল সন্ধেবেলা ইউসুফের মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট আসে। জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রসচিব বি আর শর্মা রিপোর্ট পড়ে জানান, হৃদ্স্পন্দন বন্ধ হয়েই মৃত্যু হয়েছে ন্যাশনাল কনফারেন্সের ওই কর্মীর। তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিডিপি বিধায়কদের অভিযোগ ছিল, পুলিশি অত্যাচারেই ইউসুফের মৃত্যু হয়।
স্পিকার আজও তাঁদের আবেদনে সাড়া না দেওয়ায় পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেন, “এটা কেন বিধানসভায় আলোচনা করা যাবে না? শাসক দল তাদের মতামত জানাত। আমরা আমাদের কথা বলতাম।” প্রবীণ পিডিপি নেতা মুজফ্ফর বেগ বলেন, “সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন টুজি কেলেঙ্কারি নিয়ে যদি সংসদে আলোচনা চালানো যায়, তা হলে ইউসুফের মৃত্যু বিচারবিভাগে তদন্তাধীন বলে কেন বিধানসভায় আলোচনা করা যাবে না?”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.