টুকরো খবর
দারিদ্রসীমায় অনড় মন্টেক
দারিদ্রসীমা নিয়ে যোজনা কমিশনের অবস্থানে কোনও বদল হয়নি বলে আজ দাবি করলেন কমিশনের ডেপুটি চেয়ারপার্সন মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। শহরাঞ্চলে দৈনিক ৩২ টাকা ও গ্রামাঞ্চলে দৈনিক ২৬ টাকার বেশি খরচ করতে সক্ষম ব্যক্তি দরিদ্র নন, শীর্ষ আদালতে যোজনা কমিশনের দায়ের করা হলফনামা নিয়ে দেশ জোড়া সমালোচনার পরে গত কাল এ নিয়ে সাফাই দেন মন্টেক। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, এই দারিদ্রসীমার সঙ্গে সরকারি সাহায্যের সম্পর্ক নেই। জয়রামও বলেন ৩২ টাকার এই ঊর্ধ্বসীমা রাখা হচ্ছে না। তবে আজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্টেক জানান, দারিদ্রসীমার এই সংজ্ঞা থেকে যোজনা কমিশন সরছে না। আদালতে দেওয়া হলফনামা প্রত্যাহারেরও সম্ভাবনা নেই। যার ভিত্তিতে এই সীমা নির্ধারণ হয়েছে, সেই তেণ্ডুলকর কমিটির রিপোর্টও কমিশন গ্রহণ করেছে বলে জানান তিনি।

কারজাইয়ের সঙ্গে চুক্তি
নয়াদিল্লিতে এক বৈঠকে মনমোহন সিংহের সঙ্গে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। ছবি: এএফপি।
কৌশলগত সহযোগিতার চুক্তিতে সই করল ভারত ও আফগানিস্তান। আজ দিল্লিতে বৈঠকের পরে চুক্তি স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। মনমোহন বলেন, বাইরের হস্তক্ষেপ ছাড়া শান্তিতে থাকার অধিকার রয়েছে আফগানিস্তানের। সেই শান্তির সফরে ভারত বরাবরই তাদের পাশে রয়েছে। দু’দিনের সফরে মঙ্গলবার ভারতে এসেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ বছর এ নিয়ে তাঁর তৃতীয় ভারত সফর। প্রধানমন্ত্রী ছাড়াও কারজাই বৈঠক করেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে। প্রাক্তন আফগান প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির হত্যার পর তালিবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া কিছুটা ধাক্কা খেয়েছে। রব্বানি-হত্যায় অভিযুক্ত হক্কানি গোষ্ঠীর সঙ্গে পাক-যোগ নিয়ে সরব হন কারজাই। এই সময় কারজাইয়ের ভারত সফর তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্য দু’টি চুক্তিও সই করেন মনমোহন-কারজাই। ভারত এতে আফগানিস্তানে পেট্রোলিয়াম ও অন্য খনিজ সম্পদ খোঁজার সুবিধা পাবে। কথা হয় আফগান পুলিশের প্রশিক্ষণ নিয়েও। ২০১৪ থেকে দেশের নিরাপত্তার দায়িত্ব পাবে আফগান প্রশাসন। আফগান সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের দায়িত্ব মূলত ভারতেরই উপর।

ভট্টের নিরাপত্তা নিয়ে গুজরাতকে চিঠি কেন্দ্রের
সঞ্জীব ভট্ট এবং তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর সরকারকে নির্দেশ দিল কেন্দ্র। গত কালই স্বামীর নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে চিঠি লিখেছিলেন ভট্টের স্ত্রী শ্বেতা ভট্ট। তার পরিপ্রেক্ষিতেই মোদী সরকারকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্র। কে ডি পন্থ নামে এক কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সঞ্জীবকে। পন্থের অভিযোগ, ভট্ট তাঁকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘মিথ্যা’ হলফনামা তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলেন, “ভট্ট এ তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক গুজরাত সরকারকে চিঠি লিখেছে।” ভট্টকে এবং তাঁর পরিবারের লোককে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন শ্বেতা। এই অভিযোগটিও কেন্দ্র খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট মন্ত্রকের ওই কর্তা। এ দিন আদালতে ভট্টকে পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করেছিল রাজ্য সরকার। এই আর্জি নিয়ে রায় ঘোষণা হবে ৭ অক্টোবর।

সালেম মামলায় পর্তুগালের সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভারত
আবু সালেমের প্রত্যপর্ণ চুক্তি নিয়ে পর্তুগালের শীর্ষ আদালতের দ্বারস্থ হল ভারত। কিছু দিন আগে ১৯৯৩ সালের মুম্বই-বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সালেমকে ভারতে প্রত্যর্পণ খারিজ করে তাকে পর্তুগালে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল লিসবন হাইকোর্ট। এই রায়ের উপর পর্তুগালের সুপ্রিম কোর্টে স্থগিতাদেশের আর্জি জানিয়েছে ভারত। আবেদনে ভারত জানিয়েছে, লিসবন হাইকোর্ট সালেমের বিচারকে যে ভাবে ব্যাখ্যা করেছে, তা ঠিক নয়।

সন্দেহভাজন মহিলা মাওবাদী ধৃত দিল্লিতে
সন্দেহভাজন এক মহিলা মাওবাদীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। একটি শিল্পগোষ্ঠীর তরফে মাওবাদীদের টাকা দেওয়া সংক্রান্ত মামলায় সোনি সোড়ি নামে ৩৬ বছর বয়সী ওই মহিলাকে খুঁজছিল ছত্তীসগঢ় পুলিশ। সোনির আত্মীয় লিঙ্গরাম কোডোপিকে কিছু দিন আগে মাওবাদীদের জন্য টাকা নেওয়ার সময় গ্রেফতার করে ছত্তীসগঢ় পুলিশ। সেখানে সোনিও ছিলেন। তবে তখন তিনি পালিয়ে যান। ছত্তীসগঢ় পুলিশের একটি সূত্র কাল জানায়, দিল্লির কাটওয়ারিয়া সরাই অঞ্চলে লুকিয়ে আছেন সোনি।

তিনটি বোমা উদ্ধার
দুর্গা পুজার মধ্যেই ধুবুরির দুটি পৃথক জায়গা থেকে ৩টি বোমা উদ্ধার হল। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ গোলকগঞ্জ থানার মোটরঝাড় গ্রামের একটি রেলের সেতুর উপর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ১০ কেজি ওজনের বোমা একটি স্টিলের পাত্রে রাখা ছিল। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ব্রহ্মপুত্র নদীর কাচারিঘাটে একটি যাত্রিবাহী ভুটভুটিতে তল্লাশি চালিয়ে দুটি দেশি বোমা উদ্ধার করে বিএসএফ। যাত্রী আবাসনের নীচে প্লাস্টিকের ব্যাগে বোমা দুটি রাখা হয়েছিল।

ভগবৎ ঝা আজাদ প্রয়াত
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবৎ ঝা আজাদের (৮৯) মৃত্যু হয়েছে। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন। দিল্লির এইমস্-এ আজ তাঁর মৃত্যু হয়। তাঁর পুত্র, র কীর্তি আজাদ বর্তমানে বিজেপি সাংসদ। আজীবন কংগ্রেসি আজাদ অবশ্য মৃত্যুর কিছু দিন আগে বিজেপিতে যোগ দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.