সাতটি বাইক দাপিয়ে বেড়াচ্ছে শহরে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে মোটর বাইক বাহিনী নামিয়েছে পুলিশ। সাতটি মোটর বাইক লাগাতার ঘুরছে শহরে। প্রধান সড়ক তো বটেই, শহরের অলিগলিতে ঢুকে নজরদারি করছে তারা। শিলিগুড়ি শহরে মোটর বাইক নিয়েই অপরাধ করছে দুষ্কৃতী দল। খুন করে ডাকাতি থেকে শহরের গলিতে ছিনতাই সবেতেই উঠে এসেছে মোটর বাইক আরোহী দুষ্কৃতী দলের নাম। সে কথা মাথায় রেখেই ‘বাইক বাহিনী’ নামিয়েছে পুলিশ। নজরদারির পাশাপাশি কোনও অপরাধ হলে যাতে মোটর বাইকের সাতটি দল একসঙ্গে পিছু ধাওয়া করতে পারে দুষ্কৃতীদের। বৃহস্পতিবার থেকে শহরে মোটর বাইক বাহিনী টহল শুরু করেছে শিলিগুড়িতে। অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “পুজোর মুখে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিপ নিয়ে টহলদারির কাজ তো পুলিশ করছেই পাশাপাশি মোটর সাইকেলেও টহল দিচ্ছে পুলিশের একটি দল। নিরাপত্তার দিক ভেবে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পুলিশ জানায়, কিছুদিন ধরে শিলিগুড়ি শহরে মোটর বাইক নিয়েই অপরাধ করছে দুষ্কৃতীরা। জিপ নিয়ে তাদের পিছু ধাওয়া করে লাভ হচ্ছে না। এ ছাড়া এমন সব গলিতে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে সেখানে জিপ ঢুকছে না। পুলিশের মোটর বাইক বাহিনী এবার দুষ্কৃতীদের শায়েস্তা করবে বলে আসা করছেন অফিসাররা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে খালপাড়াতে একটি ছিনতাইয়ের ঘটনাতেও মোটর বাইক দুষ্কৃীতরা জড়িত। পুলিশ মোটর বাইক নিয়ে দুষ্কর্ম করার অভিযোগে ৪ যুবককে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানতে পারে, অন্তত ৪টি দল শিলিগুড়ি শহরে মোটর বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে। পুলিশ সূত্রের খবর, একজন পুলিশ অফিসার এবং একজন কনস্টেবল নিয়ে সাতটি দল গঠন করা হয়েছে। ওই দলটি মোটর বাইক নিয়ে টহলদারির কাজ করছে শহরে। তারা নিজেদের মধ্যে যোগযোগের জন্য ব্যবহার করছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোডে তো তাদের দেখা যাচ্ছেই, দলটি বিধান মার্কেট, হকার্স কর্নার, নিবেদিতা মার্কেট, মহাবীরস্থান মার্কেটের গলিতেও টহল দিচ্ছে পুলিশ। এ ছাড়া জিপ নিয়ে পুলিশের কয়েকটি দল টহলের কাজ করছে। পুজোর সময় বাড়তি ফোর্স শিলিগুড়ি শহরে রাখা হবে বলেও পুলিশ সূত্রের খবর। পুজোর চারদিন শহরের প্রধান ৩ মোড়ে ক্লোজড সার্কিট টেলিভিশন বসাবে পুলিশ। সেগুলিতে নজরদারি করবে পুলিশের কর্তারা। সন্দেহজনক কিছু থাকলেই ব্যবস্থা হবে। ওয়াচ টাওয়ার তৈরি করেও নজর চালানো হবে।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “কিছু দুষ্কৃতীকে গ্রেফতার করেছি। প্রধাননগর ও শিলিগুড়ি দু’জায়গা থেকেই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে।” |