আলবার্ট আইনস্টাইনের আলোর তত্ত্ব তা হলে কি ভুল?
পদার্থবিদ্যা গবেষণা কয়েক মাস ধরে রীতিমত উত্তেজক পর্যায়ে। কৌতূহলের কেন্দ্রে জেনিভার অদূরে ভূগর্ভে গবেষণাগার সার্ন (CERN)। যেখানে খোঁজা হচ্ছে ‘হিগ্স বোসন’। খোঁজার কাজটি এত গুরুত্বপূর্ণ যে সে ব্যাপারে সুসংবাদ বা দুঃসংবাদ, দুটোরই আশায় বসে আছেন গবেষকেরা।
এই প্রতীক্ষার মাঝখানেই সার্ন থেকে প্রচারিতে আর এক খবরে পদার্থবিজ্ঞানের দুনিয়া তোলপাড়। বিজ্ঞানের দুনিয়ায় আবিষ্কার ঘটে দুভাবে। যা খোঁজা হচ্ছে, তা মেলে অকস্মাৎ। অথবা যা খোঁজা হচ্ছিল না, তা হাতে আসে বিনা নোটিসে। এই দ্বিতীয় চরিত্রের একটি আবিষ্কারে সার্ন এখন সরগরম। শুধু যে ‘হিগ্স বোসন’ খোঁজার কাজেই ব্যস্ত সার্নে-এর বিজ্ঞানীরা তা নয়, পাশাপাশি চলেছে আরও অনেক পরীক্ষাও। এ রকমই একটি উদ্যোগের নাম ‘OPERA’। যার সঙ্গে যুক্ত সার্ন এবং ইতালির সান গ্রাসো পাহাড়ে কণা পদার্থবিদ্যা ল্যাবোরেটরির বিজ্ঞানীরা। ইতালীয় বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রে রয়েছে বিশেষ জাতের কণা, ‘নিউট্রিনো’। এ কণা ভারি অদ্ভুত। হাজার লক্ষ কোটি নিউট্রিনো এ দিক ও দিক দৌড়ে বেড়াচ্ছে ব্রহ্মাণ্ড জুড়ে। দৌড়োচ্ছে বাধাবিঘ্ন অগ্রাহ্য করে। নিউট্রিনোর গতিপথে পাহাড়, পর্বত, গাছপালা, এমনকী আস্ত একটা গ্রহও কোনও বাধা নয়। এমন যে কণার তার চরিত্রও আবার অদ্ভুত। যেমন, ছুটতে ছুটতেই এক জাতের নিউট্রিনো বদলে যায় অন্য জাতে। এহেন চরিত্রের নিউট্রিনোকে তাই বলা হয় ভুতুড়ে কণা। তো এই ভুতুড়ে কণাদের এক ভেলকি দেখে বিজ্ঞানীরা তাজ্জব। সার্ন থেকে সান গ্রাসো লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল ঝাঁকে ঝাঁকে নিউট্রিনো। এতে দেখা গেল, ওই কণারা সান গ্রাসোয় গিয়ে পৌঁছোচ্ছে এমন বেগে, যা আলোর স্পিডের চেয়েও বেশি। আলো সেকেন্ডে দৌড়োয় ২৯৯,৯৯২,৪৫৮ মিটার। কিন্তু নিউট্রিনোরা ছুটেছে সেকেন্ডে ৩০০, ০০৬,০০০ মিটার বেগে।
আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব, যার পদার্থবিদ্যার এক মস্ত ভিত, তা দাঁড়িয়ে আছে এই ধারণার ওপর যে, এই ব্রহ্মাণ্ডে আলোর চেয়ে বেশি বেগে আর কিছুই ছুটতে পারে না। যদি কোনও কিছু বেগে টপকে যেতে পারে আলোকে, তা হলে অনেক গোলমাল, ফিজিক্স ভাবনায় আবার কেঁচে গণ্ডুসের প্রয়োজন আছে। সে কারণেই ‘OPERA’-র ঘোষিত ফলাফলে বিজ্ঞানী মহলে দারুণ জল্পনা। এ সব ক্ষেত্রে যা হয়, তা-ই ঘটতে চলেছে আগামী কয়েক মাসে। ‘OPERA’-র পরীক্ষা আবার করা হবে পৃথিবীর বিভিন্ন ল্যাবোরেটরিতে। দেখা হবে সত্যিই নিউট্রিনো ছুটতে পারে কিনা আলোর চেয়ে বেশি বেগে। অর্থাৎ, সার্ন এখন একটি নয়, দুটি কারণে খবরের কেন্দ্রবিন্দু।
• ‘স্টার ওয়ার্স’ ছবির কথা মনে আছে? আছে হয়ত অনেকের। তা থাক। তবে এটা বলতেই হবে যে, কল্পবিজ্ঞান হিসেবে এর কাহিনী মোটেই আহামরি নয়। অবশ্য একটি বিষয় বাদে। যে গ্রহের কথা ছিল ওখানে, মানে লুক স্কাইওয়াকার যে গ্রহের বাসিন্দা, তার ছিল একটি নয়, দুটি সূর্য। ঠিক তেমনই একটি গ্রহের সন্ধান সম্প্রতি পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কেপলার নামে যে শক্তিশালী দূরবিনটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০০৯ সালে পাঠিয়েছিল মহাশূন্যে, তা খুঁজে পেয়েছে টাটুইন-এর মতোই একটি গ্রহ, যা ঘুরছে দুটি নক্ষত্রের চার পাশে। জ্যোতির্বিজ্ঞানীরা নতুন এই গ্রহের নাম রেখেছেন কেপলার-১৬বি। গ্রহটি অনেকটা সৌরমণ্ডলে শনির মতো গ্যাসের পিণ্ড। পৃথিবী থেকে এর দূরত্ব দুশো আলোকবর্ষ। যে দুটি নক্ষত্রের চারপাশে ঘুরছে কেপলার-১৬বি, তাদের ভর সূর্যের তুলনায় প্রায় দুই তৃতীয়াংশ এবং এক পঞ্চমাংশ।
 
• রাষ্ট্রপুঞ্জে নতুন রাষ্ট্রের স্বীকৃতি চেয়েছে প্যালেস্তাইন। ভূমধ্যসাগর ও জর্ডন নদীর মধ্যবর্তী প্যালেস্তাইন অঞ্চলটি কিন্তু সুপ্রাচীন। ১৯৪৮ সালে প্যালেস্তাইনকে ভাগাভাগি করে বিশ্বের তাবৎ ইহুদির দেশভূমি হিসেবে ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক পরিকল্পনা সত্ত্বেও তখন কিন্তু বাকি অংশে স্বাধীন আরব-শাসিত প্যালেস্তাইন রাষ্ট্র তৈরি করা যায়নি। প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনকে প্যালেস্তাইন অঞ্চলের প্রতিনিধিত্বের দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রপুঞ্জে ‘অবজার্ভার’ স্টেটাস পায় পি এল ও। ইজরায়েল সেই স্টেটাস স্বীকার করে ১৯৯৩ সালে। ইতিমধ্যে পি এল ও প্যালেস্তাইনের সঙ্গে ইজরায়েল অন্তর্বর্তী দুটি আরব-অধ্যুষিত অঞ্চল ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা-রও প্রত্যক্ষ প্রতিনিধি হয়ে ওঠে। ২০১১ সালের গোড়ায় ১২৭টি দেশ (বিশ্বের জনসংখ্যার ৭৫ শতাংশ) প্যালেস্তাইনকে একটি আলাদা ‘রাষ্ট্র’ হিসেবে সরকারি ভাবে স্বীকার করে। তারই ফল এই সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্যালেস্তাইনের ‘রাষ্ট্র’-পদ নিয়ে ভোটাভুটি।
ব্যাঙ্কের সুদ
• নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে রাশ টানতে ফের এক বার সুদ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট (স্বল্পকালীন মেয়াদে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের থেকে যে সুদে ঋণ নেয়) বাড়িয়ে ৮.২৫ করা হল। আর রিভার্স রেপো রেট (বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক যে হারে ঋণ নেয়) ২৫ বেসিস পয়েন্ট বেড়ে হল ৭.২৫ শতাংশ।

হেলথর্নিংশ্মিড্ট
• প্রায় এক দশক পরে ডেনমার্কে ক্ষমতায় ফিরল দেশের সেন্টার-লেফট দল। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সোশাল ডেমোক্র্যাট নেত্রী হেল থর্নিং শ্মিড্ট।

ট্র্যান্সজেন্ডার
• ঐতিহাসিক পদক্ষেপ নিল অস্ট্রেলীয় সরকার। সে দেশের ট্রান্সজেন্ডার নাগরিকরা এ বার নিজেদের ‘এক্স’ নামক লিঙ্গ পরিচয়ে চিহ্নিত হওয়ার অধিকার পেলেন।

রব্বানি
• আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানি। তালিবানদের সঙ্গে সমঝোতার লক্ষ্যে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই যে ‘শান্তি কাউন্সিল’ গঠন করেন, রব্বানি তার চেয়ারম্যান ছিলেন।

ভূমিকম্প
• ১৮ সেপ্টেম্বর সিকিম সহ পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ বেশ বড়সড় ভূমিকম্পের কবলে পড়ল।

পটৌডি
• সত্তর বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পটৌডি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.