লক্ষ্য যখন মার্কিন মুলুক
স্কুল-কলেজের পড়া শেষ করে আমেরিকায় গিয়ে পড়াশোনার ইচ্ছে অনেকেরই। নামের পাশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি চাকরির বাজারে বাড়তি সুবিধা দেয়ই। কিন্তু জানা দরকার, সে দেশের কোন বিশ্ববিদ্যালয়ে কী কী বিষয় পড়ানো হয়, কোথায় কোন পাঠ্যক্রমের মান ভাল।
ছাত্রছাত্রী, অভিভাবকদের এই হদিশ দিতে সম্প্রতি একটি ‘শিক্ষামেলা’র আয়োজন করেছিল ‘দ্য ইউনাইটেড স্টেটস-ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন’ (ইউসিয়েফ)। যদিও এই প্রথম নয়। আমেরিকান সংস্থা ‘লিন্ডেন’ এর উদ্যোগে এই নিয়ে পঞ্চম বার কলকাতায় ওই মেলা আয়োজিত হল।
কলকাতায় আয়োজিত ওই মেলায় আমেরিকার ২৫টি কলেজ-বিশ্ববিদ্যালয় যোগ দিয়েছিল। যেমন, ক্যালিফোর্নিয়া ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনলজি, সাভানা কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইন, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ইত্যাদি। শুধু জেনারেল বিষয়ে ডিগ্রির পাঠ্যক্রমই নয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি পাঠ্যক্রম সংক্রান্ত খোঁজখবরও পাওয়া গেল ওই মেলায়। মেলাটিতে অংশগ্রহণকারী কয়েকটি কলেজ-বিশ্ববিদ্যালয়ের সুলুকসন্ধান এখানে দেওয়া হল।


ক্যালিফোর্নিয়া ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
এই প্রতিষ্ঠানে প্রাণিবিদ্যা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, গণিত, মনস্তত্ত্ব-সহ ২৫টি বিষয়ে স্নাতক পড়ার সুযোগ আছে। ওয়েবসাইট: http://www.calbaptist.edu/

অ্যাকাডেমি অফ আর্ট ইউনিভার্সিটি
এই বিশ্ববিদ্যালয়ে মূলত কলা বিষয়ে পড়াশোনা হয়। চারুকলা, কলা শিক্ষা, অ্যানিমেশন, অভিনয়, বিজ্ঞাপন ইত্যাদি বিষয়ে পঠনপাঠন হয় এখানে। অনলাইনে পঠনপাঠনেরও সুযোগ আছে এই বিশ্ববিদ্যালয়ে। ওয়েবসাইট: http://www.academyart.edu/

ফেয়ার্লে ডিকিনসন ইউনিভার্সিটি
বিজ্ঞাপন, জৈবরসায়ন, দর্শন, গণিত, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে স্নাতক পড়া যায়। এ ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে হিসাবশাস্ত্র, প্রাণিবিদ্যা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রসায়ন, শিক্ষা ইত্যাদি বিষয়ে। ওয়েবসাইট: http://www.fdu.edu/

ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনলজি
প্রকৃতি বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য, মনস্তত্ত্ব এবং বিমান পরিষেবা সংক্রান্ত বিষয়ে পাঠক্রম আছে। প্রত্যেক ন’জন ছাত্রের জন্য এক জন শিক্ষক আছেন এখানে। ওয়েবসাইট: http://www.fit.edu/

হ্যানোভার কলেজ
বিজ্ঞান, বাণিজ্য এবং শিক্ষা বিষয়ক ৩০টি ডিগ্রি পাঠক্রমে পঠনপাঠন হয় এই কলেজে। ক্লাসে ছাত্রের সংখ্যা গড়ে ১৪। প্রত্যেক ১০ জন ছাত্রের জন্য এক জন এখানে শিক্ষক আছেন। ওয়েবসাইট http://www.hanover.edu/

হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল
রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং, অর্থনীতি, হিসাবশাস্ত্র ইত্যাদিতে স্নাতক এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ আছে এখানে। ওয়েবসাইট: http://www.hult.edu/

আইয়োয়া স্টেট ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনলজি
এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচ ডি পাঠ্যক্রমের পড়াশোনা হয়। কৃষি, জৈবরসায়ন, প্রাণিবিদ্যা, রসায়ন, অর্থনীতি, ইতিহাস, শিক্ষা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ অনেকগুলি বিষয়ে পঠনপাঠন হয়। ওয়েবসাইট: http://www.iastate.edu/

ইথাকা কলেজ
এই কলেজে ছাত্র-শিক্ষক অনুপাত ১২:১। জৈবরসায়ন, হিসাবশাস্ত্র, প্রাণিবিদ্যা, মার্কেটিং, গণিত, অর্থনীতি ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা হয়। ওয়েবসাইট http://www.ithaca.edu/

লং আইল্যান্ড ইউনিভার্সিটি, ব্রুকলিন ক্যাম্পাস
প্রাণিবিদ্যা, সাংবাদিকতা, জৈবরসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, নৃত্য, ইতিহাস ইত্যাদি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং কয়েকটিতে পিএইচ ডি স্তরেও পড়াশোনা হয় এই বিশ্ববিদ্যালয়ে। ওয়েবসাইট http://www.liu.edu/Brooklyn.aspx-এ।

রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনলজি
হিসাবশাস্ত্র, বিজ্ঞাপন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, দর্শন, মনস্তত্ত্ব, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি বিষয় পড়ার সুযোগ আছে এই প্রতিষ্ঠানে। স্নাতক ও স্নাতকোত্তর, দুই স্তরেই পড়াশোনা করা যায়। ওয়েবসাইট http://www.rit.edu/

রজার উইলিয়ামস ইউনিভার্সিটি
রাশিবিজ্ঞান, মনস্তত্ত্ব, হিসাবশাস্ত্র, রসায়ন, গণিত, মার্কেটিং, শিক্ষা ইত্যাদি বিষয়ে মূলত স্নাতক পড়ানো হয় এখানে। স্নাতকোত্তর পাঠ্যক্রমও আছে কয়েকটি। ওয়েবসাইট http://www.rwu.edu/

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন
এই বিশ্ববিদ্যালয়ে শুধুই স্নাতক পড়ার সুযোগ আছে। কম্পিউটার সায়েন্স/ তথ্যপ্রযুক্তি, ইতিহাস, সাংবাদিকতা, সঙ্গীত, দর্শন, পদার্থবিদ্যা ইত্যাদি বহু বিষয় পড়ানো হয় এখানে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.washington,edu-তে।

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাবর্ষ সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হয় মে মাসে। স্নাতক স্তরে পড়াশোনা করার খরচ মোটামুটি ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলারের মধ্যে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের বন্দোবস্ত আছে। তবে স্নাতক, স্নাতকোত্তরের থেকে পিএইচ ডি পাঠ্যক্রমে অনেক বেশি স্কলারশিপ দেওয়া হয়। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য ইউএসআইইএফ-এর সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের নম্বর: ৩৯৮৪-৬৩১০


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.