ইংরেজি ভাষাটা ঠিক ঠিক শিখতে হলে
চাকরির ইন্টারভিউ, বিদেশে পড়ার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে স্কুলের মেডিক্যাল লিভ লেটার প্রায় সব ক্ষেত্রেই ইংরেজি ভাষার ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হল আমরা অনেকেই এই ভাষাটা জানলেও এর প্রয়োগ ঠিক মতো করে জানি না। লিখতে বা বলতে গিয়ে তাই হামেশাই গণ্ডগোল করে ফেলি ব্যাকরণ বা শব্দচয়নে। সাধারণত ছেলেমেয়েরা ইংরেজি শেখে কোথা থেকে? চারপাশের পরিচিত লোক জনের কাছ থেকে। প্রথম দিকে বাড়ির লোক ও বন্ধুবান্ধবদের সঙ্গে কথোপকথনে, তার পর স্কুল-কলেজে এবং এর পর চাকরিস্থলে। মুশকিল হল, ইংরেজি ভাষাটা ঠিক মতো করে শেখানোর কৌশল বা পদ্ধতি সম্পর্কে এঁরা কেউই সে ভাবে কিছু জানেন না। এর জন্য যে সব মডেল স্বীকৃত রয়েছে তার সম্বন্ধে এঁরা অবহিতই নন। ফলে দ্বিতীয় ভাষা হিসেবে যাঁরা ইংরেজি শেখে, তাদের অধিকাংশই ভাষাটা আয়ত্ত করতে পারে না। আবার বেশির ভাগ ছাত্রছাত্রীই ইংরেজি পড়ে আর পাঁচটা বিষয়ের মতো করেই। অর্থাৎ মুখস্থ করে। মনে করে পড়া যত ভাল করে তৈরি হবে, তত ভাল নম্বর পাওয়া যাবে পরীক্ষায়। আর একটা অভ্যাস অনেকেরই থাকে বাংলায় আগে ভেবে নিয়ে তার পর সেটা ইংরেজিতে অনুবাদ করে বলার চেষ্টা। এর ফলে শব্দের বিন্যাসে ও বাক্য গঠনে মাতৃভাষার প্রভাব পড়ে।
আজকের পৃথিবীতে ইংরেজির ওপর দখল না থাকলে প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটা খুব কঠিন। সেটা অভিভাবক এবং ছেলেমেয়েরা বোঝেন বলেই চতুর্দিকে ইংরেজি শেখানোর এত আয়োজন। আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজিতে যত স্বচ্ছন্দ হবে, আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারত তত সক্ষম হয়ে উঠবে। এই প্রয়াসে উদ্যোগী হয়ে ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি তেরো থেকে পনেরো বছরের ছেলেমেয়েদের জন্য একটি নতুন স্বল্পমেয়াদী কোর্সের আয়োজন করেছে। শুরু হবে ১০ অক্টোবর থেকে। সাত সপ্তাহব্যাপী কোর্সটি করানো হবে শনিবার কিংবা রবিবার সকালে। মেয়াদ মোট একুশ ঘণ্টা।
এই কোর্সে মূলত ইংরেজি বলা ও লেখার দক্ষতা বাড়ানোর ওপরেই জোর দেওয়া হবে, যেগুলিকে অধিকাংশ ছাত্রছাত্রী ও অভিভাবকই স্কুলস্তরে সাফল্যের সোপান বলে মনে করেন। বলার ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে উচ্চারণ, বিতর্ক, গ্রুপ ডিসকাশসন এবং প্রেজেন্টেশন দেওয়ার ওপর। তেমনই, লেখার দক্ষতা বাড়াতে ছাত্রছাত্রীদের নতুন নতুন বিষয় ভেবে বার করা ছাড়াও, কোনও লেখার ড্রাফট তৈরি ও বিভিন্ন লেখার প্রুফ সংশোধনও করতে হবে। এর ফলে, ছাত্রছাত্রীদের বতর্মানের বিভিন্ন বিষয় বা ঘটনা সম্পর্কে যেমন সচেতন হয়ে উঠতে শিখবে তেমনই নির্ভুল অথচ চিত্তাকর্ষক লেখাও লিখতে শিখবে। এই ধরনের কোর্স ভারতীয় ছাত্রদের কথা মাথায় রেখেই তৈরি করেছে ব্রিটিশ কাউন্সিল।
কোর্সটি তৈরি হয়েছে এমন ভাবে যাতে ছাত্রছাত্রীদের ক্লাস করতে ভাল লাগে। প্রথাগতভাবে ক্লাসে শিক্ষক বলেন এবং ছাত্রছাত্রীরা শোনে, নোট লেখে। এখানে কিন্তু শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদেরও গোটা প্রক্রিয়ায় পুরোপুরি যোগ দিতে হয়। ‘ইন্টারঅ্যাকটিভ’ পদ্ধতিতে বিভিন্ন পরিস্থিতি তৈরি করে কথাবার্তা, আলোচনা এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে শেখানো হয় ইংরেজি। যেমন কোনও বিতর্কের ক্ষেত্রে শিক্ষক ছাত্রদের প্রথমে বুঝিয়ে দেন বিতর্ক জিনিসটা কী, কী ভাবে বিতর্ক খাড়া করতে হয়, বিষয়ের পক্ষে ও বিপক্ষে কী ধরনের যুক্তিযোগ্য পয়েন্ট থাকা উচিত। এ বার শিক্ষার্থীদের বলা হল একটা বিষয় বাছতে। সেই বিষয়ের ওপর তারা কিছুক্ষণ তর্ক-বিতর্ক চালাল। বিতর্কের মধ্যে মধ্যেই অথবা শেষে শিক্ষক বলে দেবেন কোথায় তাদের ভুল হয়েছে, কোথায় কোন বিষয়টি বলা উচিত ছিল, কোন জায়গায় ভাষা এটা না হয়ে ওটা হবে। এই ধরনের পদ্ধতি তৈরি হয়েছে ‘যোগাযোগ ভিত্তিক’ দৃষ্টিভঙ্গি বা ‘কমিউনিকেটিভ অ্যাপ্রোচ’-এর ওপর ভিত্তি করে। ভাষা শিক্ষার ক্ষেত্রে এখন এই দৃষ্টিভঙ্গির কার্যকারিতা ব্যাপকভাবে স্বীকৃত। ‘কমিউনিকেটিভ অ্যাপ্রোচ’-এর ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা থাকে কম। ছেলেমেয়েরাই বেশির ভাগ কথাটা বলে। এবং যদি ভুল করে কেউ? তার জন্যে কি শিক্ষকের কাছ থেকে বকুনি জোটে? মোটেই না। এখানে ছেলেমেয়েদের প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয় যে ভুল করার স্বাধীনতা তাদের আছে। কারণ ভুল থেকেই ঠিকটা শেখা যায়। ব্রিটিশ কাউন্সিলের, কলকাতা ট্রেনিং সেন্টারের অ্যাকাডেমিক ম্যানেজার স্যাম ভালন্টাইনের মতে, এমনিতে স্কুলে পাঠরত অধিকাংশ ভারতীয় ছেলেমেয়েদের মধ্যে ইংরেজি ভাষার একটা প্রাথমিক গোড়াপত্তন থাকেই। এই কোর্সের মাধ্যমে আমরা সেই জায়গাগুলির ওপর জোর দেওয়ার চেষ্টা করি যেগুলি ওপর নজর দিয়ে ভবিষ্যতে ইংরেজি ভাষায় তারা পুরোপুরি দক্ষ হয়ে উঠতে পারে। ভাষাটা যত তারা আয়ত্ত করতে পারবে তত ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। এর ফলে এতে স্কুলের পরীক্ষা তো বটেই, আগামী দিনে চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও অন্যদের তুলনায় তারা তরতরিয়ে এগিয়ে যেতে পারবে।
কোর্সটিতে ভর্তি হতে একটি ছোট প্রবেশিকা পরীক্ষা দিতে হবে ছেলেমেয়েদের। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ২২৮২৫৩৭০ নম্বরে। আর ই-মেল: Kolkata.customercare@in.britishcouncil.org


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.