গভীর রাতে হামলা চালিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও মাথায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কৃপাখালি গ্রামে। নিহতের নাম প্রবীর হালদার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে বাড়িতে ঘরের সামনে বারান্দায় ঘুমিয়েছিলেন প্রবীরবাবু। ঘুমন্ত অবস্থায় এলোপাথারি চপার দিয়ে তাঁকে আঘাত করা হয়। তারপর বুকে গুলি করা হয়। প্রবীরবাবুর পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। তিনজন দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
|
নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরভ্যান দাঁড়িয়ে থাকা একটি অটোকে ধাক্কা মারলে ভ্যান থেকে ছিটকে পড়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে সোনাখালি চৌমাথায়। সুচিত্রা মির্জা (৫০) নামে ওই মহিলার বাড়ি বাসন্তী থানা এলাকার শিবগঞ্জ এলাকায়। পুলিশ মোটরভ্যানটি আটক করেছে।
|
বরাহনগরের একটি সিনেমা হল ভেঙে বহুতল নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন হলের কর্মীরা। রবিবার, গাঁধী জয়ন্তীতে ১২ ঘণ্টার প্রতীকী অনশন করেন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, কয়েক বছর ধরে বন্ধ থাকা হলটি এখন এক প্রোমোটারের দখলে। তা ভেঙে একটি বহুতল হওয়ার কথা। অভিযোগ, প্রোমোটার আশ্বাস দেন, নতুন নির্মাণে সিনেমা হলের উপরে আবাসন হবে। কিন্তু হল ভাঙার বহুদিন পরেও নির্মাণ শুরু হয়নি। সমস্যায় কর্মীরা। এ দিন অনশন মঞ্চে যান স্থানীয় বিধায়ক তাপস রায়। বরাহনগর পুরসভার ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ পাল বলেন, “শিল্পের জমিতে শিল্প করতে হবেবহুতল নয়। ১৫ দিনে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন হবে।” তিনি আরও জানান, প্রয়োজনে ওই জমিতে নতুন প্রেক্ষাগৃহ গড়বেন আন্দোলনকারী কর্মীরাই। |