টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ক্লাব
ভিয়েতনামে চার বিদেশি খেলাতে পারবেন মর্গ্যান
জাকার্তায় জেতা আশিয়ান কাপের পুনরাবৃত্তি ঘটাতে হলে ভিয়েতনামের হোচিমিন সিটিতে আইডিসি কাপে চ্যাম্পিয়ন্স লিগের খেলা দলকে হারাতে হবে ইস্টবেঙ্গলকে। পাঁচ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা স্লোভাকিয়ান ক্লাব এস কে জিলিনা এই টুর্নামেন্টে খেলছে। খেলছে উগান্ডার এক নম্বর ক্লাব। ব্রাজিলের অনামী দল।
বুধবার ভিয়েতনাম রওনা হচ্ছে ইস্টবেঙ্গল। ট্রেভর মর্গ্যানের পক্ষে বড় খবর, ভিয়েতনামে চার বিদেশিকেই খেলাতে পারবেন তিনি। টুর্নামেন্টের নিয়মে, সাত জন বিদেশিকে নথিবদ্ধ করানো যায়। খেলানো যাবে চার জনকেই। ফলে পেন-গাও-টোলগে-ওপারাচার জনকে নামাবেন মর্গ্যান। মেহতাবের ধাক্কা সামলানো যাবে কিছুটা। সপ্তমী, অষ্টমী সল্টলেক স্টেডিয়ামে প্র্যাক্টিস চালাচ্ছেন ট্রেভর মর্গ্যান। সেখানে চার জনকেই এক সঙ্গে দেখে নেবেন।
আইডিসি কাপের অংশগ্রহণকারী দলগুলোর যা খবর পাওয়া যাচ্ছে, তাতে মর্গ্যানের সামনে কঠিন লড়াই। গ্রুপ বি থেকে সেমিফাইনালে জায়গা পাকা করতে হলে ট্রেভর মর্গ্যানের দলকে খেলতে হবে ব্রাজিলের মাতসুবারা, ভিয়েতনাম লিগের তৃতীয় দল দ্য নাং, প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন সাই গনের সঙ্গে। ব্রাজিলের দলটার সম্পর্কে হোসে রামিরেজ ব্যারেটোর কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, “ব্রাজিলের পেশাদার ক্লাবের তালিকায় নেই মাতসুবারা। এরা শুধু যুব দল তৈরির কাজ করে।”

ইস্টবেঙ্গলের গ্রুপের দলগুলো এ রকম:

মাতসুবারা (ব্রাজিল): পারানা রাজ্যের কাম্বারা শহরের দল। জাপানিদের হাতে তৈরি বলে প্রচুর জাপানি-ব্রাজিলিয়ান খেলে। দুটো বড় ট্রফি জিতেছে। একবার রানার্স হয়েছে। ব্রাজিলের বিখ্যাত তারকা নেটো জাপানি তারকা কাজু মিউরা এই দলে খেলেন।

এসএইচবি দা নাং (ভিয়েতনাম): ভি-লিগে এ বার তৃতীয়। আগে দু’বার জেতার পাশাপাশি ভিয়েতনামিজ কাপেও চ্যাম্পিয়ন হয়েছে দু’বার। ফ্রান্স, নাইজিরিয়ার দুই বিদেশির সঙ্গে আছেন আর্জেন্তিনীয় গাস্তোন মের্লো, নিকোলাস হার্নান্দেস। মের্লো পরপর তিনবার ভিয়েতনামের সেরা গোলদাতা।

সায়গন জুয়ান থান (ভিয়েতনাম): ২০১০-এ প্রতিষ্ঠিত ক্লাবটি এ বছরেই প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হয়। উগান্ডার দু’জন আছেন, আছেন ক্যামেরুনের তারকা। আন্তর্জাতিক মিডফিল্ডার ইব্রাহিম জুমা ফ্রি-কিক বিশেষজ্ঞ।সেমিফাইনালে উঠলে ইস্টবেঙ্গলের যারা প্রতিপক্ষ হতে পারে, তাদের মধ্যে রয়েছে:

এম এস কে জিলিনা (স্লোভাকিয়া): ১৯৯৩ থেকে শুরু হওয়া নতুন ফর্ম্যাটে পাঁচ বারের স্লোভাকিয়া চ্যাম্পিয়ন। বার পাঁচেক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেললেও বলার মতো পারফরম্যান্স নয়। গত বার গ্রুপ লিগের সব ম্যাচেই হেরেছিল। উল্লেখযোগ্য ফুটবলার-বেনিনের ফরোয়ার্ড বেলো বাবাতুন্ডে। গত চ্যাম্পিয়ন্স লিগে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে গোল আছে।

এস সি ভিলা (উগান্ডা): অ্যাস্টন ভিলার অনুকরণে ক্লাবের নাম। বলা যায় উগান্ডার এক নম্বর ক্লাব। ১৩ বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আট বার জিতেছে উগান্ডান কাপ।

হাই ফং এফ সি (ভিয়েতনাম): ভি লিগে এ বার বারো নম্বর। তবে রানার্স হয়েছে দু’বছর আগেই। সুপার কাপ জিতেছে ’০৫-এ। উল্লেখযোগ্য ফুটবলার-ব্রাজিলের রুই নেত্তো, থিয়াগো, নাইজিরিয়ান একপে, ক্যামেরুনের ইয়েঙ্গা।

বেকামেক্স বিন ডুয়ং (ভিয়েতনাম): ভি লিগে এ বার ছয় নম্বর। দু’বার চ্যাম্পিয়ন। সুপার কাপও জিতেছে দু’বার। উল্লেখযোগ্যদের মধ্যে ব্রাজিলের লিয়ান্দ্রো ও কার্লোস, দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকার ফিলানি রয়েছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.