দুর্গা পুজোর শহরে মিশছে দোলের রং। ‘নবপত্রিকা’র সরঞ্জামে আঁকা হবে পৌরাণিক গল্পগাথা। তুলির রঙিন টানে ক্যানভাসে অসুর নিধন। আদিবাসী কাষ্ঠল বাদ্যযন্ত্রে খোদাই পুরনো লোককাহিনী। ষষ্ঠী থেকে নবমী, ‘দুগ্গা-দুগ্গা’ বলে রাত-জাগা ভিড়ে সামিল হলে দেখা মিলবে সবেরই।
তুমুল যুদ্ধে শুম্ভ-নিশুম্ভকে বিনাশ করে ‘সম্মিলিত মালাপাড়া সবর্জনীন দুর্গোৎসব’-এর মণ্ডপে বসছেন দেবী দুর্গা। মেতেছেন হোলি খেলায়। শারদোৎসবে সেখানের থিম বৃন্দাবনের দোল উৎসব। তাদের ভাবনায় যিনি কৃষ্ণ, তিনিই কালী, দুর্গাও। সেখানে রঙিন সাজে সাজবেন ছিন্নমস্তা জগজ্জননী। ‘আহিরীটোলা যুবকবৃন্দ’-এ আবার আরাধ্য দেবীর শাকম্ভরী রূপ। উদ্ভিজ্জ কাঠামোয় গড়েছে মণ্ডপ। মাতৃমহিমার পৌরাণিক গল্পগাথা ফুটছে তাতে। দুর্গা মাহাত্ম্যে উদ্ভিদের গুরুত্বও অপরিসীম। দেবীর শাকম্ভরী রূপ তো তারই প্রকাশ। পুজো প্রণালীর ‘নবপত্রিকা প্রবেশ’ আদতে ন’টি গাছেরই আরাধনা।
মহিষাসুরমর্দিনীর ‘রণং দেহি’ রূপ এন্টালির হরলাল দাস স্ট্রিটে ‘উদয়ন সঙ্ঘ’-এর পুজোয়। ৭০ ফুট লম্বা মণ্ডপে মহিষাসুর বধের কাহিনী পরতে-পরতে ফুটে উঠেছে ক্যানভাসে। বিডন স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসবে সহজপাঠের আঙ্গিকে বিশ্ব বন্দিতার বন্দনা। বড়িশা সর্বজনীন দুর্গোৎসবে (দ্বাদশ মন্দির) পুজোর চিরাচরিত ঐতিহ্য ধরে রাখাই উদ্দেশ্য। ঝিনুক, বাঁশের মিশেলে হরেক নকশায় সাজছে বাঁকুড়ার মন্দিরের আদলের মণ্ডপ। ‘বানাম’-এর তানও ভাসছে উৎসবের শহরে। উত্তরবঙ্গের আদিবাসী গ্রামের বীণার আকারের ওই বাদ্যযন্ত্রই এ বছর ‘বড়িশা ক্লাব’-এর পুজোর থিম। আদিবাসী বিশ্বাস, বানামের সুরের তরঙ্গ দৈবশক্তির সঙ্গে আলাপচারিতায় সক্ষম। পুজো-মণ্ডপের আনাচ-কানাচে বানামের কাষ্ঠল গায়ে খোদাই আদিম পশুপাখি, পরিবেশ, মানব-মানবী রোজনামচার কাহিনী।
পটের হরেক রঙে ভরেছে ‘কালীঘাট মিলন সঙ্ঘ’-এর মণ্ডপ। আজকের কালীঘাট এক সময়ে ছিল ছোট্ট একটা গ্রাম। সেখানকার কালীমন্দিরকে ঘিরেই হয় বিশেষ এক শিল্পধারার উদ্ভব। তারই নাম কালীঘাটের পট। কার্যত লুপ্ত ওই চিত্রশৈলীই এ বার শহরবাসীকে দেখাতে চান পুজো উদ্যোক্তারা। খিদিরপুরের ‘নবরাগ’-এর মণ্ডপেও কালীঘাট পটেরই সাতরং। পটছবি আঁকা লক্ষ্মীর ঘটে সাজবে মণ্ডপ। দেবী কালিকা সেখানে অশুভ শক্তির বিনাশ করে লক্ষ্মীর ধন সম্পদ রক্ষা করেন। সাবেক পুজোর ঐতিহ্য থেকে থিমের জাঁকজমক, বদলে যাওয়া উৎসবের এই রীতিনীতির সঙ্গে শহরবাসীর পরিচয় করাবে ‘পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি’। এই ভাবনা ঘিরেই সেজে উঠেছে তাদের প্রাঙ্গণ। |