টুকরো খবর |
প্রধান শিক্ষকের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
স্কুল চলার সময় এক অভিভাবিকার অপমানের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিনহাটা থানার বামনহাটের দুর্গানগর নব প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ওই প্রাথমিক শিক্ষকের নাম হরিদাস রায় (৫৬)। তাঁর বাড়ি বামনহাটের পাথরশন এলাকায়। স্কুলে এক অভিভাবিকার সঙ্গে বাদানুবাদের সময় হৃদরোগে আক্রান্ত হন হরিদাসবাবু। প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যায় কোচবিহারে জেলা হাসপাতালে ভর্তির পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় কোচবিহারে শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কোচবিহার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার বলেন, “সত্যিই দুঃখনজনক ঘটনা। বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্কুল সূত্রের খবর, এদিন স্কুল শুরুর পর চতুর্থ শ্রেণির দুই ছাত্রের মধ্যে মারপিট হয়। খবর পেয়ে এক ছাত্রের অভিভাবিকা অন্য এক ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই প্রধান শিক্ষক হরিদাসবাবু এর প্রতিবাদ করেন। স্কুলের দুই ছাত্রের গোলমালের বিষয়টি কর্তৃপক্ষকে না বলে কেন ওই অভিভাবিকা নিজেই মারধর করলেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সেই সময় ওই অভিভাবিকা তাঁকে অপমান করেন বলে অভিযোগ। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় হরিদাসবাবু হৃদরোগে আক্রান্ত হন। ফরওয়ার্ড ব্লকের প্রাথমিক শিক্ষক সঙ্ঘের নেতা তথা জেলা প্রাথমিক শিক্ষক সংসদ সদস্য সুব্রত নাহা বলেন, “হরিদাসবাবু খুবই ভাল মানুষ ছিলেন। স্কুলে ঢুকে এই ভাবে অপমান করা তিনি সহ্য করতে পারেননি। অসুস্থ হয়ে পড়েন। আমরা দোষীর শাস্তি চাই।”
|
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব |
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ কলেজ। শুক্রবার ওই ঘটনার জেরে কলেজের নিরাপত্তা রক্ষী অর্ধেন্দু রায়-সহ ২ জন জখম হন। কলেজ চত্বরের বেশ কিছু আসবাবপত্রও ভাঙচুর হয় বলে অভিযোগ। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, গোলমালের সময়ে একদল বহিরাগত কলেজে ঢোকার চেষ্টা করলে অর্ধেন্দুবাবু বাধা দেন। জখম নিরাপত্তা রক্ষীর তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিগোপাল মল্লিক বলেন, “নিরাপত্তা রক্ষীর চিকিৎসার খরচ দেবে কলেজ কর্তৃপক্ষ। পরিচালন সমিতির সঙ্গে কতা বলে পুলিশে অভিযোগ দায়ের করা হবে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, ছাত্র সংসদের সম্পাদক পদ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদে দীর্ঘদিন ধরে গোষ্ঠীন্দন্দ্ব চলছে। বৃহস্পতিবার গোবিন্দ অধিকারীকে ছাত্র সংসদের পদ থেকে সরাতে অনাস্থা পাশ হয়। শুক্রবার ওই অনাস্থা প্রস্তাব মানতে অস্বীকার করে গোবিন্দ অধিকারীর অনুগামীরা বিক্ষোভ দেখান। তার জেরেই এদিন গোলমাল হয় বলে জানা গিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর চক্রবর্তী বলেন, “সাধারণ সম্পাদক পদ নিয়ে জলঘোলা করতে কিছু সমর্থক অহেতুক সংগঠন বিরোধী কাজকর্মে নেমেছেন। রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।”
|
হস্টেলের শিলান্যাস |
নিজস্ব সংবাদদাতা •রায়গঞ্জ |
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের সংখ্যালঘু ছাত্রী হস্টেলের শিলান্যাস হল শুক্রবার। এ দিন দুপুরে কলেজ সংলগ্ন এলাকায় ওই হস্টেলের শিলান্যাস করেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ-সহ পড়ুয়া ও প্রশাসনিক আধিকারিকেরা। রায়গঞ্জের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি ও মোহিতবাবুর উদ্যোগে গত এপ্রিল মাসে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দফতর হস্টেল তৈরির জন্য কলেজ কর্তৃপক্ষকে ১ কোটি টাকা বরাদ্দ করে। ওই টাকায় কলেজের নিজস্ব ২ বিঘা জমিতে ওই হস্টেল আগামী এক বছরের মধ্যে গড়ে তোলা হবে। ১৫ টি ঘর-সহ ডাইনিং রুম, কনফারেন্স রুম, কিচেন রুম, গার্ড রুম ও সুপারিনটেনডেন্ট রুম থাকবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা ছাড়াও সেখানে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রায় ১০০ জন ছাত্রীর থাকার সুযোগ পাবেন। অধ্যক্ষ দিলীপ দে বলেন, “ছাত্র ও ছাত্রীদের জন্য কলেজের দুটি পৃথক হস্টেল থাকলেও সংখ্যালঘু ছাত্রীদের জন্য পৃথক হস্টেল ছিল না। ফলে প্রতি বছর বিভিন্ন এলাকার কয়েকশো সংখ্যালঘু ছাত্রী থাকার জায়গার অভাবে বিপাকে পড়ছিলেন।”
|
অনিয়ম, তছরুপে বহিষ্কার প্রধানকে |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
গ্রাম উন্নয়নের টাকা তছরুপ এবং আর্থিক অনিয়মের অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। বহিস্কৃত প্রধানের মনোরঞ্জন বর্মন। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ-সভাপতি জহর মজুমদার বলেন, “নলকূপ এবং হিউম পাইপ কেনার ক্ষেত্রে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। দলীয়ভাবে তদন্তের পর প্রধান মনোরঞ্জনবাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।” এ দিকে অভিযুক্ত প্রধান মনোরঞ্জনবাবু অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “কোনও দুর্নীতি করিনি অভিযোগের বিষয়টি আমার জানা নেই।” এ দিকে প্রধানের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। ওই দাবিতে বিডিও কাছে স্মারকলিপি দিয়েছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, “হিউম পাইপ না কিনে বিল তুলে তোলা হয়েছে। নলকূপ কেনার ক্ষেত্রে খোলা বাজারের দামে থেকে প্রতিটিতে ৫৩৩ টাকা করে বেশি বিল তোলা হয়েছে। এতে অন্তত ২০ লক্ষ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এতে প্রধান সরাসরি জড়িত।” তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলি বলেন, “গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। আমাদের দল এই ধরণের বিষয়কে কোনওভাবে প্রশয় দেয় না। আমরাও চাই ঘটনার পুরোপুরি তদন্ত করা হোক।” বিডিও সৌমেন মাইতি বলেন, “অভিযোগ পাওয়ার পরেই পারোকাটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত ফাইলপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।” ফুল-সবজি চাষের যৌথ প্রশিক্ষণে এসএসবি । ফুল, উদ্যান পরিচর্যা এবং উন্নত মানের সবজি চাষের দশ দিনের প্রশিক্ষণ শেষ হল। সশস্ত্র সীমাবল এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বৃহস্পতিবার পর্যন্ত শিবিরে ৪২ জন যুবক প্রশিক্ষণ নিয়েছেন।
|
‘বিপজ্জনক’ ফুলহার নদী |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
সেন্টিমিটার কমেছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। ফলে বিপদসীমার বেশ উপর দিয়ে এখনও নদী বইতে থাকায় মালদহের রতুয়া ও হরিশ্চন্দ্রপুরের প্লাবিত এলাকাগুলির পরিস্থতির খুব একটা হেরফের হয়নি। বিশেষ করে পুজোর মুখে পথঘাট জলে ডুবে যাওয়ায় চরম বিপাকে বাসিন্দারা। সেচ দফতরের মালদহ নর্থ সেন্ট্রাল সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়র সন্দীপ দে বলেন, “সামান্য হলেও ফুলহারের জল কমেছে। আপার ক্যাচমেন্টেও আপাতত বৃষ্টি নেই। আগামী দু’দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।” সেচ দফতরের ওই আশ্বাসে খানিকটা হলেও বাসিন্দাদের পাশাপাশি স্বস্তি ফিরেছে। গত মাসে ভয়াবহ বন্যার পর এক সপ্তাহ আগেও বেশ কিছু এলাকায় ফুলহারের জল ঢুকে পড়ে। রতুয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে ও হরিশ্চন্দ্রপুরে উপচে পড়া ফুলহারের জল ফের দু’দিন আগে ঢুকে পড়ে ওই এলাকাগুলিতে। রতুয়ার কাহালা, দেবীপুর, বাহারাল, রতুয়া, বিলাইমারি, মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের ২৫টি ও হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর ও দৌলতনগর পঞ্চায়েতের ৫টি গ্রামের ঘরদোরে জল ঢুকে পড়ায় পুজোর মুখে বিপাকে বাসিন্দারা। সবথেকে খারাপ পরিস্থিতি কাহালা গ্রাম পনঞ্চায়েতের। ওই এলাকার ১০টি গ্রাম পুরোপুরি বিপর্যস্ত। সবকটি রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় গোটা এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই এলাকায় ৬টি পুজো হয়। বিপাকে পড়েছেন পুজোর উদ্যোক্তারাও। রতুয়ার বিডিও পার্থ দে বলেন, ফুলহারের জল বাড়েনি। সামান্য হলেও তা কমেছে। আশা করছি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। কিছু এলাকায় প্রয়োজনের ভিত্তিতে ত্রাণের চাল পৌঁছে দেওয়া হয়েছে।”
|
দিনভর বাস বন্ধ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
‘চেইন ব্যবস্থা’ নিয়ে তৃণমূলের আপত্তির প্রতিবাদে শুক্রবার বালুরঘাটে দিনভর বাস চালানো বন্ধ রেখে মালিকেরা আন্দোলনে নামায় বিপাকে পড়েন যাত্রীরা। এদিন সকালে বালুরঘাট থেকে হিলি, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, বংশীহারি, কুশমন্ডি সমস্ত রুটে বাস মালিকেরা বাস বন্ধ করে দেওয়ায় মানুষ নাকাল হন। দুপুর নাগাদ জেলা জুড়ে বাস বন্ধের খবর পেয়ে জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বিষয়টি আঞ্চলিক পরিবহণ আধিকারিককে (আরটিও) সমস্যা মেটাতে বলেন। বাস মালিকদের নিয়ে আরটিও বৈঠকে বসেও সমাধানে ব্যর্থ হন। বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চৌধুরী বলেন, “বাসের টিকিট বুকিং সহ বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়ার সময়সূচির পরিচালনার জন্য যে ব্যবস্থা রয়েছে সেটা ‘চেইন ব্যবস্থা’। তার খরচ বাবদ প্রতি গাড়ি পিছু ১০-১৫ টাকা প্রতি ট্রিপে নেওয়া হয়। হঠাৎ করে তৃণমূলের শ্রমিক সংগঠন চেইন ব্যবস্থা বন্ধ করার হুমকি দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে সাড়া মেলেনি। বাধ্য হয়েই তৃণমূলের ওই ফতোয়ার বিরুদ্ধে বাস ধর্মঘটে নামতে হয়েছে।” তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মণ্ডলের অভিযোগ, বালুরঘাটে গত তিন মাস ধরে চেইন ব্যবস্থা বন্ধ আছে। এই ব্যবস্থায় টাকা তুলে শ্রমিকদের কল্যাণ তহবিলে জমার পরিবর্তে নেতাদের পকেট ভারী হচ্ছিল। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “সমস্যা মেটানোর চেষ্টা চলছে।”
|
সেচ প্রকল্পে ভুয়ো বিল, সাসপেন্ড ৯ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জল অনুসন্ধান দফতরের দু’জন পদস্থ ইঞ্জিনিয়ার-সহ মোট ন’জনকে শুক্রবার সাসপেন্ড করা হয়েছে। সেচের কাজে জল দেওয়ার জন্য নদী থেকে জল তোলার সাতটি প্রকল্প (রিভার লিফট ইরিগেশন) বন্ধ থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকার ডিজেল পোড়ানোর অভিযোগ উঠেছে। তছরুপের সেই ঘটনাতেই ওই ন’জনকে সাসপেন্ড করা হয়েছে বলে মহাকরণে জানান জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। এক জন ডিভিশনাল ইঞ্জিনিয়ার, এক জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাত জন অপারেটরকে সাময়িক ভাবে বরখাস্ত করার নির্দেশটি এ দিনই পাঠানো হয়েছে। মন্ত্রী জানান, দুই দিনাজপুরে গত বছর মোট ৭টি আরএলআই প্রকল্প বন্ধ ছিল। নদীতে পর্যাপ্ত জলের অভাবের কারণে ও প্রয়োজন না-থাকায় ওই প্রকল্পগুলি চালানো হয়নি। তবু পাম্প চালানোর ডিজেল কেনার জন্য বেশ কয়েক লক্ষ টাকার ভুয়ো বিল করার অভিযোগ পেয়ে দফতর থেকে প্রাথমিক তদন্ত করানো হয়। সৌমেনবাবু বলেন, “তদন্তের ভিত্তিতেই সাময়িক বরখাস্তের নির্দেশ পাঠানো হয়েছে।” দুর্নীতির তদন্তের জন্য রায়গঞ্জের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
|
দুঃস্থকে জামা বিলি |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার দিনভর রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডের দুস্থদের মধ্যে ধুতি, শাড়ি ও লুঙ্গি বিলি করা হল। জেলা সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ অন্য নেতারা হজির ছিলেন। সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “পুজোর আনন্দে সামিল করতে ৩ দিনে ২৫ ওয়ার্ডে ৮ হাজার দুঃস্থকে পোশাক দেওয়া হয়।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার বিপ্রিত এলাকায়। মৃতের নাম মহম্মদ বাবলু (২২)। বুলাভিটা এলাকার ওই যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ইসলামপুরগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
|
উদ্বোধনে মন্ত্রী |
কোচবিহার শহর লাগোয়া টাকাগছ এলাকার একটি ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় টাকাগছের কিশোর সঙ্ঘের পুজোর উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও উপস্থিত ছিলেন। উদ্যোক্তার জানান, ক্লাবের পুজো এবার ৫০ বছর পা দিল। বাদাম, বাদামের খোসা, জালের কাঠি দিয়ে মস্কোর একটি প্যালেসের আদলে মণ্ডপটি গড়া হয়েছে। প্রতিমাও নজরকাড়া। |
|