|
|
|
|
শিলিগুড়িতে মণ্ডপ-ম্যাপ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রতিমা দেখতে গিয়ে দর্শনার্থীরা যাতে সমস্যায় না-পড়েন, যানজটে ফেঁসে যাতে হাঁপিয়ে উঠতে না-হয় সেদিকে লক্ষ্য রেখেই পুজা ‘গাইড ম্যাপ’ প্রকাশ করল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। শুক্রবার শিলিগুড়ির বর্ধমানের রোডের একটি ভবনে আনুষ্ঠানিক ভাবে ম্যাপ প্রকাশ করা হয়। দার্জিলিং রেঞ্জের স্পেশাল আইজি এন রমেশবাবু বলেন, “সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে প্রতিটি মণ্ডপে যেতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। পুজোর সময় শহরে শান্তি বজায় রাখতেও পুলিশ সক্রিয় হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতার করছে। এতে আমরা খুশি।” |
|
নিজস্ব চিত্র। |
গাইড ম্যাপে পুলিশ সহায়তা কেন্দ্রের নম্বর দেওয়া রয়েছে। এ ছাড়াও পুলিশ, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ফোন নম্বর রয়েছে। হাসপাতাল, ব্লাড ব্যাঙ্ক, অ্যাম্বুল্যান্স, ওষুধের দোকান, রেল, বাস, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ দফতরের ফোন নম্বরও রয়েছে। বিকাল ৪ টার পর থেকে শহরে কী ভাবে যান চলাচল নিয়ন্ত্রণ হবে সেই ব্যাপারেও সমস্ত তথ্য দেওয়া রয়েছে গাইড ম্যাপে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ম্যাপ শহরের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে টাঙিয়ে দেওয়া হবে। দার্জিলিং জেলা পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, “কোনও অসুবিধে পড়লেই পুলিশ ও প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেবে।” পুলিশ কর্তারা জানান, পুজোর চারদিন বিকাল ৪টা থেকে ভোর ৩টে পর্যন্ত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকাল ৪টার পরে বাস ও ট্রাক দার্জিলিং মোড় থেকে জলপাই মোড় পর্যন্ত চলাচল করতে পারবে না। এয়ারভিউ মোড় থেকে কোর্ট মোড় পর্যন্তও বাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে। সেবক রোডের একটি সিনেমা হল লাগোয়া এলাকা থেকে সেবক মোড় পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। এসএফ রোডের জলপাই মোড় থেকে বাবুপাড়া মোড় পর্যন্ত বাস ও ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিধান রোডের ক্ষেত্রে পানিট্যাঙ্কি মোড় থেকে হাসমি চক পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। গ্যাংটক, কালিম্পং থেকে যাওয়া ট্রাক, বাসগুলি ইস্টার্ন বাইপাস, ফুলবাড়ি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
জলপাইগুড়ি, কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার ক্ষেত্রে বাসগুলি তিনবাতি মোড়, নৌকাঘাট হয়ে দার্জিলিং মোড় পর্যন্ত যাবে। অসম, কোচবিহার, জলপাইগুড়ির বাস শিলিগুড়ি জংশনের পরিবর্তে দার্জিলিং মোড় থেকে ছেড়ে নৌকাঘাট হয়ে চলাচল করবে। শিলিগুড়ি যে সমস্ত বাস এয়ারভিউ মোড় হয়ে জলপাইগুড়ি যাতায়াত করে সেগুলি জলপাই মোড় হয়ে চলাচল করবে। কলকাতা, বিহারের বাসগুলি দার্জিলিং মোড় পর্যন্ত চলাচল করবে। ছোট গাড়ির ক্ষেত্রে হিলকার্ট রোড লাগোয়া মহানন্দা সেতু এলাকা থেকে হাসমি চক, সেখান থেকে বিধান রোডের নজরুল সরণি, হাসমি চক থেকে বাবুপাড়া মোড়। কোচবিহার, জলপাইগুড়ি যাওয়ার ক্ষেত্রে বাসগুলি দার্জিলিং মোড় হয়ে চালচল করবে। এদিনের অনুষ্ঠানে শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি, পুরসভার ডেপুটি মেয়র রঞ্জনশীল শর্মা এবং চেয়ারম্যান নান্টু পাল উপস্থিত ছিলেন। ডেপুটি মেয়র প্লাস্টিক ব্যবহার নিয়ে যাতে পুজো উদ্যোক্তারা সচেতনতামূলক অভিযান করেন সে ব্যাপারে আবেদন করেন। |
|
|
|
|
|