নবমীর নিশি রাত

নবমী মানেই টি ২০
সপ্তমী যদি হয় ওয়ান ডে ইন্টারন্যাশনাল, অষ্টমী হল টেস্টম্যাচ। আর নবমী মানেই টি ২০। আর এই নবমীই পুজোর চারটে দিনের মধ্যে আমার সবচেয়ে ফেবারিট। এবং তাই জন্যে নবমী মানেই আমার কাছে পুজোর বিন্দাস ফাইনাল পার্টি। এটাই শেষ দিন পুজোর তাই সে দিন ‘লেট ইওর হেয়ার ডাউন’। নিজেকে খুলেমেলে আনন্দ করো। যতটা সম্ভব সেক্সি সাজে সাজো। ফ্লার্ট করো, যত পার মজা করো —এই হল নবমী।

বয়ফ্রেন্ড আর বরেদের ‘নো এনট্রি’
নবমীতে এমনিতেই আমি তাড়াতাড়ি উঠি। তার কারণ আমাদের সেন্ট টেরেসার সব ক্লাসমেটরা সেদিন দুপুরে লাঞ্চ খেতে যাই। সেখানে বয়ফ্রেন্ড আর বরেদের প্রবেশ নিষেধ।
যত পুরনো ‘ব্যথা’, স্কুলের ক্রাশ নিয়ে আড্ডা হয়, হাজব্যান্ড, বয়ফ্রেন্ডরা না থাকলেই মঙ্গল।
তবে হ্যাঁ, কলকাতায় পুজোর সময় রেস্তোরাঁয় জায়গা পাওয়া এতই দুষ্কর হয়ে পড়ে যে আমি এখানে সত্যি সত্যি আমার সেলিব্রেটি স্টেটাসটা ব্যবহার করি। না হলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে। যেটা আমার একদম পোষায় না। আজকাল কিন্তু অনেকেই দেখি নবমীতে মাংসের ঝোল না খেয়ে মাটন স্টেক খায়। আমি আজও বুঝি না কেন? পুজোয় মাংস খাব তাও নবমীতেই। এবং সেটা গরগরে বাঙালি মাংসের ঝোল হবে। স্টেক পরে একদিন হবে। সে দিন নয়।



কলকাতায় ভাল দেখতে ছেলে কই?
গত কয়েক বছর ধরে আমি একটা প্যান্ডেলে প্রত্যেকবার যাই। সেটা বালিগঞ্জ কালচারালের পুজো। যেটা আমার কাছে ক্রিকেটার এবং আমার বন্ধু রণদেব বসুর পুজো। ওখানে তো যাবই ঠাকুর দেখতে। বাকি সময়টা পার্টি আর পার্টি। বন্ধুদের বাড়িতে।
আর তা ছাড়া টো টো করে ঠাকুর দেখতে গিয়ে কী হবে বলুন তো? ভাল দেখতে ছেলে কোথায় এ শহরে?
জানি, ছেলেরা আমার এই কথায় খুব চটে যাবে। কিন্তু সত্যি বলছি কলকাতায় ভাল দেখতে ছেলে দেখতে পাই না। কী যে খারাপ লাগে!

মেয়ে যেন আমার বিবিএম না দ্যাখে বাবা!
এ বার পাঁচ বছর পরে আমার মেয়ে পুজোয় কলকাতায় থাকবে। অনেক দিন পর। মানিকে দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে। ও ইতিমধ্যে শপিংয়ের এমন একটা লম্বা লিস্ট দিয়েছে যে কিনতে কিনতে আমি পাগল হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ও কলকাতায় আসার পর ওকে আমি আমার পুরনো ফোনটা দিয়ে দিয়েছি। এবং আমার মেয়ে খুব স্মার্টলি বলে দিয়েছে যে ষষ্ঠীর দিন ওকে নাকি পুরো পুজোর জন্য বেশি টাকার রিফিল কার্ড ভরে দিতে হবে। এমনিতেই তো দেখি ও সব সময় ফোনে। তার ওপর আরও রিফিল করে দিতে হবে? মেয়ের যুক্তি ওরা বন্ধুরা নাকি সবাই পুজোয় এসএমএস করবে একে অন্যকে। তাই বড় রিচার্জ চাই-ই। ভাবুন একবার!
আমার অবশ্য বন্ধুদের সঙ্গে কানেক্ট করার জন্য ফেসবুক, টুইটার আছে। যদিও ফেসবুকটা আজকাল বোরিং মনে হয়। তার থেকে টুইটার অনেক ভাল। কিন্তু বেস্ট হচ্ছে বিবিএম।
এখন বন্ধুরাও তো এক টেবিলে বসে খেতে খেতে একে অপরকে বিবিএম মেসেজ পাঠায়। একটাই ভয়, আমার মেয়ে মাঝে মধ্যে জানতে চায় বিবিএম ব্যাপারটা কী। আমি তো ভয়ে ভয়ে থাকি যে ও আমার বিবিএম দেখে না ফেলে! পুজোতেও ভয়টা পিছু ছাড়বে না।

দেদার খাব আর ট্রেডমিল করব
যে যে জিনিস খেতে সাংঘাতিক পছন্দ করি কিন্তু খেতে পারি না পুজোর ক’দিন সেগুলিই খাব। সকালে লুচি যেমন। মিষ্টি খেতে খুব ভালবাসি। তাই মিষ্টিতে কোনও বিধি নিষেধ মানব না। তা ছাড়া মটন, পোলাও, মাছ, খিচুড়ি....বাদ দেব না কিছুই। কিন্তু একটা জিনিস যেটা আমি নিয়মিত করি না, কিন্তু পুজোর সময় করবই করব সেটা হল ট্রেডমিল। ঘুম থেকে উঠেই। অন্তত একঘণ্টা। আর নবমীর দিন ট্রেডমিল তো বেশি করে করবই। সকাল বিকেল বেশি খাওয়া হবে যে। সঙ্গে দেদার হোয়াইট ওয়াইনও ঢুকবে পেটে। তবে দশমীর দিন নো ট্রেডমিল! সারাদিন শুয়ে-বসে-গড়িয়ে কাটাব। সে দিন যে মন খারাপের দিন।

চোলি কে পিছে
পুজোর সময় রাস্তাঘাটে অনেক নতুন ফ্যাশন স্টেটমেন্ট দেখি, কিন্তু তার বেশির ভাগেরই কোনও মানে হয় না। আজকাল বাঙালি মেয়েরা লেটেস্ট হিন্দি ছবির স্টাইল বড্ড নকল করে। মনে আছে ‘যব উই মেট’এর পরে মেয়েরা অষ্টমীর অঞ্জলি দিতেও গিয়েছিল করিনা কপূরের মতো হারেম প্যান্ট পরে। কোনও মানে হয়? পুজোয় আমার কাছে সেরা ফ্যাশন হল শাড়ি আর ইন্দো ওয়েস্টার্ন পোশাক। আমি তো পুজোর সময় চোলি নিয়ে এক্সপেরিমেন্ট করতে দারুণ পছন্দ করি। ফ্যাশনেবল চোলি পরলে মেয়েদের দুর্দান্ত গর্জাস আর সেক্সি দেখায়। আর সেক্সি না দেখালে পুজোর মানেটাই বা কী?

ফিটনেস এক্সপার্টের সাবধানবাণী

স্বস্তিকা, আপনার ফিটনেসের রুটিনটা কিন্তু গোলমেলে। রোজ একঘণ্টা ট্রেডমিল করলে হাঁটুতে চাপ পড়বে। আর বেশিক্ষণ ব্যায়ামে শরীরে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ তৈরি হবে। এতে ‘মেটাবলিজম’ রেট কমে যায়। আপনি তো বলেছেন দেদার খাবেন, কোনও নিয়ম মানবেন না। তাতে সমস্যা বাড়বে। আর নবমীতে প্রচুর হোয়াইট ওয়াইন খেয়ে দশমীর দিন যদি শুয়ে-বসে কাটান, তা হলে কিন্তু আলস্য কাটতে দু’-তিন দিন লেগে যাবে।


ছবি: দেবাশিস মিত্র
পোশাক: সায়ন্তন সরকার
স্টাইলিং: অজপা মুখোপাধ্যায় রায়
মেক আপ: নবীন দাস
অলঙ্কার: গাজা জুয়েলার্স ফিটনেস এক্সপার্ট: চিন্ময় রা


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.