চোর সন্দেহে জনতার ‘শাসন’ দুই জেলায় |
দুই জেলার দুই প্রান্তে চোর সন্দেহে মারধর করা হল দুই ব্যক্তিকে। তার মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙায় ধৃত এক যুবককে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। দুর্গা মন্দিরের দরজা ভেঙে বাসন চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় সেই ব্যক্তি। এলাকার বাসিন্দারা তা দেখতে পেয়ে তাকে ধরে ফেলেন। মারধরও শুরু হয়। বৃহস্পতিবার রাতে বেলডাঙা থানার পুলিশ আনন্দনগর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে। তাকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। ওই দিনই রাতে নদিয়ার দত্তফুলিয়ার বাবুপাড়া গ্রামেও চোর সন্দেহে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত এগারোটা নাগাদ জনা চারেক যুবক একটি বাড়িতে হানা দেয়। এলাকার মানুষের সন্দেহ হলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। বাকিরা পালিয়ে গেলেও এক জন ধরা পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের হাতে। উত্তেজিত জনতা তাকেও চড়-থাপ্পড় মারে। ধানতলা থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোজালির কোপ দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল চার দুষ্কৃতী। পুলিশ তাদের গ্রেফতার করেছে। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ওই ব্যবসায়ী। সামশেরগঞ্জ থানা থেকে মাত্র দেড়শো মিটার দূরে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। জঙ্গিপুরের মহকুমা পুলিশ আধিকারিক আনন্দ রায় বলেন, “টাকা সহ ব্যাগটি উদ্ধার করা হয়েছে। গুলি ভর্তি একটি পিস্তল ও ভোজালিও মিলেছে।”
|
শুক্রবার সকালে নদিয়ার চাকদহ থানার পুমলিয়া গ্রামে একটি ডোবা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ওই যুবকের দেহটি অন্য কোথাও থেকে নিয়ে এসে ওই জায়গায় ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। এই দিন সকালে দেহটি ডোবার পাশে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।
|
বৃহস্পতিবার রাতে বেলডাঙা থানার পুলিশ ২টি পাইপগান ও ১০ রাউন্ড গুলি ও ১৫টি বোমা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, প্রথমে বেলডাঙা থানার জালালপুর নতুন পাড়ার হাসু শেখের বাড়িতে গিয়ে বেশ কিছু বোমা ও গুলি আটক করে। কিন্তু হাসু শেখ পালিয়ে যায়। কিন্তু তার বাড়ি থেকেই খবর পেয়ে তারা বেলডাঙা স্টেশন চত্বরের একটি মাঠ সংলগ্ন এলাকা থেকে কাদির শেখ ও জালালপুর নতুনপাড়া থেকে কাজেল শেখকে গ্রেফতার করে। তাদের সঙ্গে একটি পাইপগান ও গুলি ছিল। |