রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট। শনিবার এই পথটায় আড়াইশো কিলোমিটার বেগে একটা ঝড় বয়ে যাবে। যে ঝড়ের নাম রেড বুল রোড শো। ফর্মুলা ওয়ান দলের রিজার্ভ চালক ড্যানিয়েল রিকিয়ার্ডো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এখানে। রাজধানীর মানুষকে ফমুর্লা ওয়ানের স্বাদ চেনাতে তিনিই চালাবেন গাড়ি। তবে রোড শো-র আসল উদ্দ্যেশ্য যে ভারতের বাজার ধরা। সে কথাটা এ দিন অকপটে স্বীকার করে নিলেন রেড বুলের ব্র্যান্ড হেড অ্যান্থনি ওয়ার্ড।
ড্যানিয়েল গতকাল গভীর রাতে দিল্লি আসায় আজ সকালের সাংবাদিক সন্মেলনে আসেননি। তবে সাংবাদিকদের চোখের সামনেই রেড বুলের গাড়ির খোলা পার্টসগুলো জোড়া হল এবং তার পর কানে তালা লাগানো ভয়ঙ্কর আওয়াজ তুলে চালু হল ইঞ্জিন। উপস্থিত জনতার চোখে তখন বিস্ময়ের ঘোর। এত কাছ থেকে রেড বুলের গাড়ি দেখতে পাবেন তা তারা স্বপ্নেও ভাবেননি।
রেড বুলের গাড়িতে জ্বলজ্বল করছে ইনফিনিটি, কোলা, টোটাল, সেসাসের লোগো। কিন্তু এ দিন তার পাশেই দেখা গেল আইটিসি, ডিএইচএল, রেড, আইবিএন, বিগ বাজার, বিগবয়, রেনো, জাগরণের মত ভারতীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনও। রেড বুলের ব্র্যান্ড হেড অ্যান্থনি ওয়ার্ড বেশ গদ গদ হয়েই বলছিলেন, “আমাদের প্রধান লক্ষ ভারতীয় বাজার ধরা। পাশাপাশি আমরা ইউরোপীয় দেশগুলোর মতোই এশিয়ার বাজার ধরতে চাই। আগে এশিয়া-ইউরোপে ফেরারি আর ম্যাকলারেন-এর জয়জয়কার ছিল। কিন্তু গত দু’বছরে রেড বুল সেই ছবিটা অনেকটাই বদলে দিতে পেরেছি বলে মনে করি। গত বছর আমাদের দলের সেবাস্তিয়ান ভেটেল চ্যাম্পিয়ন হয়। এ বছরও সেবাস্তিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পথে। সঙ্গে মার্ক ওয়েবারও দলকে পয়েন্ট এনে দিচ্ছে।”
এই মরসুমে ফর্মুলা ওয়ান রেসের সংখ্যা উনিশটি থাকলেও আগামী বছর সেটা কুড়িতে গিয়ে দাঁড়াচ্ছে। |