দু’টো অঙ্ক সামনে এবং দু’টোই বেশ কঠিন।
এক নম্বর অঙ্ক যদি হয় আজ শনিবার ওয়ারিয়র্সের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নেওয়া, দ্বিতীয়টা তবে আরও কঠিন। চ্যাম্পিয়ন্স লিগে যদি নাইটদের বেঁচে থাকতে হয়, তা হলে জিততে তো হবে সঙ্গে বড় রান রেটে জিততে হবে।
এমন এক পরিস্থিতি যেখানে সমস্ত আত্মবিশ্বাস উড়ে যাওয়াটাই স্বাভাবিক। কে না জানে, চলতি টুর্নামেন্টে সবচেয়ে ভয়ঙ্কর এবং ধারাবাহিক টিমটার নাম ওয়ারয়র্স। দক্ষিণ আফ্রিকার এই টি টোয়েন্টি দল দু’টো ম্যাচের একটাতেও হারেনি। শেষ বলে জয় তুলেছে এমন নয়। বরং প্রতিপক্ষকে ধ্বংস করে ছেড়েছে আগেভাগে। কিন্তু নাইট শিবিরে সে সব টেনশন কোথায়? উল্টে সবাই তো তেতে রয়েছেন!
সৌজন্য টিম মালিক শাহরুখ খানের ছোট্ট একটা বার্তা। আর তাতেই নাকি কাজ হচ্ছে ম্যাজিকের মতো। বৃহস্পতিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার পর নাইটদের ‘কিং খান’ বার্তা পাঠিয়ে বলেছেন: “যতই অঙ্ক থাক, সেমিফাইনালের আশা আমি ছাড়ছি না। তোমরা যে ভাবে আজ খেললে, সে ভাবে যদি পরের দিনও খেলো, তা হলে কেউ তোমাদের আটকাতে পারবে না।” |
নাইট শিবিরে হঠাৎই আশার আলো। |
ওয়ারিয়র্স নিয়ে ভয়ডর তো নেই-ই, এমনকী রান রেটের অঙ্কও ম্যাচে নামার সময় মাথায় রাখতে চাইছে না নাইট শিবির। বেঙ্গালুরু থেকে ফোনে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলছিলেন, “অবস্থা বুঝে ব্যবস্থা নেব। টিকে থাকতে গেলে রান রেট কোথায় নিয়ে যেতে হবে, সে সব ভেবে নিজেদের অহেতুক চাপে ফেলতে চাই না।” তবে নাইটদের চাপে ফেলে দেওয়ার যাবতীয় মশলা কিন্তু ওয়ারিয়র্সের আছে। পার্নেল-সোতসোবেকে কী ভাবে সামলান গম্ভীর অ্যান্ড কোম্পানি, তার উপর অনেকটাই দাঁড়িয়ে থাকবে ম্যাচের ভাগ্য। পাশাপাশি এটাও দেখার যে ইনগ্রাম-বাউচারদের মহড়া কী ভাবে নেন লি-কালিসরা। শুক্রবার রাত পর্যন্ত যা খবর, নাইটদের টিমে বদল হচ্ছে না। বেঙ্গালুরু ম্যাচের জয়ী টিমকেই সম্ভবত রেখে দেওয়া হচ্ছে। |