বেতন মেলেনি, চিঠি মহকুমা প্রশাসনকে |
সরকারি নির্দেশে মাসের শেষ দিন বেতন হওয়ার কথা শিক্ষকদের। কিন্তু দুর্গাপুর মহকুমার বহু স্কুলেই তা হচ্ছে না বলে অভিযোগ। পুজোর আগের মাসেও সেই নির্দেশ কার্যকরী করা না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন প্রায় হাজার দুয়েক শিক্ষক। শুক্রবার মহকুমাশাসকের কাছে চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছেন তাঁরা। জেলা বিদ্যালয় পরিদর্শক আব্দুল হাই ও সহকারী বিদ্যালয় পরিদর্শক বংশীধর ধীবরকে টেলিফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, সমস্ত স্কুলে নয়, কিছু স্কুলের ক্ষেত্রে সমস্যা হয়েছে। আজ, শনিবার ওই শিক্ষকেরা বেতন পেয়ে যাবেন। শিক্ষকদের পক্ষে পরেশনাথ কোনার, বিপ্লবকুমার মণ্ডল, জইনুল হকরা জানান, এ বিষয়ে ৩০ মে সরকারি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, মাসের শেষ তারিখে শিক্ষকদের বেতন দেওয়া হবে। কিন্তু দুর্গাপুর মহকুমার অধিকাংশ স্কুলে এই নির্দেশ কার্যকরী হয়নি। তাঁদের অভিযোগ, “বেতন পেতে পরের মাসের ৫-৭ তারিখ হয়ে যাচ্ছে। চলতি মাসে সমস্যা আরও গভীর হয়েছে। ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কের ষান্মাষিক হিসাবের দিন হওয়ায় ব্যাঙ্কে দৈনন্দিন কাজকর্ম হয়নি। শনিবার ১ অক্টোবর ব্যাঙ্ক খোলা। তারপর ফের ব্যাঙ্ক খুলবে পুজোর পরে, শুক্রবার। বিষয়টি জানিয়ে তাঁরা জেলা বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শক ও মহকুমাশাসককে চিঠি দিয়েছেন।
|
বিহার থেকে ছিনতাই হওয়া একটি লরি বৃহস্পতিবার গভীর রাতে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। ধরা পড়েছে এক জন। বাকি ২ জন পালিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা জাতীয় সড়কের ধারে অপেক্ষা করছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
|
বিবেকানন্দ রথ এল কাঁকসায় |
আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে বিবেকানন্দ রথ বৃহস্পতিবার এসে পৌঁছায় কাঁকসার রামকৃষ্ণ মিশন আশ্রমে। আশ্রমের পক্ষে নির্মলচন্দ্র বন্দ্যোপাধ্যায় জানান, স্বামী আত্মানন্দ ধর্মীয় উপদেশ পাঠ করেন। শুক্রবার রথটি বর্ধমানের উদ্দেশে রওনা দেয়। |