নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
সিপিএম প্রভাবিত বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠানে ছাত্রদের পাঠানোর প্রতিবাদ করল তৃণমূল ছাত্র পরিষদ। একই সঙ্গে তারা আরও কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন রানিগঞ্জ হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুমন্ত চট্টোপাধ্যায়ের অভিযোগ, বৃহস্পতিবার জনা কুড়ি ছাত্রকে জোর করে স্কুলের শিক্ষক তথা সিপিএমের রানিগঞ্জ ১ নম্বর লোকাল কমিটির সম্পাদক কল্লোল ঘোষ বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠানে নিয়ে যান। তাঁর দাবি, একটি রাজনৈতিক দলের গণ সংগঠনের অনুষ্ঠানে পড়ুয়াদের পাঠিয়ে প্রধান শিক্ষক বিধি ভেঙেছেন। এছাড়া স্কুলে প্রতি বছর দু’টি রসিদ দিয়ে টাকা তোলা হয়। একটিতে ভর্তি ফি নেওয়া হয়। অপরটিতে মহকুমার নানা উন্নয়নের নাম করে টাকা কাটা হয়। কিন্তু কোনও ভাবেই তা সরকারি ভাবে ‘অডিট’ করানো হয় না। কল্লোলবাবু কোনও দিনই সময়ে স্কুলে আসেন না। আবার আগে চলে যান বলে অভিযোগ।
এ সবের প্রতিকারের দাবিতে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদ আড়াই ঘণ্টা স্কুলে বিক্ষোভ দেখায়। প্রধান শিক্ষককে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা জানান, এর পরেও এমন ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রধান শিক্ষক দুলাল কর্মকার জানান, স্কুলে একটি ইকো ক্লাব আছে। তার পরিচালনা করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ওই মঞ্চকে এই কাজের জন্য বৈধতা দিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। শীঘ্রই একটি শিশু বিজ্ঞান মেলা আয়োজিত হবে। তবে কবে তা তিনি বলতে পারেননি। তিনি বলেন, “শিশু বিজ্ঞান মেলার প্রস্তুতির জন্যই জনা কুড়ি পড়ুয়াকে স্টুডেন্টস হেলথ হোমে পাঠানো হয়েছিল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” ওই স্কুলের ভূগোল শিক্ষক তথা তৃণমূল শিক্ষা সেলের নেতা স্নেহাশিস ভট্টাচার্য জানান, প্রধান শিক্ষক ঠিক বলছেন না। বিজ্ঞান মঞ্চকে এনজিও বলছেন। যা অসত্য। এই বিষয়ে কোনও লিখিত বক্তব্য তিনি দিচ্ছেন না। কল্লোল ঘোষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। |