খেলার টুকরো খবর
দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে শুক্রবার এমএএমসি মাঠের খেলায় ডায়মন্ড ক্লাব ৩-০ গোলে হারিয়ে দেয় পলাশডিহা তরুণ সঙ্ঘকে। দু’টি গোল করেন কৌশিক মল্লিক। অপর গোলটি করেন সুজয় গোস্বামী।

অনূর্ধ্ব ১৪ ফুটবল
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৪ ফুটবল লিগে শুক্রবার লাল ময়দানের খেলায় রবীন্দ্রভবন ৩-০ গোলে আআকখ কালচারাল ক্লাবকে হারায়। গোল করেন রাহুল বাদ্যকর, সঞ্জু বাদ্যকর, অর্ঘনীল গোস্বামী।

আন্তঃগ্রামীণ ফুটবল
পানুড়িয়া পঞ্চায়েত আয়োজিত আন্তঃগ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হল শ্যামাপুর বুলেট ক্লাব। গৌরান্ডি মাঠে তারা পলাশপুর সবুজ সঙ্ঘকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে গেল। গোলটি করেন সন্তোষ মুর্মু। আয়োজক সংস্থা জানিয়েছে, এ দিনের বিজয়ী দল পলাশপুর সবুজ সঙ্ঘের সঙ্গে ফাইনাল খেলবে।

সুপার ডিভিশন লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের কালাঝড়িয়া মাঠের খেলা শুক্রবার অমীমাংসিতভাবে শেষ হল। উদয়ন সঙ্ঘ ও বড়ডাঙা মিলন সঙ্ঘের খেলা ছিল।

স্মৃতি ফুটবল
ডিওয়াইএফ ও এসএফআই আয়োজিত নারায়ণচন্দ্র মণ্ডল ও রামপ্রসাদ দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উখড়া ফুটবল অ্যাকাডেমি। শুক্রবার বক্তারনগর মাঠের ফাইনালে তারা রামনগর ইন্দ্রজিৎ সিসিকে ৩-০ গোলে হারায়।

জয়ী পলাসন
রায়না জোনাল বিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃবিদ্যালয় ফুটবলে জিতল পলাসন এম এম হাইস্কুল। তারা ফাইনালে মেড়াল এস সি পি হাইস্কুলকে ১-০ গোলে হারায়। ফাইনালে ওঠার পথে পলাসন হারায় সেহারাবাজার সি কে ইনস্টিটিউউশনকে ১-০ গোলে এবং মেড়াল, বোরো বলরাম হাইস্কুলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। শ্যামসুন্দর কলেজ মাঠে প্রতিযোগিতার শেষে নিজের উদ্যোগে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে একটি ট্রফি তুলে দেন রায়না ১-এর বিডিও সুরেশচন্দ্র রানো। মাঠে এসে তিনি জানতে পারেন, অর্থাভাবে বিজয়ীদের জন্য কোনও ট্রফির ব্যবস্থা করতে পারেনি উদ্যোক্তারা। অন্য দিকে, খণ্ডঘোষে জোনাল বিদ্যালয় ফুটবলে খেতাব জিতেছে শশঙ্গা হাইস্কুল। ফাইনালে তারা একলক্ষ্মী হাইস্কুলকে হারিয়ে দেয়। প্রতিযোগিতাটি হয় বাদুলিয়া ফুটবল ময়দানে। ১৪টি দল যোগ দিয়েছিল।

আন্তঃস্কুল কবাডি
রায়না জোনাল আন্তঃবিদ্যালয় মেয়েদের কবাডিতে খেতাব জিতল রায়নার জগতমাতা বালিকা বিদ্যালয়। শ্যামসুন্দর কলেজ মাঠে ফাইনালে রসুইখণ্ড বিএম হাইস্কুলকে ১৮-১৪ ব্যবধানে হরিয়ে দিয়েছে। অর্থাভাবে এই প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়ার মত ট্রফিও না থাকায় জয়ী দলকে ট্রফি দেন শ্যামসুন্দর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহেরা খাতুন।

দ্বিতীয় ডিভিশন লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে শুক্রবার এমএএমসি মাঠের খেলায় ডায়মন্ড ক্লাব ৩-০ গোলে হারিয়ে দেয় পলাশডিহা তরুণ সঙ্ঘকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.