দুর্গাপুজোয় হাওড়া থেকে পাঁশকুড়া এবং আমতা শাখায় ৩৫টি বিশেষ লোকাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সেই সঙ্গে উৎসবের মরসুমে সাঁতরাগাছি থেকে দিঘা যাওয়ার বিশেষ ট্রেন চালানো হচ্ছে বলেও জানিয়েছেন রেল-কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, বিশেষ লোকাল ট্রেনগুলি চলবে মাঝরাতে। এই পরিষেবা শুরু হচ্ছে ২ অক্টোবর। চলবে ৬ অক্টোবর অর্থাৎ বিজয়াদশমী পর্যন্ত। পুজোর সময় রবিবার কিংবা অন্যান্য ছুটির দিনে কোনও লোকাল ট্রেন বাতিল করা হবে না। আর দিঘার বিশেষ ট্রেন চালানো হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। সকাল পৌনে ১০টায় সাঁতরাগাছি থেকে দিঘার উদ্দেশে রওনা দিচ্ছে ওই ট্রেন। দিঘা থেকে ফিরতি বিশেষ ট্রেন রওনা হচ্ছে বেলা ১টা ৫০ মিনিটে। ১৫ অক্টোবর পর্যন্ত এই বিশেষ পরিষেবা মিলবে। রবিবার এই বিশেষ ট্রেন চালানো হবে না বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
|
রাজ্যের ১৩টি জেলার পিছিয়ে পড়া ব্লকগুলিতে মডেল স্কুল গড়ার কাজে গতি আনতে চায় রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অনুদানে রাজ্যে ৮৭টি ব্লকে একটি করে মডেল স্কুল গড়ার কথা। ওই সব সরকারি স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হবে। প্রাথমিক ভাবে ৩৮টি ব্লকে স্কুল তৈরিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সব ব্লকে স্কুলবাড়ি তৈরির কাজ কী অবস্থায় রয়েছে, তা যাচাই করতে বৃৃহস্পতিবার ১৩ জন জেলাশাসকদের সঙ্গে ভিডিও-সম্মেলন করেন মুখ্যসচিব সমর ঘোষ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কয়েকটি ব্লকে স্কুলবাড়ি তৈরির কাজ এগিয়েছে বলে স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর। স্কুলশিক্ষা সচিব বিক্রম সেন বলেন, “স্কুল তৈরির কাজ কী অবস্থায় আছে, জেলাশাসকদের কাছে তা জানতে চান মুখ্যসচিব। আগামী শিক্ষাবর্ষ থেকে অন্তত কয়েকটি মডেল স্কুলে যাতে পঠনপাঠন চালু করা যায়, সেই ব্যাপারে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।” |