টুকরো খবর
অধ্যক্ষের ঘরে ভাঙচুরে ধৃত
অধ্যক্ষের ঘরে ভাঙচুরের অভিযোগে মাজদিয়ার সুধীরঞ্জন লাহিড়ী কলেজের প্রাক্তন ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌরভ ঘোষ। বুধবার রাতে তাঁকে মাজদিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সৌরভ গত বছর ওই কলেজে ছাত্র সংসদের টিএমসিপি-র নির্বাচিত সদস্য ছিলেন। সম্প্রতি, কলেজে ভর্তির সময় পেরিয়ে যাওয়ার পরে ভূগোল অনার্সে এক ছাত্রকে ভর্তি করার দাবি নিয়ে অধ্যক্ষ সরজেন্দ্রনাথ করের ঘরে ভাঙচুর করা হয়। কৃষ্ণগঞ্জ থানায় ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রশান্ত অধিকারী, সৌরভ ঘোষ-সহ ৫ জনের নামে অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তেরা পলাতক। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “অপরাধ যেই করুক, আইন তার নিজস্ব পথে চলবে।”

পড়ে গিয়ে জখম ৪ যাত্রী
চলন্ত বাসের ছাদ থেকে পড়ে গিয়ে বৃহস্পতাবার জখম হয়েছেন চার যাত্রী। আহতদের আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে মাজদিয়াগামী ওই বেসরকারি বাসের ছাদে বেশ কয়েক জন যাত্রী ছিলেন। এ দিন বিকেল ৫টা নাগাদ কোতোয়ালির কাছে একটি গাছের ডালের ধাক্কায় ওই যাত্রীরা পড়ে যান। বাসের ছাদে যাত্রীদের নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধ উঠে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে। তবে চালক পলাতক।

দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আক্তার শেখ (৪০) নামে এক ব্যক্তির। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে লালগোলা-জঙ্গিপুর রাজ্য সড়কের সম্মতিনগর বাজার এলাকায়। এই ঘটনার জেরে ওই রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনায় আহত তারা মিঞা নামে এক ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রাতে পুলিশের কোনও গাড়ি টহল দিচ্ছিল না। ভোর রাতে পুলিশ রাস্তা থেকে মৃতদেহ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফুলিয়ার স্কুলে ভাঙচুর
তফশিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের ভাতা বিলিকে কেন্দ্র করে ফুলিয়া শিক্ষা নিকেতনে ভাঙচুর চালান এক দল অভিভাবক। বৃহস্পতিবার স্কুলের অফিস ঘর ও শিক্ষকদের ঘরে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফুলিয়া টাউনশিপের তৃণমূল প্রধান রঘুনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “স্কুলের মোট ৭১৫ জন ছাত্রছাত্রীদের জন্য ২ লক্ষ ৯০ হাজার টাকা এসেছে। আজ থেকে স্কুলে ওই টাকা বণ্টন করা শুরু হয়। তবে সেই সময়ে চরম অব্যবস্থার অভিযোগ তুলে স্কুলে ভাঙচুর চালান এক দল অভিভাবক।” স্কুলের প্রধান শিক্ষক দেবদাস ভাদুড়ি বলেন, “ওই সময়ে আমি স্কুলে ছিলাম না। অভিভাবকেরা কেন স্কুলে ভাঙচুর চালিয়েছেন তা আমি বলতে পারব না।”

ব্যবসায়ীকে গুলি কৃষ্ণনগরে
দোকানে ঢুকে মালিককে লক্ষ করে গুলি চালায় এক দল দুষ্কৃতী। বুধবার রাতে কৃষ্ণনগরের বউবাজারের একটি স্টিলের আসবাবের দোকানে ঘটনাটি ঘটে। দোকানের মালিক চন্দন পালিতের অভিযোগ, “দুটো মোটরবাইকে করে মোট পাঁচ জন এসেছিল। আমাকে লক্ষ করে ওরা গুলি করে। লক্ষভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। আমাকে ওরা মারধর করেছে।” চন্দনবাবু দুষ্কৃতীদের কাউকে চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কলেজে বিক্ষোভ
বৃহস্পতিবার নওদার যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের কলেজের তালা দিয়ে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। সংগঠনের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ গাফিলতিতে ফল প্রকাশ ও পরীক্ষা গ্রহণে দেরি হচ্ছে। ছাত্র পরিষদের সভাপতি জমিরুল হুসেন বলেন, “ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল অনেক দেরিতে পেয়েছে। সে কারণে অনেক সমস্যা হচ্ছে। সে কারণে আমরা বিক্ষোভ দেখাই। তবে অধ্যক্ষ কথা দিয়েছেন এমন অবস্থা আর হবে না।” কলেজের অধ্যক্ষ অজয় বিশ্বাস বলেন, “আলোচনা হয়েছে। আশা করি এই বিশৃঙ্খলা ফের হবে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.