টুকরো খবর
সহজ জয় বার্সার, আটকে গেল চেলসি
লা লিগার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও লিওনেল মেসির বিধ্বংসী মেজাজ অটুট। বুধবার রাতে বেলারুশের বেট বরিসভকে ৫-০ হারাল বার্সেলোনা। যাতে দুটি গোল মেসির। বাকি গোলগুলি করলেন পেদ্রো রদ্রিগেজ, দাভিদ ভিয়া এবং একটি আত্মঘাতী। তাদের গ্রুপে এসি মিলানও ২-০ জিতল ভিক্টোরিয়া প্লিজেনের বিরুদ্ধে। পেনাল্টি থেকে গোল করেন ইব্রাহিমোভিচ। পরে ব্যবধান বাড়ান আন্তোনিও কাসানো। গোলপার্থক্যে মেসিরাই এখন গ্রুপ শীর্ষে। ভালেন্সিয়ার মাঠে জিততে না পারলেও গ্রুপ শীর্ষে রইল চেলসি। ল্যাম্পার্ডের গোলে ১-০ এগিয়ে ছিল চেলসি। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে অযথা বক্সের মধ্যে হ্যান্ড বল করেন সলোমন কালু। সোলদাদো গোল করেন পেনাল্টি থেকে। এই গ্রুপে মাইকেল বালাকের দল বেয়ার লেভারকুসেন ২-০ হারাল জেঙ্ককে। বেন্ডার এবং বালাকের ইনজুরি টাইমের গোলে। গত দু’দিনের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইংলিশ ক্লাবের মধ্যে একমাত্র জয় পেল আর্সেনাল। যারা ২-১ হারাল অলিম্পিয়াকোসকে। গোল করলেন অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেন এবং আন্দ্রে সান্তোস। গ্রীসের ক্লাবটির হয়ে একটি গোল শোধ করেন ফাস্টার। তাঁর দলের ডিফেন্সের মতোই আর্সেন ওয়েঙ্গারের চিন্তার কারণ হতে পারে মার্সেই। আর্সেনালের গ্রুপে থাকা মার্সেই ৩-০ হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। রাশিয়ায় চমকে দিল জেনিট সেন্ট পিটার্সবার্গ। এক গোলে পিছিয়েও ৩-১ হারিয়ে দিল পোর্তোকে। গ্রুপের অন্য খেলায় দোনেস্কের মাঠেই শাখতারের সঙ্গে ১-১ ড্র করল সাইপ্রাসের আপোয়েল এফ সি।

তেভেসের শাস্তি
দু’সপ্তাহের জন্য কার্লোস তেভেসকে সাসপেন্ড করল ম্যাঞ্চেস্টার সিটি। সঙ্গে জরিমানা চোদ্দো দিনের বেতন। জানুয়ারি পর্যন্ত বাড়তে পারে সাসপেনশন। তেভেসের বিরুদ্ধে অভিযোগ, বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে তেভেসকে নামাতে চাইলে নামতে চাননি তিনি। তবে তেভেসকে নিয়ে নাটক এখনই শেষ হচ্ছে না। ফিফা ভাইস প্রেসিডেন্ট জিম বয়েস বলেছেন, “ম্যাঞ্চেস্টার সিটি যদি অভিযোগ প্রমাণ করতে পারে তা হলে বড় শাস্তি হতে পারে তেভেসের।” ইংল্যান্ডে জল্পনা, বিশ্বজুড়ে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তেভেস। এমনিতে দু’সপ্তাহের মধ্যে ম্যাঞ্চেস্টার সিটির কোনও অনুশীলনের মাঠেও ঢুকতে পারবেন না তিনি। মনে করা হচ্ছে, তেভেসকে সিটি থেকে ছেঁটে ফেলতে সুবিধাই হবে এই ঘটনায়। মিউনিখ থেকে ম্যাঞ্চেস্টার ফিরেই ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারকের সঙ্গে কথা বলেন ম্যানেজার রবের্তো মানসিনি। তেভেস সিটি সমর্থকদের কাছে ক্ষমা চাইলেও অস্বীকার করেছেন তাঁর বিরুদ্ধে অভিযোগ। বলেন, “ভাষা বোঝা যায়নি বলেই এই ভুল বোঝাবুঝি হয়েছে। আমি নামব না এ কথা মোটেই বলিনি।”

সঙ্কটে রেড বুলের রোড শো
নয়ডার বুদ্ধ সার্কিটে ফর্মুলা ওয়ান রেস শুরুর এক মাস আগে, শনিবার রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত দিল্লির রাজপথে হওয়ার কথা রেড বুলের রোড শো। কিন্তু শুল্ক বিভাগের কড়াকড়ি এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদাসীনতায় তা আদৌ করা যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রেড বুল কর্তা রোহন ভিয়াভহরকর আনন্দবাজারকে জানান, রোড শো-র গাড়ি বিমানবন্দরেই বাজেয়াপ্ত করে রেখেছে শুল্ক দফতর। তাঁর কথায়, “ক্রীড়া মন্ত্রক রেসের গাড়ি আনার অনুমতি দেয় না। আমাদের বলা হয়েছে, যতক্ষণ না কোনও কেন্দ্রীয় বা রাজ্য মন্ত্রী ব্যক্তিগত গ্যারান্টি-সহ চিঠি দিচ্ছেন, ততক্ষণ গাড়ি ছাড়া হবে না। মন্ত্রীদের সঙ্গে কথা বলছি কিন্তু এখন পর্যন্ত কোনও সমাধান সূত্র নেই।” কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অজয় মাকেনের দ্বারস্থ হয়ে লাভ হয়নি। মন্ত্রকের যুগ্ম সচিব ইনজেটি শ্রীনিবাসন বলেছেন “ফর্মুলা ওয়ানকে খেলা বলে মনে করি না। তাই রেড বুলকে সাহায্য করতে পারব না।”

নির্বাচক প্রধান সম্ভবত দীপ
বাংলার নতুন নির্বাচক প্রধান সম্ভবত হতে চলেছেন দীপ দাশগুপ্ত। কাল শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে ঠিক হবে বাংলার দুই নতুন নির্বাচক কারা হবেন। দীপ নির্বাচক হচ্ছেন, তা নিয়ে সন্দেহ নেই। চেয়ারম্যান হওয়াও একপ্রকার নিশ্চিত। ভারতের হয়ে আটটি টেস্ট খেলা বাংলার প্রাক্তন অধিনায়ককেই চেয়ারম্যান পদে যোগ্যতম বলে মনে করছে সিএবি-র গরিষ্ঠ মহল। জানা গেল, সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ারাও এই ব্যাপারে সায় আছে। নির্বাচক প্রধান নিয়ে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছনো গেলেও জট খোলেনি দ্বিতীয় নির্বাচক নিয়ে। যদিও উৎপল চট্টোপাধ্যায়কে নিয়ে ধোঁয়াশা কেটেছে। যা খবর, তিনি নির্বাচক হচ্ছেন না।

আর্জেন্তিনাকে হারালেন লুকাস-নেইমাররা
গোলের নাচ নেইমারদের। ছবি: রয়টার্স
তারুণ্যের দাপটে চির প্রতিদ্বন্দ্বী আর্জন্তিনাকে ২-০ হারিয়ে দিল ব্রাজিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর গোল করেন লুকাস এবং নেইমার। দু’দলেই প্রাধান্য ছিল কম বয়সিদের। তবে তাঁদের পাশে উজ্জ্বল ছিলেন রোনাল্ডিনহো। ম্যাচের পর তিনি বলেন, “লুকাস, নেইমারদের পাশে খেলতে দারুণ লাগছে। এই টিমে তো আমাকে ডাকা ওদের সাহস যোগানোর জন্যই।” রোনাল্ডিনহোর বর্তমান লক্ষ্য সামনের বছর অলিম্পিক দলে সুযোগ পাওয়া। “অলিম্পিক দলে যে তিন জন তেইশ বছরের বেশি বয়সের ফুটবলার থাকে তার এক জন হতে চাই। কারণ, আমার অলিম্পিক সোনাটা পাওয়া হয়নি।”

জাতীয় হকি দলের নেতৃত্বে বাংলার ভরত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় হকি দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন বাংলার ভরত ছেত্রী। জাতীয় দলে ১১৪টি ম্যাচ খেলা ২৭ বছরের এই গোলরক্ষক দার্জিলিংয়ের মকাইবাড়ির বাসিন্দা। রোটেশন পদ্ধতিতে রাজপাল সিংহের জায়গায় তিনি নেতৃত্ব পেলেন। ভরতের সহকারী নির্বাচিত হয়েছেন ইগনেস তিরকে। এ দিকে আগামী মাসের অস্ট্রেলিয়া সফরের দলে ফেরানো হল সন্দীপ সিংহ এবং সরদার সিংহকে। এই সফরে ভারত চার দেশের সুপার সিরিজ টুর্নামেন্ট খেলবে। সফরসূচিতে রয়েছে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। যেখানে পাকিস্তানেরও খেলার কথা।

• ২-এর পল্লী মহিলা বৃন্দের পরিচালনায় দুর্গোৎসবের উদ্বোধনে ১ অক্টোবর বিকাল পাঁচটায়। হাজির থাকবেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, দোলা বন্দ্যোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং সৌমিলি বিশ্বাস।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.